INDW vs AUSW: পূজার ক্ষুরধার বোলিং, ওপেনারদের দাপট, প্রথম দিন শেষে অজ়িদের বিরুদ্ধে ম্যাচের রাশ ভারতের হাতে
Pooja Vastrakar: বল হাতে প্রথম ইনিংসে পূজা বস্ত্রকর চারটি উইকেট নিয়েছেন।
মুম্বই: পূজা বস্ত্রকারের (Pooja Vastrakar) চার উইকেট এবং স্নেহ রানার তিন উইকেটে ভর করে অস্ট্রেলিয়াকে (INDW vs AUSW) প্রথম ইনিংসে মাত্র ২১৯ রানেই অল আউট করে দিয়েছিল ভারতীয় মহিলা দল। এরপর ওপেনাররা ব্যাট হাতে ভাল শুরু করে ভারতকে প্রথম দিনের শেষে ভাল জায়গায় পৌঁছে দিল। দিনশেষে ভারতের স্কোর এক উইকেটে ৯৮ রান।
এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজ়ি অধিনায়ক অ্যালিসা হিলি। মেগ ল্যানিং আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর প্রথমবার পূর্ণাঙ্গ সময়ের ক্যাপ্টেন হিসেবে মাঠে নামলেন হিলি। ভারতের জার্সিতে এদিন অভিষেক হয় রিচা ঘোষের। অস্ট্রেলিয়া দিনের শুরুতেই দুই উইকেট হারিয়ে প্রথমে চাপে পড়ে যায়। ওপেনে নেমেছিলেন বেথ মুনি ও ফোবে লিচফিল্ড। ম্য়াচের প্রথম ওভারেই পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝিতে খাতা খোলার আগেই রান আউট হয়ে ফিরতে হয় লিচফিল্ডকে। নিজের প্রথম ওভারেই এরপর অভিজ্ঞ পেরিকে বোল্ড করে দেন পূজা বস্ত্রকার।
এরপর তাহিলা ম্যকগ্রা ও বেথ মুনি মিলে কিছুক্ষণ দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ম্যাকগ্রা চালিয়ে খেলার সিদ্ধান্ত নেন। সেই মতই দ্রুত নিজের অর্ধশতরানও পূরণ করেন। তবে ৫৬ বলে ৫০ রানের ইনিংস খেলেই স্নেহ রানার বলে রাজেশ্বরী গায়কোয়াড়ের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। নিজের ইনিংসে আটটি বাউন্ডারি হাঁকান তাহিলা। ক্রিজে সেট হয়ে গেলেও মধ্যাহ্নভোজের ঠিক আগে পূজা ভাস্ত্রাকারের বলে ক্যাচ আউট হয়ে ফিরে যান বেথ মুনি। তিনি ৪০ রান করেন। মধ্যাহ্নভোজের সময় অস্ট্রেলিয়ার স্কোর ছিল চার উইকেটের বিনিময়ে ১০৯ রান।
প্রথম সেশনের মতো দ্বিতীয় সেশনেও চার উইকেট পরে। উঠে ৭১ রান। এই সেশনে বল হাতে দুই উইকেট নেন দীপ্তি শর্মা। অ্যালিসা হিলি ৩৮ রানে আউট হন। অ্যানাবেল সাদারল্যান্ড (১৬), অ্যাশলে গার্ডনার (১১), এলেনা কিংদের (৫) নিয়ে তৈরি অস্ট্রেলিয়ান মিডল অর্ডার ব্যাটিং একেবারেই ভাল পারফর্ম করতে পারেননি। কিম গার্থ শেষের দিকে ২৮ রানের লড়াকু ইনিংস খেলেন। তিনি অপরাজিত থাকলেও, ২১৯ রানেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।
জবাবে ব্য়াট করতে নেমে ভারতের দুই ওপেনার দুরন্ত আগ্রাসী মেজাজে ব্য়াটিং করা শুরু করেন। মাত্র ৭.৪ ওভারেই ভারতীয় দল ৫০ রানের গণ্ডি পার করে ফেলেন। নিজের অর্ধশতরানের দিকে অগ্রসর শেফালি বর্মা অবশ্য দিনের শেষের দিকে ৪০ রানে আউট হয়েই সাজঘরে ফেরেন। স্মৃতি মান্ধানা ৪৯ বলে ৪৩ রানে অপরাজিত রয়েছেন। ১৯ ওভারেই ভারতীয় দল এক উইকেটে ৯৮ রান তুলে দিন শেষ করে। দিনশেষে ভারতীয় দল আপাতত ১২১ রানে পিছিয়ে। ম্যাচের রা যে ওমেন ইন ব্লুরই হাতে রয়েছে, তা বলাই বাহুল্য।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: রুতুরাজের চোট, তৃতীয় ওয়ান ডেতে ভারতের হয়ে অভিষেক ঘটাচ্ছেন রজত পাতিদার