Indian Team Captain: রোহিতের ভোটেই কি হার্দিককে পিছনে ফেলে অধিনায়কের দৌড়ে এগিয়ে সূর্যকুমার?
Indian Cricket Team: বিশ ওভারের ফর্ম্যাটে টিম ইন্ডিয়ার নতুন নেতা হওয়ার আলোচনায় রয়েছে দু'টি নাম। হার্দিক পাণ্ড্য ও সূর্যকুমার যাদব।
মুম্বই: শ্রীলঙ্কা সফরের মাধ্য়মেই ভারতীয় ক্রিকেটে গম্ভীর-জমানার সূচনা ঘটতে চলেছে। ভারতীয় দল (Indian Cricket Team) এই মাসের শেষেই দ্বীপরাষ্ট্রে তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং সমসংখ্যক ম্যাচের ওয়ান ডে সিরিজ় খেলবে। সেই সিরিজ়ের আগেই অবশ্য ভারতীয় নির্বাচকদের সামনে এক বড় সিদ্ধান্ত অপেক্ষা করে রয়েছে। রোহিত (Rohit Sharma) পরবর্তীতে কে হবেন ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক?
আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ়ের মাটিতে টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পরই রোহিত শর্মা আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নিয়েছেন। যাঁকে ভারতের টি-২০ দলের অধিনায়ক করা হবে, ২০২৬ সালের বিশ্বকাপ পর্যন্ত তাঁকেই দায়িত্বে রাখা হবে বলে খবর। আপাতত যা শোনা যাচ্ছে, তাতে বিশ ওভারের ফর্ম্যাটে টিম ইন্ডিয়ার নতুন নেতা হওয়ার আলোচনায় রয়েছে দু'টি নাম। হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) ও সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। হার্দিক রোহিতের অনুপস্থিতিতে এর আগেও দলের দায়িত্ব সামলেছেন। সূর্যকুমার প্রোটিয়া সফরে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছেন।
প্রাথমিকভাবে হার্দিকই নতুন অধিনায়কের দৌড়ে এগিয়ে ছিলেন বলে শোনা যাচ্ছে। তবে বর্তমানে তাঁকে পিছনে ফেলে সূর্যকুমার দৌড়ে এগিয়ে গিয়েছেন বলে খবর। কিন্তু কীভাবে সূর্য এগিয়ে গিয়েছেন দৌড়ে? একাধিক খবর অনুযায়ী এর কারণ রোহিত শর্মার ভোট হার্দিক নয়, সূর্যকুমারের দিকেই। রোহিতকে সরিয়ে হার্দিক এবারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব পান। তবে মুম্বই দল মেগা টুর্নামেন্টে মুখ থুবড়ে পড়ে। চরম কটাক্ষের শিকার হতে হয় হার্দিককে। তাঁর ফিটনেস এবং ওয়ার্কলোড ম্যানেজমেন্টও চিন্তার কারণ। এই কারণেই মূলত হার্দিক দৌড়ে পিছিয়ে পড়েছেন।
শুধু রোহিত নন অবশ্য, শোনা যাচ্ছে টিম ইন্ডিয়ার নতুন কোচ গৌতম গম্ভীরও নাকি অধিনায়ক হিসাবে সূর্যকুমারের পক্ষেই সওয়াল করেছেন। ইতিমধ্যেই ভারতের কোচ গম্ভীর এবং নির্বাচকপ্রধান অজিত আগরকরের মধ্যে এই বিষয়ে কথা হয়েছে। হার্দিককে এই বিষয়ে জানিয়েও দেওয়া হয়েছে নাকি। তবে সরকারিভাবে এখনও কোনও ঘোষণাই করা হয়নি। এমনকী পিছিয়ে গিয়েছে শ্রীলঙ্কা সফরের জন্য দল নির্বাচনও। তাঁর পিছনে এই অধিনায়ক নির্বাচনই মূল কারণ বলে একাধিক সূত্রে খবর।
বোর্ডের নির্বাচক কমিটির সঙ্গে বুধবার বৈঠক করার কথা ছিল গৌতির। তবে সেই বৈঠক একদিন পিছিয়ে গিয়েছে বলেই খবর। শোনা যাচ্ছে, বৃহস্পতিবার হতে পারে নির্বাচনী বৈঠক। অর্থাৎ আজই ভারতীয় দলের নতুন টি-টোয়েন্টি অধিনায়কের নাম ঘোষণা হতে পারে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বিশ্বজয়ের সফর শুরুর দেশেই ফিরলেন রোহিত শর্মা, স্মৃতি রোমন্থনই উদ্দেশ্য?