Mohammed Shami: বিক্রমগড়ে SIR-র শুনানিতে হাজির হলেন মহম্মদ শামি
Mohammed Shami SIR: কিছুদিন আগেই প্রাথমিকভাবে এর আগে জানানো হয়েছিল যে, এসআইআর ফর্মের নিচের পার্ট ২০০২ এর লিঙ্ক ফিল আপ হয়নি। সেই কারণেই ডাক পেয়েছেন ক্রিকেটার।

কলকাতা: SIR-এর শুনানিতে হাজির এবার মহম্মদ শামি। ভারতীয় দলের তারকা ক্রিকেটারকে আগেই শুনানির জন্য ডাকা হয়েছিল। সেই সময় তিনি জানিয়েছিলেন যে বাংলার হয়ে ম্য়াচ খেলতে ব্যস্ত থাকায় তিনি পরে হাজিরা দেবেন। সেই মতই এদিন ২০ জানুয়ারি SIR-র শুনানিতে হাজির হলেন তারকা ডানহাতি পেসার। বিক্রমগড়ে এই শুনানিতে যাবতীয় কাগজ ও নথি নিয়ে হাজির হয়েছেন শামি।
এদিন SIR-র শুনানিতে হাজির হয়ে ফিরে আসার পর শামি বলেন, ''SIR-কে কখনওই উপেক্ষা করা উচিৎ নয়। ভাল বিষয়। যদি ডাক পরে তবে আপনারও আসা উচিৎ। নাম সংশোধণের বিষয়টি অবশ্যই প্রয়োজন। যতবার ডাকবে ততবার আসব। কোনও সমস্যার মধ্য়ে পড়তে হয়নি আমাকে। সবাই খুব সাহায্য় করেছে আমাকে।''
কিছুদিন আগেই প্রাথমিকভাবে এর আগে জানানো হয়েছিল যে, এসআইআর ফর্মের নিচের পার্ট ২০০২ এর লিঙ্ক ফিল আপ হয়নি। সেই কারণেই ডাক পেয়েছেন ক্রিকেটার। এই বিষয়ে শামি যে এলাকায় থাকেন সেই কলকাতা পুরসভার ৯৩ ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাস জানিয়েছিলেন, ''ভাবলেও খারাপ লাগে যে যিনি ভারতের হয়ে খেলেন তাঁকেও শুনানিতে ডেকে পাঠানো হয়েছে। তবে সর্বতোভাবে ওঁকে সাহায্য করা হবে এই বিষয়ে।''
এদিকে, ফারাক্কা, চাকুলিয়ার পর বাসন্তী, ফের শুনানি কেন্দ্রে তাণ্ডব। SIR চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষায় সুপ্রিম কোর্টের কড়া বার্তার পরেও তাণ্ডব হয়। বাসন্তীতে SIR শুনানি কেন্দ্রে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছে। সূত্রের খবর, নথি জমার পর রিসিপ্ট না দেওয়ার অভিযোগ উঠেছে। শুনানি কেন্দ্রে ভাঙচুর, রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়েছে।
হরিশচন্দ্রপুরে SIR শুনানিতে বেনজির ঘটনা
দাদুর কবরের মাটি নিয়ে SIR শুনানিতে নাতি। মালদার হরিশ্চন্দ্রপুরে বেনজির ঘটনা ঘটেছে। নাগরিকত্বের প্রমাণ দিতে কবরের মাটি নিয়ে শুনানিতে যুবক। প্রয়োজনীয় নথি দেওয়া সত্ত্বেও হয়রানির অভিযোগ উঠেছে। নাগরিকত্বের প্রমাণ দিতে এবার দাদুর কবরের মাটি নিয়ে SIR শুনানিকেন্দ্রে হাজির হলেন যুবক। এমনই বেনজির ঘটনার সাক্ষী থাকল মালদার হরিশ্চন্দ্রপুর। সালেক নামে স্থানীয় ওই যুবকের অভিযোগ, প্রয়োজনীয় নথি দেওয়া সত্ত্বেও তাঁর গোটা পরিবারকে SIR শুনানির নোটিস ধরিয়ে হয়রানি করা হচ্ছে। নাগরিকত্বের প্রমাণ দিতে এবার নিজের দাদুর কবর থেকে মাটি তুলে ব্যাগে নিয়ে হাজির হন নাতি। হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের বিডিও অফিসে SIR শুনানিকেন্দ্রের এই ঘটনায় তাজ্জব হয়ে গেছেন উপস্থিত লোকজন।




















