IPL Retention 2023: বাদ পড়লেন রাহানে, মাভি, কোন তারকাদের ধরে রাখল কেকেআর?
KKR: প্যাট কামিন্স, স্যাম বিলিংস ও অ্যালেক্স হেলস আসন্ন মরসুমের আইপিএলে খেলবেন না বলেই জানিয়েছেন। কেকেআর কর্তৃপক্ষ তাঁদের সিদ্ধান্তকে মেনেও নিয়েছেন।
কলকাতা: গত মরসুমের আইপিএলে (IPL) নক আউটে পৌঁছতে পারেনি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দল। সেই কারণেই আসন্ন মরসুমে দলকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে নাইটরা। ইতিমধ্যেই ট্রেডের মাধ্যমে তিন তারকা ক্রিকেটার লকি ফার্গুসন, শার্দুল ঠাকুর এবং রহমানুল্লাহ গুরবাজকে দলে নিয়েছে কেকেআর। নতুনভাবে দল গুছিয়ে নেওয়ার উদ্দেশ্যে আসন্ন মরসুমের আগে একাধিক ঘরোয়া ক্রিকেটারকে ছেড়ে দিল নাইটরা।
সরে গেলেন ত্রয়ী
অভিজিৎ তোমার, বাবা ইন্দ্রজিৎ, শেল্ডন জ্যাকসনদের পাশাপাশি অজিঙ্ক রাহানাকেও আসন্ন মরসুমের আগে ছেড়ে দিল কেকেআর। শিবম মাভিও, অ্যারন ফিঞ্চরা নেই দলে। ফিঞ্চকে অ্যালেক্স হেলস সরে যাওয়ার পরে তাঁর বদলি হিসাবে দলে নিয়েছিল কেকেআর। তবে তিনি ব্যাট হাতে তেমন প্রভাবিত করতে পারেননি। ফলে তাঁকে স্বাভাবিকভাবেই ছেড়ে দিল কেকেআর। অবশ্য হেলসও পরের মরসুমে কেকেআরের হয়ে খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন। তাঁর পাশাপাশি লাল বলের ফর্ম্যাটে মনোনিবেশ করবেন বলে স্যাম বিলিংস নাম তুলে নিয়েছেন।
প্যাট কামিন্সও পরের বছর অ্যাসেজ এবং বিশ্বকাপের আগে নিজের শরীরকে সাময়িক বিশ্রাম দিতে চান। তাই অজি অধিনায়কও আসন্ন মরসুমের আইপিএলে কেকেআরের জার্সি গায়ে মাঠে নামবেন না। এই তিন তারকার পরের মরসুমের আইপিএল থেকে নাম সরিয়ে নেওয়ার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে কেকেআর সোশ্যাল মিডিয়ায় লেখে, 'ব্যক্তিগত কারণ ও জাতীয় দলের প্রতি দায়বদ্ধতার জেরে প্যাট কামিন্স, স্যাম বিলিংস ও অ্যালেক্স হেলসের আগামী মরসুমের আইপিএলে অংশগ্রহণ না করার সিদ্ধান্তকে আমরা সম্মানে জানাই এবং সেই সিদ্ধান্ত মেনে নিচ্ছি। তোমাদের জন্য় অনেক শুভেচ্ছা রইল।'
We respect @patcummins30, @sambillings and @AlexHales1's decision of skipping next year's IPL due to personal reasons and national team commitments. All the best, guys! 💜 #KnightRidersFamily #AmiKKR pic.twitter.com/AXh3YRphzr
— KolkataKnightRiders (@KKRiders) November 15, 2022
সবথেকে কম অর্থ
অপরদিকে, ২০১৮ সালের অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ের পরেই সরাসরি দল নেওয়া তিন তারকার মধ্যে শুভমন গিল ও কমলেশ নাগারকোটিকে আগেই ছেড়ে দিয়েছিল কেকেআর। শিবম মাভিকে ছেড়ে দিলেও গত নিলামে তাঁকে চড়া দামে দলে ফিরিয়ে নেয় নাইটরা। তাঁকে কিন্তু নাইট কর্তৃপক্ষ এবার আর ধরে রাখেনি। মোট ১৬জন ক্রিকেটারকে ছেড়ে দেওয়া সত্ত্বেও কেকেআরের কাছে ছোট নিলামে খরচ করার জন্য আর ৭.০৫ কোটি টাকা রয়েছে। সব ফ্রাঞ্চাইজিগুলির মধ্যে কেকেআরের কাছেই সবথেকে কম টাকা বাকি রয়েছে। প্রসঙ্গত, শার্দুল ঠাকুরের সঙ্গে ট্রেডে নাইট শিবির থেকে দিল্লিতে যোগ দিয়েছেন মুম্বইয়ের উঠতি অলরাউন্ডার আমন খান।
আরও পড়ুন: বড় ধাক্কা খেল কেকেআর, আইপিএল থেকে সরে দাঁড়ালেন কামিন্স