U19 World Cup Final: যুব বিশ্বকাপ ফাইনালে অজ়িদের বিরুদ্ধে অপরাজিত ভারত, খেতাবি লড়াইয়ের আগে আত্মবিশ্বাসী নেতা উদয়
IND U19 vs AUS U19: যুব বিশ্বকাপে ভারত এবং অস্ট্রেলিয়া, দুই দলই টানা ছয়টি ম্যাচ জিতে ফাইনালের টিকিট বুক করেছে।
![U19 World Cup Final: যুব বিশ্বকাপ ফাইনালে অজ়িদের বিরুদ্ধে অপরাজিত ভারত, খেতাবি লড়াইয়ের আগে আত্মবিশ্বাসী নেতা উদয় Indian captain Uday Saharan claims they know the pitch and area confident ahead of U19 World Cup Final vs Australia U19 World Cup Final: যুব বিশ্বকাপ ফাইনালে অজ়িদের বিরুদ্ধে অপরাজিত ভারত, খেতাবি লড়াইয়ের আগে আত্মবিশ্বাসী নেতা উদয়](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/11/ed20e73a7d4cd67a6565629ce528d50d1707635479874507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বেননি: ফের একবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে (U19 World Cup Final) ভারতীয় দল। গত বারের চ্যাম্পিয়ন ভারত এই নিয়ে মোট নবমবার যুব বিশ্বকাপের ফাইনালে উঠল। রবিবার রামধনুর দেশে উদয় শাহারণদের (Uday Saharan) সামনে ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলকে ষষ্ঠবার বিশ্বকাপ জেতানোর হাতছানি। ছোটদের এই বিশ্বকাপে সর্বাধিক খেতাবের অধিকারী কিন্তু ভারতীয় দলই। এমনকী অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও (IND U19 vs AUS U19) ফাইনালে অপরাজিত ভারত।
২০১২ সালে উন্মুক্ত চন্দের ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ফাইনালে। সেইবার ভারতের ছোটরা ছয় উইকেটে জিতেছিল ম্যাচ। শতরান হাঁকিয়েছিলেন অধিনায়ক চন্দ। তার ঠিক ছয় বছর পর কিউয়িভূমে পৃথ্বী শয়ের ভারত আট উইকেটে হারায় অস্ট্রেলিয়াকে। মনজোৎ কালরা দুরন্ত ইনিংসে ভারতকে ম্যাচ জেতান। আবার ছয় বছরের ব্যবধান, ফের একবার যুব বিশ্বকাপে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। এবারও কি অজ়িদের হারিয়ে হ্যাটট্রিক করবে ভারত? আসবে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ? না কি তৃতীয়বার যুব বিশ্বকাপ যাবে অস্ট্রেলিয়ায়? সেইদিকেই সকলের নজর।
ম্যাচের আগে কিন্তু আত্মবিশ্বাসে ফুটছেন ভারতীয় অধিনায়ক উদয়। এ বছর বেননিতে উদয়রা সেমিফাইনাল ম্যাচ খেলে জিতেছে, যা উদয়দের আত্মবিশ্বাস জোগাচ্ছে। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, 'আমরা ফাইনালে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি। সকলেই ফিট এবং এই ম্যাচের জন্য দারুণভাবে প্রস্তুতি সেরেছে। মানসিকভাবেও আমরা বেশ ভাল জায়গায় আছি। আমরা তো এখানে আগেও খেলেছি। সেই কারণে এখানকার পিচ এবং পরিবেশ অনেকটাই আমাদের জানা। আমরা সব ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে তৈরি।'
It all comes down to this.
— ICC Cricket World Cup (@cricketworldcup) February 11, 2024
The #U19WorldCup Final. India 🆚 Australia 🤝
Match Preview: https://t.co/ez82RmHnRj pic.twitter.com/dVVwuEiimD
অস্ট্রেলিয়ান অধিনায়ক হিউ ওয়েবজেন অবশ্য মনে করছেন সেমিফাইনালের পিচ থেকে ফাইনালের পিচ খানিকটা ভিন্ন। 'সেমিফাইনালের পিচ থেকে এই পিচ খানিকটা ভিন্ন বলে মনে হচ্ছে। ওরা পিচ থেকে খানিকটা ঘাস কেটে ফেলেছে। আগেরদিনের পিচ থেকে এই পিচটা তাই খানিকটা ভিন্ন খেলতে পারে। তাই কী হয় দেখা যাক। ম্যাচটা বেশ ভাল হবে।' মত অজ়ি অধিনায়কের।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ফের এক বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া, কেমন হবে পিচ?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)