Virat And Rohit: ঘরোয়া ক্রিকেট না খেললে ২০২৭ বিশ্বকাপে সুযোগ পাওয়া চাপের বিরাট, রোহিতের: পাঠান
Pathan On Virat And Rohit: অস্ট্রেলিয়া সিরিজে হিটম্য়ানকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে শুভমন গিলকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে ওয়ান ডে সিরিজের জন্য।

মুম্বই: বিরাট কোহলি ও রোহিত শর্মার ওয়ান ডে ক্রিকেট কেরিয়ার কি শেষের পথে? অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দলে সুযোগ পেয়েছেন রোহিত ও বিরাট। কিন্তু হিটম্য়ানকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে শুভমন গিলকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে ওয়ান ডে সিরিজের জন্য। এই পরিস্থিতিত আদৌ কতদিন দুই অভিজ্ঞ ক্রিকেটারকে জাতীয় দলে সুযোগ দেওয়া হবে, তা নিয়ে সন্দেহ রয়েছে। প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান মনে করেন যে ঘরোয়া ক্রিকেটে না খেললে দুজনের জায়গা ধরে রাখা চাপ হবে।
নিজের ইউটিউব চ্য়ানেলে পাঠান বলেন, ''রোহিত ও বিরাট ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপে খেলতে চেয়েছে। কিন্তু গেম ফিটনেস একটা গুরুত্বপূর্ণ ইস্যু। রোহিত নিজের ফিটনেস নিয়ে প্রচুর খেটেছে। ও এই বিষয়ে ফোকাসড। কিন্তু প্রতিনিয়ত ফিটনেস চর্চা ও গেম ফিটনেস আলাদা একটা ইস্যু। যদি প্রতিনিয়ত ক্রিকেট না খেলা হয়, তাহলে ঘরোয়া ক্রিকেটে দুজনের খেলা উচিৎ।''
২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ম্য়াচের সেরা পাঠান বলেন, ''বিরাট ও রোহিত দুজনেই বিশাল বড় মাপের প্লেয়ার। তাদের অভিজ্ঞতাও প্রচুর কী করা উচিৎ, সেই বিষয়ে খুব ভালভাবেই জানে ওরা। কিন্তু তারা টি-টোয়েন্টি খেলে না। তাই গোটা বছরে খুব বেশি আন্তর্জাতিক ম্য়াচ খেলার সুযোগ থাকবে না বিরাট ও রোহিতের সামনে। যদি ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে খেলে ওরা। তাহলে ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপে সুযোগ মিলতে পারে ওদের।''
ভাইরাল রোহিতের এক্স পোস্ট
রোহিতের পরিবর্তে অস্ট্রেলিয়া সিরিজ থেকে জাতীয় দলের ওয়ান ডে ফর্ম্য়াটের নেতৃত্বে দেখা যাবে শুভমন গিলকে। তাঁর নেতৃত্বেই এবার মাঠে নামবেন হিটম্যান। টেস্টেও গিল নেতৃত্বে। টি-টোয়েন্টি ফর্ম্যাটে শুধু সূর্যকুমার যাদব নেতৃত্বভার সামলাচ্ছেন বর্তমানে। সেখানেও গিল সহ অধিনায়ক। ১৩ বছর আগে ২০১২ সালের ১৪ সেপ্টেম্বর নিজের এক্স হ্যান্ডেলে রোহিত লিখেছিলেন, ''“End of an era (45) and the start of a new one (77)''। রোহিতের জার্সি নম্বর ৪৫। আর শুভমনের জার্সি নম্বর ৭৭। অদ্ভুতভাবে সব মিলে যাওয়ায় হিটম্য়ানের এই পোস্টটিও এখন ভাইরাল হয়েছে।
গত আইপিএলের সময় টেস্ট ফর্ম্যাট থেকে অবসর নেন রোহিত। গত বছর ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কুড়ির ফর্ম্যাট থেকেও সরে দাঁড়ান হিটম্যান। বিরাটও টি-টোয়েন্টি ও টেস্ট থেকে সরে দাঁড়ান।




















