SuryaKumar on Gambhir: সময় বদলালেও বদলায়নি সমীকরণ, কোচ গম্ভীরের সঙ্গে নিজের সম্পর্ক প্রসঙ্গে কী বললেন অধিনায়ক সূ্র্য?
IND vs SL: ২৭ জুলাই শ্রীলঙ্কায় সূর্য-গম্ভীর উভয়েই এক নতুন অধ্যায় শুরু করবেন। একজন ভারতীয় দলের অধিনায়ক হিসাবে, অপরজন কোচ হিসাবে।
পাল্লেকেলে: একদা দুইজনে একই আইপিএল ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতেন। গৌতম গম্ভীর (Gautam Gambhir) ছিলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক এবং তাঁর সহ-অধিনায়ক ছিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তারপর কেটেছে অনেকটা সময়। গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। শনিবার, ২৭ জুলাই শ্রীলঙ্কায় সূর্য-গম্ভীর উভয়েই এক নতুন অধ্যায় শুরু করবেন। একজন ভারতীয় দলের অধিনায়ক হিসাবে, অপরজন কোচ হিসাবে।
দুইজনের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক। সময় বদলালেও দুইজনের সম্পর্কের সমীকরণ কিন্তু একই রয়েছে বলে দাবি সূর্যকুমারের। পাল্লেকেলেতে ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে সূর্যকুমার বলেন, '২০১৪ থেকে এখনও পর্যন্ত ১০ বছর হয়ে গেল, তবে আমাদের মধ্যেকার সম্পর্ক কোনও বদল আসেনি। আমাদের মধ্যে তখনও হোক বা এখন, সবসময়ই খুবই ভাল সম্পর্ক ছিল এবং এখনও রয়েছে। ২০১৮ সালে আমরা ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে চলে যাই। তবে আমাদের মধ্যে প্রায়শই কথাবার্তা হত। কীভাবে নিজেদের খেলার উন্নতি ঘটাব, সেই নিয়ে আলাপ আলোচনা চলত। তাই আমরা একসঙ্গে না থাকলেও, কিন্তু বিগত ছয় বছর ধরে আমি ওঁর থেকে অনেক কিছু শিখেছি।'
সূর্যর দাবি গম্ভীরের সঙ্গে তাঁর বোঝাপড়া এতটাই ভাল যে একে অপরকে বোঝার জন্য সবকিছু বলতে হয় না। দুইজনে একে অপরের হাবভাব দেখেই মনের কথা বুঝতে পারেন। 'আমাদের সম্পর্কটাই স্পেশাল বিগত তিন, চারদিন এখানে আসার পর আমরা কথা বলেছি বটে, তবে খুব বেশি কথা হয়নি। আমরা একে অপরের হাবভাব দেখেই বুঝে যাই যে কে কী বলতে চাইছে। অধিনায়ক এবং কোচের মধ্যে এই বন্ধনটা, বোঝাপড়াটা থাকাটা খুব গুরুত্বপূর্ণ। আমি অদূর ভবিষ্যতের বিষয়েই ভীষণই উচ্ছ্বসিত। দেখা যাক কী হয়।' দাবি ভারতীয় অধিনায়কের।
সিরিজ়ে দলের সহ-অধিনায়ক শুভমন গিল আবার কোচ গম্ভীরের স্পষ্ট কথা এবং তাঁর মনোভাবে মুগ্ধ। গিলের দাবি গম্ভীর দলের সকল ক্রিকেটারদের থেকে কী চান, তা খুব স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, 'আমদের এই নিয়ে দুইটো নেট সেশন হয়েছে এবং আমি এই প্রথমবার ওঁর সঙ্গে কাজ করছি। যেটুকু ওঁর সঙ্গে কথা হয়েছে তাতে আমার মনে হয়েছে যে ওঁর মনোভাব এবং ওঁ কী চাইছেন, সেটা খুব স্পষ্ট। মানে ওঁ খেলোয়াড়দের থেকে কী চাইছে, কেমন ধরনের খেলার প্রত্যাশা রয়েছে, সেটা সোজাসাপ্টা জানিয়ে দিয়েছেন।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: সতীর্থদের অভিযোগে হারিয়েছিলেন মুম্বইয়ের নেতৃত্ব! পুরনো বিতর্ক নিয়ে কী বললেন ভারতের অধিনায়ক সূর্য