Indian Cricket Team: ডাচদের বিরুদ্ধে মাঠে নামার আগে ভারতীয় শিবিরে উৎসবের আমেজ, অনুশীলনে ফুটভলি খেললেন কোহলিরা
IND vs NED: নেদারল্যান্ডসকে হারালেই প্রথম ভারতীয় দল হিসাবে বিশ্বকাপে টানা নয় ম্যাচ জিতে রেকর্ড গড়বে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল।
বেঙ্গালুরু: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই আলোর উৎসব দীপাবলি (Diwali 2023)। রবিবারই আবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাঠে নামছে ভারতীয় দল (IND vs NED)। তাই আগেভাগেই ভারতীয় শিবিরে দীপাবলি পালন করা হয়ে গেল।
রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল, যশপ্রীত বুমরারা সকলেই কুর্তি, পাঞ্জাবি পরে ছবি তোলেন। সকলকেই বেশ হাসি মুখে ক্যামেরার সামনে পোজ় দিতে দেখা যায়। বিশ্বকাপে (ODI World Cup 2023) ইতিমধ্যেই আট ম্যাচ জিতে লিগ তালিকায় সবার উপরে ভারতীয় দল (Indian Cricket Team)। সেমিফাইনালে ভারতীয় দল বহু আগেই নিজেদের জায়গা পাকা করে ফেলেছে। পয়েন্ট তালিকায় শীর্ষে থেকেই ভারতীয় দল সেমিফাইনালে পৌঁছবে। তাই আপাত অর্থে ভারত-নেদারল্যান্ডসের ম্যাচের আলাদা কোনও গুরুত্ব নেই।
From us to all of you, Happy Diwali 🪔❤️ pic.twitter.com/vXA8CiGt7A
— K L Rahul (@klrahul) November 11, 2023
ম্যাচের আগে বেশ খোশমেজাজেই কিন্তু অনুশীলন সারলেন ভারতীয় ক্রিকেটাররা। সোশ্যাল মিডিয়ায় বিসিসিআইয়ের তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেই ভিডিওটিতে ভারতীয় দলের তারকাদের খোশমেজাজে ফুটভলি খেলতে দেখা গেল। নেটের অনুপস্থিতিতে চেয়ার দিয়ে কৃত্রিম নেট গড়ে তোলা হয়। বিরাট কোহলি, কেএল রাহুল, সূর্যকুমার যাদবরা সকলেই ফুটভলিতে মাতেন।
View this post on Instagram
ডাচদের বিরুদ্ধে ম্যাচের আগে নেতা রোহিতের প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। সাংবাদিক সম্মেলনে টিম ইন্ডিয়ার হেড কোচ বলেন, 'রোহিত নিঃসন্দেহে একজন নেতা। আমার মতে মাঠ এবং মাঠের বাইরে ও নেতার মতোই দলকে নেতৃত্ব দিয়েছে। অনেক ম্যাচই আমাদের কাছে চাপের হতে পারত। কিন্তু রোহিত যেভাবে আমাদের হয়ে ইনিংসের শুরুটা করেছে, তাতে দলের উপর থেকে সমস্ত চাপ সরে গিয়েছে। গোটা বিশ্বকাপ জুড়ে এটা সবাই দেখতে পেয়েছে।' রাহুল দ্রাবিড় ধারাবাহিক পারফরম্যান্সের জন্য ভারতীয় দলের সকল তারকাকে বাহবাও দিতেও কিন্তু ভোলেননি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: ডাচদের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে মহাতারকারদের রেকর্ড গড়ার হাতছানি, নয়ে নয় করবে ভারত?