Narendra Modi: 'আপনার স্কিনকেয়ার রুটিন কী?' হরলীন দেওলের প্রশ্নে প্রধানমন্ত্রী মোদি বললেন...
Narendra Modi Skincare Routine: গতকালই রাজধানীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে ভারতীয় মহিলা ক্রিকেটডয়ী দলের তারকারা।

নয়াদিল্লি: সপ্তাহান্তে বিশ্বজয়ের পর বুধবার, অর্থাৎ গতকালই রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে দেখা করেছে গোটা ভারতীয় দল। ওমেন ইন ব্লুর বিশ্বজয়ী তারকারা প্রধানমন্ত্রীকে সই করা একটি জার্সি উপহার দেন। এছাড়া চলে মজাদার প্রশ্নোত্তর, অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার পর্ব। সেখানে যেমন হরমপ্রীত কৌর আট বছর আগে বিশ্বকাপ হারার পর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের স্মৃতিতে ডুব দেন, তেমন স্মৃতি মান্ধানাকে আবার মোদিকে অনুপ্রেরণা হিসাবে বলতে শোনা যায়। এই কথোপকথনেই হরলন দেওল (Harleen Deol) বাকি সকলের থেকে ভিন্ন এক প্রশ্ন করেন।
ভারতের টপ অর্ডার ব্যাটার প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন তিনি কী করে নিজের ত্বকের যত্ন নেন? হরলীনের প্রশ্নে উপস্থিত সকলেই হেসে কার্যত গড়াগড়ি যাওয়ার উপক্রম। তবে প্রধানমন্ত্রীও কিন্তু এর জবাব দেন। তিনি বলেন, 'আমি তো এই বিষয়ে খুব বেশি নজর দিইনি। বিগত ২৫ বছর ধরে আমি সরকারে রয়েছি। এত ভালবাসা পেয়েছি. তার প্রভাব তো একটা থাকবেই।'
#WATCH | Delhi: Cricketer and member of the Champion Indian Cricket team, Harleen Kaur Deol, asks Prime Minister Narendra Modi about his skin care routine.
— ANI (@ANI) November 6, 2025
Prime Minister Narendra Modi says, "I did not pay a lot of attention to this... I've been in government for 25 years now.… pic.twitter.com/deqCTZcCAE
প্রধানমন্ত্রী মোদি কিন্তু এই অবিশ্বাস্য কীর্তির জন্য গোটা ভারতীয় দলকে শুভেচ্ছা জানান। এই সাক্ষাৎকারে ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর আট বছর আগের স্মৃতিতে ডুব দেন। তাঁকে বলতে শোনা যায়, '২০১৭ সালে আমারা শেষবার যখন দেখা করেছিলাম, তখন আমরা ট্রফি জিততে পারিনি। তবে এই বার আমরা বিশ্বচ্যাম্পিয়ন হয়েছি এবং গর্ববোধ করছ। আপনার সঙ্গে দেখা করাটা পরম সৌভাগ্যের। আশা করছি আমরা এমনভাবে দেশের নাম উজ্জ্বল করতে পারব।'
স্মৃতি মন্ধানা বলেন যে, প্রধানমন্ত্রী মোদি তাঁদের অনুপ্রাণিত করেছেন এবং তিনি সকলের জন্য অনুপ্রেরণা ছিলেন। তিনি জানান যে, কীভাবে আজ মেয়েরা প্রতিটি ক্ষেত্রে প্রধানমন্ত্রীর কারণে ভাল পারফর্ম করছে। দীপ্তি শর্মা বলেন যে, তিনি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছিলেন। দীপ্তি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন।




















