ENGW vs INDW: স্মৃতির শতরানের পর অভিষেকেই অনবদ্য শ্রী, চার উইকেট নিলেন চারণী, ৯৭ রানে ইংল্যান্ডকে হারাল ভারত
India Women vs England Women: ইংল্যান্ডকে বিশ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে সবথেকে বড় ব্যবধানে পরাজিত করল ভারতীয় দল।

নটিংহ্যাম: ইংল্যান্ডের বিরুদ্ধে (ENGW vs INDW) দুরন্ত জয় দিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় শুরু করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ২১০ রান ডিফেন্ড করতে নেমে ইংল্যান্ডকে ১১৩ রানেই গুটিয়ে দিল ভারতীয় দল। হরমনপ্রীত কৌরের অনুপস্থিতিতে স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) দলকে নেতৃত্ব তো দিলেনই, কেরিয়ারের প্রথম টি-টোয়েন্টি শতরানও হাঁকালেন তিনি। তারপরে বল হাতে নিজের অভিষেকেই সকলকে মুগ্ধ করলেন ২০ বছর বয়সি বাঁ-হাতি স্পিনার শ্রী চারণী (Shree Charani)।
৯৭ রানের ব্যবধানে জয় পেল ভারত। এটাই ইংল্যান্ডের বিশ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে সবথেকে বড় ব্যবধানে পরাজয়। ২১১ রানের বিরাট লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় ইংল্যান্ড। সোফিয়া ডাঙ্কলিকে ফেরত পাঠান অমনজ্যোৎ কৌর। তাঁর সংগ্রহ সাত। আরেক ওপেনার ড্যানি ওয়েট হজ তো খাতাই খুলতে পারেননি। তিনি দীপ্তি শর্মার শিকার হন। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ট্যামি বিউমন্টকে ১০ রানে হারায় ইংল্যান্ড। দ্বিতীয় সাফল্য পান দীপ্তি শর্মা। পাওয়ার প্লেতে ৫৮ রান তুললেও তিন উইকেট হারিয়ে বেশ চাপেই পড়ে যায় ইংল্যান্ড।
এরপর থেকে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপে ধস নামে। সৌজন্যে চারণী। একদিকে ইংল্যান্ড অধিনায়ক ন্যাট সিভার ব্রান্ট লড়াই চালিয়ে গেলেও, অপর প্রান্ত থেকে একের পর এক উইকেট পড়তে থাকে। ব্রান্ট শেষমেশ ৬৬ রানের লড়াকু ইনিংস খেলে সেই চারণীরই শিকার হন। ১২ রানের বিনিময়ে চার উইকেট নিয়ে তিনি ম্যাচ শেষ করেন। মাত্র দ্বিতীয় ভারতীয় বোলার হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেকে চার উইকেট নিলেন তিনি। দীপ্তি ও রাধা যাদব দুইটি করে উইকেট নেন। অর্থাৎ আট উইকেট নিয়ে ভারতীয় স্পিনাররাই ইংল্যান্ডের ব্যাটিংয়ে ধস নামান।
এর আগে প্রথম ইনিংসে নিজের কেরিয়ারের প্রথম টি-টোয়েন্টি শতরান হাঁকালেন তিনি। হরলীন দেওলের (Harleen Deol) সঙ্গে ৯৪ রানের পার্টনারশিপ গড়েন স্মৃতি। হরলীনও দুরন্ত আগ্রাসী মেজাজে ৪৩ রান যোগ করেন। শেষমেশ নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে ২১০ রান তোলে ভারত। প্রথম ভারতীয় ও পঞ্চম মহিলা ক্রিকেটার হিসাবে তিন ফর্ম্যাটেই শতরান হাঁকানোর কৃতিত্ব গড়লেন স্মৃতি মান্ধানা। তিনি টেস্টে দুইটি এবং ওয়ান ডেতে আগেই ১১টি শতরান হাঁকিয়েছিলেন। এবার আন্তর্জাতিক বিশ ওভারের ক্রিকেটেও সেঞ্চুরি এল তাঁর ব্যাট থেকে। মান্ধানা ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে সর্বাধিক ১১২ রানের ইনিংস খেলে ইতিহাস গড়েন। তাঁর ব্যাটিং ও চারণীর বোলিংয়েই ভারতীয় দল সিরিজ়ে এগিয়ে গেল।




















