INDW vs AUSW: ভারতের কাছে হারের পরেও নিজের খেলোয়াড়সুলভ মনোভাবে মন জিতলেন অ্যালিসা হিলি
Alyssa Healy: ম্যাচের পর অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যালিসা হিলি ক্যামেরা হাতে সকলের ছবি তুলছিলেন।
মুম্বই: রবিবাসরীয় ওয়াংখেড়েতে অস্ট্রেলিয়াকে (Australian Women's Cricket Team) হারিয়ে ইতিহাস গড়ল হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women's Cricket Team)। আট উইকেটে অজ়িদের হারায় ভারতীয় দল। এই প্রথমবার টেস্টে অস্ট্রেলিয়াকে হারাল ভারতীয় দল। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এক বিরল ঘটনার সাক্ষী থাকল ক্রিকেটবিশ্ব।
ম্যাচের পর অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যালিসা হিলি (Alyssa Healy) ক্যামেরা হাতে ছবি তুলছিলেন। তিনি ম্যাচ হারলেও, ভারতীয় তারকাদের উচ্ছ্বাস, আনন্দের ছবি তোলেন। ২২ গজে চার দিনের কড়া টক্করে দুই দলই একে অপরকে হারানোর জন্য নিজেদের সেরাটা দিয়েছেন। কিন্তু ২২ গজের লড়াইটা যে কেবল ২২ গজেই সীমাবদ্ধ, সেটা প্রমাণ করে দিলেন হিলি। ম্যাচ হারলেও, এই ঘটনা প্রমাণ করে দেয় তাঁর মধ্যে কোনওরকম ইগো নেই। হিলির এই খেলোয়াড়সুলভ মনোভাবই নেটিজেনদের প্রশংসা কুড়িয়ে নিয়েছে।
Alyssa Healy, what a woman 🫶#INDvAUS pic.twitter.com/x4ZzAYjRU8
— Australian Women's Cricket Team 🏏 (@AusWomenCricket) December 24, 2023
এই দুরন্ত জয়ের জন্য কিন্তু ভারতীয় দলের সাপোর্ট স্টাফদের ধন্যবাদ জানাচ্ছেন দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। ম্যাচের শেষে অধিনায়ক হরমনপ্রীত বলেন, 'আমার এত বছর যে এত খাটা খাটনি করেছি, এটা তারই পুরস্কার। আমাদের সকল সাপোর্ট স্টাফ, বিশেষ করে ব্যাটিং কোচ এবং বোলিং কোচের বাহবা প্রাপ্য়। আমরা বাড়াবাড়ি করিনি, বরং জিনিসপত্র সহজ, সরল রাখার চেষ্টা করেছি। সেটারই সাফল্য পেলাম।' অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে ইতিবাচক ক্রিকেট খেলার পরিকল্পনা করেছিলেন বলেই জানান হরমনপ্রীত।
'আমাদের মনে হয়েছিল যে আমরা ইতিবাচক ক্রিকেট খেলতে পারলে সেটা আমাদের সাহায্য করত। আমরা এই দল তো একসঙ্গে বহুদিন ধরেই খেলছি। তাই একটু অদল বদল করে দেখার চেষ্টা করেছিলাম। রিচা কেমন ব্যাটিং করে আমরা সকলেই জানি। ও ক্রিজে টিকে থাকলে আগ্রাসী মেজাজে ব্যাটিং করবে। তাই ওকে ব্যাটিং অর্ডারে আগে পাঠানো হয়েছিল। আমরা রক্ষণাত্মক ক্রিকেট খেলে পিছনে ফিরে আসতে চায়নি। চেয়েছিলাম ইতিবাচক ক্রিকেট খেলে ম্যাচের রাশ আমাদেরই হাতে রাখতে।' বলে জানান হরমনপ্রীত।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: নেই পন্থ, ঈশান কিষাণ, প্রথম টেস্টে প্রোটিয়াদের বিরুদ্ধে কিপিংয়ে কে? জানালেন কোচ দ্রাবিড়