ENG vs IND: নেতৃত্বে গিল, সুযোগ পেলেন না শামি, ঘোষিত হল ইংল্যান্ড সফরের জন্য ১৮ জনের ভারতীয় দল
Indian Cricket Team: এই নতুন যুগে কিছু নতুন মুখও দেখা যাওয়ার কথা শোনা যাচ্ছিল। তেমনটা হলও। প্রথমবার ভারতীয় টেস্ট দলে ডাক পেলেন সাই সুদর্শন ও অর্শদীপ সিংহ।

মুম্বই: গতকালই বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল ইংল্যান্ড সফরের জন্য আজই ভারতীয় দলের (Eng vs IND) ঘোষণা করা হবে। সেই মতোই ১৮ জনের ভারতীয় দল ঘোষণা করল অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচকমণ্ডলী।
দলের অধিনায়ক করা হয়েছে শুভমন গিলকে (Shubman Gill)। গিলের ডেপুটি হিসাবে দায়িত্ব পেলেন তাঁর দীর্ঘদিনের সতীর্থ ঋষভ পন্থ (Rishabh Pant)। বর্ডার-গাওস্কর ট্রফিতে রোহিত শর্মার অনুপস্থতিতে যশপ্রীত বুমরা ভারতীয় দলের অধিনায়কত্ব করেছিলেন। তবে তাঁর চোট সমস্যা থাকায় তিনি সব ম্যাচ খেলতে পারবেন না। তাই নেতৃত্বের দৌড় থেকে তিনি পিছিয়ে পড়িয়েছিলেন। গিলকেই অধিনায়ক হওয়ার দৌড়ে সবার সামনে রাখা হচ্ছিল। সেই জল্পনাই সত্যি করে তিনি অধিনায়ক হলেন।
রোহিত, কোহলি, অশ্বিনদের মতো গুচ্ছ গুচ্ছ টেস্ট খেলা মহাতারকাদের অবসরের পর ভারতীয় ক্রিকেটে বড় শূন্যস্থান তৈরি হয়েছিল। এই ইংল্যান্ড সফরে এক নতুন যুগের সূচনা হতে চলেছে। এই নতুন যুগে কিছু নতুন মুখও দেখা যাওয়ার কথা শোনা যাচ্ছিল। তেমনটা হলও। প্রথমবার ভারতীয় টেস্ট দলে ডাক পেলেন সাই সুদর্শন ও অর্শদীপ সিংহ। পাশাপাশি দলে কিছু পরিচিত মুখও প্রত্যাবর্তন ঘটালেন। ফিরলেন শার্দুল ঠাকুর। দুরন্ত ঘরোয়া মরশুমের পর অবশেষে সাত বছর পর জাতীয় দলে ফিরলেন করুণ নায়ারও (Karun Nair)।
বেশ কয়েকদিন হল চোট সারিয়ে মাঠে ফিরেছেন তিনি। তবে মহম্মদ শামি (Mohammed Shami) ইংল্যান্ডের বিরুদ্ধে ঘোষিত দলে নেই। তাঁর টেস্ট ম্যাচ খেলার ফিটনেস আপাতত রয়েছে কি না, সেই নিয়ে টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট সন্দিহান। তিনি দলে সুযোগ পেতে নাও পারেন বলে শোনা যাচ্ছিল। তেমনটাই হল। তবে শামির বাংলা দলের সতীর্থ আকাশ দীপ দলে রয়েছেন। ঘরোয়া ক্রিকেটে ভাল পারফর্ম করলেও শ্রেয়স আইয়ারকেও টেস্ট দলে রাখা হয়নি।
২০ জুন থেকে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় খেলতে নামবে। সিরিজ় ৪ অগাস্ট পর্যন্ত চলার কথা। হেডিংলি, এজবাস্টন, লর্ডস, ওল্ড ট্র্যাফোর্ড এবং ওভালে এই পাঁচ টেস্ট ম্যাচগুলি আয়োজিত হবে।
ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত ভারতীয় দল:-
শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক, সহ-অধিনায়ক), কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ঈশ্বরণ, করুণ নায়ার, নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাডেজা, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, অর্শদীপ সিংহ, কুলদীপ যাদব




















