INDW vs ENGW: প্রথম টি-২০ শতরান হাঁকালেন স্মৃতি মান্ধানা, দুরন্ত হরলীন, ইংল্যান্ডকে ২১১ রানের টার্গেট দিল ভারত
Smriti Mandhana: প্রথম ভারতীয় ও পঞ্চম মহিলা ক্রিকেটার হিসাবে তিন ফর্ম্যাটেই শতরান হাঁকানোর কৃতিত্ব গড়লেন স্মৃতি মান্ধানা।

নটিংহ্যাম: আজ থেকেই শুরু হয়ে ভারত ও ইংল্যান্ডের মেয়েদের সিরিজ়। সেই সিরিজ়ের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নেমেই অনবদ্য ব্যাটিং করলেন ভারতীয় দলের তরুণীরা। আরও স্পষ্ট করে বলতে গেলে ভারতীয় অধিনায়ক স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। নিজের কেরিয়ারের প্রথম টি-টোয়েন্টি শতরান হাঁকালেন তিনি। হরলীন দেওলের (Harleen Deol) সঙ্গে ৯৪ রানের পার্টনারশিপ গড়েন স্মৃতি।
হরলীনও দুরন্ত আগ্রাসী মেজাজে ৪৩ রান যোগ করেন। শেষমেশ নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে ২১০ রান তোলে ভারত। প্রথম ভারতীয় ও পঞ্চম মহিলা ক্রিকেটার হিসাবে তিন ফর্ম্যাটেই শতরান হাঁকানোর কৃতিত্ব গড়লেন স্মৃতি মান্ধানা। তিনি টেস্টে দুইটি এবং ওয়ান ডেতে আগেই ১১টি শতরান হাঁকিয়েছিলেন। এবার আন্তর্জাতিক বিশ ওভারের ক্রিকেটেও সেঞ্চুরি এল তাঁর ব্যাট থেকে।
Maiden T20I Hundred for Smriti Mandhana! 💯 👌
— BCCI Women (@BCCIWomen) June 28, 2025
What a knock from the captain & what a way to bring it up in style 👏
Updates ▶️ https://t.co/iZwkYt7Crg#TeamIndia | #ENGvIND | @mandhana_smriti pic.twitter.com/Gv2Yar5R4z
এদিন টস হেরে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড ন্যাট সিভার-ব্রান্ট। ব্যাটে নেমে মান্ধানা ও শেফালি বর্মা শুরুটা বেশ ভালই করেন। শেফালিকে ডিআরএসের সুবাদে জীবনদানও পান। পাওয়ার প্লেতেই বিনা উইকেটে ৪৭ রান তোলে। তবে একদিকে মান্ধানা যেমন ভাল ছন্দে খেলছিলেন, অপরদিকে সেখানে শেফালিকে কিন্তু তেমন ছন্দ দেখাচ্ছিল না। শেষমেশ রান বাড়ানোর প্রচেষ্টায় মিড অফে ক্যাচ দিয়ে ২০ রানে সাজঘরে ফেরেন তিনি। তবে তিন নম্বরে ব্যাটে নামা হরলীনের ক্ষেত্রে এমন কোনও সমস্যা হয়নি।
হরলীনের ব্যাটিং দেখে মনে হচ্ছিল তিনি যেন সাজঘর থেকেই সেট হয়ে নেমেছিলেন। ইংল্যান্ড স্পিনারদের বিরুদ্ধে তিনি স্যুইপ মারার পরিকল্পনা বেছে নেন। একের পর এক বল স্যুইপ মেরে বাউন্ডারি লাইনের বাইরে পাঠাচ্ছিলেন তিনি। ২৭ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন স্মৃতি মান্ধানা। ২৪ বলে তাঁর ও হরলীনের অর্ধশতরানের পার্টনারশিপ পূরণ হয়।
তবে মান্ধানা অর্ধশতরান হাঁকালেও হরলীন অর্ধশতরানের দোরগোড়ায় সাজঘরে ফেরেন। একেবারে বাউন্ডারির কাছে ধরা দেন তিনি। তবে মান্ধানা থামেননি। ৫১ বলে তিনি নিজের প্রথম শতরান পূরণ করেন। তবে পরের দিকে নেমে জেমাইমা, রিচা ঘোষরা নেমে তেমন রান করতে পারেননি। তাও দু'শো রানের গণ্ডি পার করে ফেলে ভারতীয় দল। লরেন বেল ইংল্যান্ডের হয়ে তিনটি উইকেট নিয়ে সফলতম বোলার। এবার দেখার ভারতীয় দল প্রথম টি-টোয়েন্টি জিতে সিরিজ়ে লিড নিতে পারে কি না।




















