Indian Cricket Team: আতসকাচের তলায় কোচ গম্ভীরের পারফম্যান্সও, চ্যাম্পিয়ন্স ট্রফিই নির্ধারণ করবে ভবিষ্যৎ?
Gautam Gambhir: গৌতম গম্ভীর নাকি ভারতীয় দলের কোচ হিসাবে একেবারেই প্রথম পছন্দ ছিলেন না, বরং তাঁকে দিয়ে কোনওরকমে ঠেকা দেওয়ার কাজ চালানো হচ্ছে।
নয়াদিল্লি: বর্তমানে পাঁচ ম্যাচের বর্ডার-গাওস্কর ট্রফিতে ১-২ পিছিয়ে রয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। রোহিতদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর আশা অত্যন্ত ক্ষীণ। শেষ ম্যাচে সিডনিতে বর্ডার-গাওস্কর ট্রফি নিজেদের দখলে রাখতে জিততেই হবে টিম ইন্ডিয়াকে। চলতি সিরিজ়ে ভারতীয় দলের ব্যর্থতা কিন্তু টিম ইন্ডিয়ার দুই সিনিয়র রোহিত শর্মা ও বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। সংশয় রয়েছে নাকি গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ভবিষ্যৎ নিয়েও।
বর্ডার-গাওস্কর ট্র্রফি শেষ হওয়ার পর ইংল্যান্ড সিরিজ়। তারপরেই চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই চ্যাম্পিয়ন্স ট্রফির ওপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। এক বিসিসিআই আধিকারিক পিটিআইকে জানান, 'এখানে এখনও আরেকটি টেস্ট ম্যাচ রয়েছে এবং তারপর চ্যাম্পিয়ন ট্রফি আছে। যদি দলের এই পারফরম্যান্সে উন্নতি না হয়, তা হলে কিন্তু গৌতম গম্ভীরের জায়গাও পাকা নয়।'
গৌতম গম্ভীর নাকি ভারতীয় দলের কোচ হিসাবে একেবারেই প্রথম পছন্দ ছিলেন না, বরং তাঁকে দিয়ে কোনওরকমে ঠেকা দেওয়ার কাজ চালানো হচ্ছে, বিস্ফোরক মন্তব্য শোনা গেল ওই সূত্রের মুখে। 'ওঁ তো কোনওসময় বিসিসিআইয়ের প্রথম পছন্দ ছিলেনই না (ভিভিএস লক্ষ্মণ প্রথম পছন্দ)। পরিচিত বিদেশি কোচেরা আবার তিন ফর্ম্যাটের দায়িত্ব নিতে চাননি। তাই ওকে কোচ করে ঠেকা দেওয়া হয়েছে। এছাড়াও অবশ্যই আরও কয়েকটা কারণ ছিল বটে।' বলেন তিনি।
প্রসঙ্গত, কাল থেকে সিডনিতে শুরু ভারত বনাম অস্ট্রেলিয়ার পঞ্চম টেস্ট। সেই ম্যাচই রোহিতের শেষ ম্যাচ হতে পারে। এমনটাই দাবি করছে একাধিক রিপোর্ট। বলাবলি শুরু হয়েছে, তাহলে রোহিত কি অবসর নেবেন না টেস্ট থেকে? সিডনি টেস্টেও কি একাদশে দেখা যাবে ভারত অধিনায়ককে? টাইমস অফ ইন্ডিয়ার সূত্র বলছে রোহিত শর্মা টেস্ট ক্রিকেটে থেকে অবসর নিতে পারেন সিডনি টেস্টের পর।
এমসিজিতে হারের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আশা মোটামুটি হয়ত ছেড়েই দিয়েছেন সবাই। কারণ সিডনিতে জিতলেও তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া সিরিজের দিকে। সেই সিরিজে অজিদের হারতে হবে। তবেই একমাত্র ভারতীয় দলের জন্য ফাইনালের রাস্তা খুলতে পার। তবে তারও আগে সিডনিতে জিতলে বর্ডার গাওস্কর ট্রফি ধরে রাখা যাবে। গত ১০ বছরে একবারও এই সিরিজ হারেনি ভারত। ২০১৭-১৮ বিরাট কোহলির নেতৃত্বে ও ২০২০-২১ মরশুমে অজিঙ্ক রাহানের নেতৃত্বে এই সিরিজে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল। রোহিতও চাইবেন না সিরিজে পিছিয়ে থাকা অবস্থায় আচমকা দলকে চাপে ফেলে সরে আসতে। তার জন্যই হয়ত সিডনি টেস্ট পর্যন্ত অপেক্ষা করতে চান তিনি। এমনকী যেনতেন প্রকারে অন্তত বর্ডার গাওস্কর ট্রফি ধরে রাখতে মরিয়া হিটম্যান।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: 'ভাল ক্রিকেট খেললে পিআরের কোনও প্রয়োজন হয় না', সোশ্যাল মিডিয়া প্রসঙ্গে সোজাসাপ্টা ধোনি