ODI World Cup 2023: শ্রীলঙ্কা ম্যাচের আগেই সচিন কন্যা সারার সঙ্গে ফ্রেমবন্দি শুভমন গিল
Shubman Gill: শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামার আগেই চর্চার কেন্দ্রবিন্দুতে ভারতের তারকা ক্রিকেটার শুভমন গিল।

মুম্বই: চলতি বিশ্বকাপে (ODI World Cup 2023) দুরন্ত ছন্দে রয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ছয়টি ম্যাচ খেলে ছয়টিই জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। মেগা টুর্নামেন্টের শেষ চারে পৌঁছনোর দোরগোড়ায় ভারত। বৃহস্পতিবার, ২ নভেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারতীয় দল (IND vs SL)। সেই ম্যাচ জিতলেই রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের সেমিফাইনালে পৌঁছনো পাকা হয়ে যাবে। সেই ম্যাচের আগেই চর্চার কেন্দ্রবিন্দুতে রোহিতের ওপেনিং পার্টনার শুভমন গিল (Shubman Gill)।
তরুণ ভারতীয় ওপেনার শুভমন গোটা বছর ধরে দুরন্ত ফর্মে থাকলেও, এখনও পর্যন্ত বিশ্বকাপে ব্যাট হাতে তেমন পারফর্ম করতে পারেননি। তবে তাঁকে নিয়েই শোরগোল চারিদিকে। মাঠে নয়, মাঠের বাইরের বিষয় নিয়েই চর্চায় শুভমন। সম্প্রতি তাঁকে কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সচিন তেন্ডুলকরের কন্যা সারা তেন্ডুলকরের (Sara Tendulkar) সঙ্গে দেখা গিয়েছে। দুইজনের এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল রয়েছে যেখানে শুভমন এবং সারাকে একসঙ্গে এক রেস্তোরাঁ থেকে বেরিয়ে আসতে দেখা গিয়েছে।
দীর্ঘদিন ধরেই শুভমন এবং সারার সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। সচিন কন্যাকে শুভমন ডেট করছেন বলেই দাবি করা হচ্ছে। এই বিষয়ে দুইজনের কেউই মুখ না খুললেও, সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিও ফের একবার সেই জল্পনা উস্কে দিল। ভারতীয় দল লঙ্কানদের বিরুদ্ধে মায়ানগরীতে খেলতে নামবে। তার আগেই দুইজনের ভিডিও ভাইরাল। ভিডিওতে শুভমনকে কালো পোশাক এবং সারাকে লাল পোশাকে দেখা গিয়েছে।
View this post on Instagram
শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে এবার শুভমন ব্যাট হাতে কেমন পারফর্ম করেন, সেটাই দেখার বিষয়। ওয়াংখেড়ে আবার ভারতীয় অধিনায়ক রোহিত শর্মারও ঘরের মাঠ। নিজের ঘরের মাঠে দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে নামার আগে আবেগঘন রোহিত। তিনি বলেন, 'ওয়াংখেড়ে আমার কাছে সর্বসেরা মাঠ। আমি আজ ক্রিকেটার হিসাবে যা শিখেছি, যেটেকু যা করেছি, তার সবটাই এখান থেকেই শিখেছি। সেটার তো বিকল্প হয় না। মুম্বইয়ের সকলেই ক্রিকেট ভালবাসে এবং ওয়াংখেড়ে আশেপাশের মহল দেখে তা স্পষ্টভাবেই বোঝা যায়। এই মাঠে ওই উত্তরের দিকের গ্যালারিটা খুবই বিখ্যাত। যারা এখানে ম্যাচ দেখতে আসে, তারা প্রকৃত অর্থেই ক্রিকেটভক্ত।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: রোহিতদের শেষ চারে পৌঁছনো কার্যত পাকা, সেমিফাইনালের দৌড়ে কোন দল এগিয়ে, কারা পিছিয়ে?




















