IND vs WI ODI: ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ভারতীয় দলের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ? কী বলছেন অধিনায়ক রোহিত?
Indian Cricket Team: বিশ্বকাপের আগে ভারতীয় দল ওয়স্ট ইন্ডিজ় সিরিজ মিলিয়ে মোট ১২টি ওয়ান ডে ম্যাচ খেলবে।
![IND vs WI ODI: ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ভারতীয় দলের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ? কী বলছেন অধিনায়ক রোহিত? Indian Captain Rohit Sharma discusses on the importance of IND vs WI ODI series IND vs WI ODI: ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ভারতীয় দলের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ? কী বলছেন অধিনায়ক রোহিত?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/27/ba47efbe3f0af92b13bd0aca44916d841690429981292507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বার্বাডোজ: আজ থেকে শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ়ের ওয়ান ডে সিরিজ (IND vs WI ODI)। বার্বাডোজে প্রথম ওয়ান ডে ম্যাচ আয়োজিত হবে। সামনেই বিশ্বকাপ। তাই বিশ্বকাপের আগে সবকয়টি সিরিজেই বিশ্বকাপের কথা মাথায় রেখেই সব দলই মাঠে নামবে। ভারত-ওয়েস্ট ইন্ডিজ় সিরিজেও দলের তরুণ ওপর নজর থাকবে। রোহিত শর্মাও (Rohit Sharma) জানিয়ে দিচ্ছেন এই সিরিজে তরুণদের পরখ করে দেখে নিতে চায় ভারতীয় টিম (Indian Cricket Team) ম্যানেজমেন্ট।
সিরিজে তরুণদের সুযোগ?
আসন্ন সিরিজ দলের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে কথা বলতে গিয়ে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেন, 'এই দলে অনেক তরুণ ক্রিকেটাররা রয়েছে, যারা একেবারেই হাতেগোনা কয়েকটা ম্যাচ খেলেছে। ওদেরকে এই সিরিজে পরখ করে দেখার সুযোগ রয়েছে। ওদের ভিন্ন ভিন্ন দায়িত্ব দেওয়া হবে। সেইসব ভূমিকায় তরুণরা কতটা, কী করতে পারছে আমাদের কাছেও সেটা দেখা নেওয়ার সুযোগ থাকবে। গত বছরও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমরা এমনটাই করেছিলাম। তরুণদের কয়েকটা ম্য়াচ খেলিয়ে পরখ করে দেখেছিলাম। এখানেও তেমনটাই হবে।'
আসন্ন সিরিজে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তরুণদের যে সুযোগ দেওয়া হতে পারে, তার পূর্বাভাসও দিয়ে রেখেছেন রোহিত। এই বিষয়ে তিনি বলেন, 'এখানে তিন ম্যাচ খেলা হবে। দেখা যাক কতজনকে আমরা সুযোগ দিতে পারি। তারা সুযোগ পেয়ে কেমন পারফর্ম করছে, সেটা দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। (বিশ্বকাপের আগে) ১০-১২টা ম্যাচ রয়েছে। দেখা যাক কী হয়।'
রেকর্ডের হাতছানি জাডেজার
প্রথম ওয়ান ডে ম্যাচেই ভারতীয় দলের তারকা ক্রিকেটার রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) সামনে রেকর্ড গড়ার হাতছানি। কিংবদন্তি কপিল দেবকে (Kapil Dev) পিছনে ফেলতে পারেন ভারতের তারকা অলরাউন্ডার।
প্রাক্তন অলরাউন্ডার কপিল দেব ভারতীয় হিসাবে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ওয়ান ডেতে সর্বাধিক উইকেট নিয়েছেন। তাঁর দখলে ৪২ ম্যাচে ৪৩টি উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে। রবীন্দ্র জাডেজার সামনে কপিল দেবকে পিছনে ফেলে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সর্বাধিক উইকেটসংগ্রাহক ভারতীয় হওয়ার হাতছানি রয়েছে। জাডেজা বর্তমানে চতুর্থ স্থানে রয়েছেন। তিনি ২৯ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ৪১টি উইকেট নিয়েছেন। বার্বাডোজে তিন উইকেট নিলেই কপিল দেবকে পিছনে ফেলে রেকর্ড নিজের নামে করে ফেলবেন জাডেজা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: মিথ্যা মামলায় ফাঁসিয়ে যুবরাজের মা-কে ব্ল্যাকমেলের অভিযোগ, গ্রেফতার ১ মহিলা
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)