Indian Cricket Team: টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নতুন বছরে ২২ গজে আর কী কী চ্যালেঞ্জ অপেক্ষা করছে গিলদের জন্য?
Indian Cricket Team Schedule: নিজেদের দেশের মাটিতে টেস্ট, ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। দুটো টেস্টের প্রথমটি ইডেন গার্ডেন্সে শুরু হবে আগামী ১৪ নভেম্বর থেকে।

মুম্বই: রবিবারই ভারতীয় মহিলা ক্রিকেট দল ওয়ান ডে ফর্ম্য়াটে বিশ্বজয় করেছে। ভারতীয় পুরুষ ক্রিকেট দলও গত ২ বছরের দুর্দান্ত পারফর্ম করেছে। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। এরপর ২০২৫ সালে এশিয়া কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারতীয় ক্রিকেট দল। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারত। ওয়ান ডে সিরিজে ১-২ ব্যবধানে হারের পর এই মুহূর্তে পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজে তিন ম্য়াচের পর খেলার ফল ১-১ রয়েছে। ভারতীয় ক্রিকেট দলের আসন্ন সিরিজগুলো কী কী একবার দেখে নেওয়া যাক - - -
অস্ট্রেলিয়া থেকে ফিরে আসার পর দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ফর্ম্য়াটে সিরিজ খেলবে ভারত। নিজেদের দেশের মাটিতে টেস্ট, ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। দুটো টেস্টের প্রথমটি ইডেন গার্ডেন্সে শুরু হবে আগামী ১৪ নভেম্বর থেকে। দ্বিতীয় টেস্ট শুরু ২২ নভেম্বর থেকে। তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজ শুরু ৩০ নভেম্বর থেকে। চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। এরপর পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৯ ডিসেম্বর থেকে। ১৯ ডিসেম্বর শেষ টি-টোয়েন্টি।
নতুন বছরে ২০২৬ এর শুরুতেই নিউজিল্যান্ড খেলতে আসবে ভারতে। তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজ শুরু হবে ১১ জানুয়ারি। চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ২১ জানুয়ারি থেকে। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। এরপর ফেব্রুয়ারি থেকে জুন মাস পর্যন্ত প্রথমে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও পরে আইপিএল চলবে।
এরপর ইংল্য়ান্ডের মাটিতে পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। ১ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত চলবে সিরিজ। তিন ওয়ান ডে সিরিজ চলবে ১৪ জুলাই থেকে ১৯ জুলাই।
কপিল, ধোনির সঙ্গে একই সারিতে হরমনপ্রীত
কপিল দেব, মহেন্দ্র সিংহ ধোনি, রোহিত শর্মার পর চতুর্থ ভারতীয় ও প্রথম মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন হিসেবে বিশ্বখেতাব জয়ের নজির গড়লেন হরমন। পরিসংখ্যান বলছে, মহিলাদের ক্রিকেট সবচেয়ে বয়স্ক ক্যাপ্টেন হিসেবে বিশ্বকাপ জেতার নজির গড়লেন হরমনপ্রীত। এছাড়াও আইসিসি টুর্নামেন্টের নক আউট পর্বে সর্বাধিক রান করা ক্রিকেটার হিসেবে টেক্কা দিলেন অস্ট্রেলিয়ার বেলিন্ডা ক্লার্ককে। তিনিই এতদিন শীর্ষে ছিলেন। আইসিসি নকআউট ম্যাচে হরমনপ্রীতের মোট রান এখন ৩৩১, গড় ১১০.৩৩। রয়েছে একটি সেঞ্চুরি ও দু’টি হাফ-সেঞ্চুরি। এই তালিকায় এতদিন শীর্ষে ছিলেন বেলিন্ডা ক্লার্ক, যাঁর রান ছিল ৩৩০। চারটি হাফ-সেঞ্চুরি ছিল তাঁর ঝুলিতে, সর্বোচ্চ স্কোর ৯১।




















