Jasprit Bumrah: লর্ডসে প্রত্যাবর্তন ম্যাচেই সর্বকালীন রেকর্ড গড়ার হাতছানি বুমরার সামনে
ENG vs IND 3rd Test: গত ম্যাচে বিশ্রাম নেওয়ার পর সম্ভবত প্রসিদ্ধ কৃষ্ণর বদলেই লর্ডসে ভারতীয় একাদশে প্রত্যাবর্তন ঘটাবেন যশপ্রীত বুমরা।

লন্ডন: ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে (ENG vs IND 3rd Test) যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) ভারতীয় একাদশে ফেরা কার্যত নিশ্চিত। তিনি সম্ভবত প্রসিদ্ধ কৃষ্ণর পরিবর্তে খেলবেন। আর এই ম্যাচেই কিন্তু বিশ্বের এক নম্বর ফাস্ট বোলারের (আইসিসির টেস্ট ব়্যাঙ্কিং অনুযায়ী) সামনে থাকছে এক সর্বকালীন রেকর্ড গড়ার হাতছানি।
প্রথম টেস্টের প্রথম ইনিংস বুমরার ঝুলিতে এসেছিল পাঁচ উইকেট। লর্ডসে দ্বিতীয় টেস্ট তিনি যদি মোট সাতটি উইকেট নিয়ে ফেলেন, তাহলেই ইশান্ত শর্মার রেকর্ড ভেঙে ফেলবেন। ইশান্তই ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সর্বাধিক উইকেট নেওয়া ভারতীয় বোলার। তাঁর ঝুলিতে বিলেতের মাটিতে ১৪টি টেস্টে ৪৮টি সাফল্য রয়েছে। বুমরা ইশান্তের সেই রেকর্ড কিন্তু 'হোম অফ ক্রিকেটে' নিজের নামে করে ফেলতে পারেন। এখনও পর্যন্ত বুম বুম ইংল্যান্ডে নয় টেস্ট খেলে ৪২টি উইকেট নিয়েছেন। এক ম্যাচ সাত উইকেট নেওয়াটা বুমরার কাছে অসম্ভব কিছুই নয়। তাই তাঁর এই রেকর্ড এই সিরিজ় তো বটেই এমনকী এই আসন্ন টেস্টেই নিজের নামে করার বড় হাতছানি রয়েছে।
বুমারর সঙ্গী হিসাবে এই ম্যাচে দুই পেসার আকাশ দীপ ও মহম্মদ সিরাজের খেলা প্রায় নিশ্চিত। তবে এক স্পিনার, নাকি দুই, ম্যাচের আগে ধন্দ রেখে দিলেন ভারতীয় দলের সহ-অধিনায়ক ঋষভ পন্থ। কেউ কেউ আবার মনে করছেন, লর্ডসে যদি সবুজ উইকেট রাখা হয়, তা হলে চার পেসারও খেলাতে পারে ভারত। সেক্ষেত্রে একমাত্র স্পিনার কে? ম্যাচের দিন সকালে সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে, বুধবার জানান পন্থ।
The world's No.1 Test bowler is back at the @HomeOfCricket, and mind you, he knows his stats really well 😀#TeamIndia #ENGvIND | @Jaspritbumrah93 pic.twitter.com/j7ToBp4bUW
— BCCI (@BCCI) July 9, 2025
এজবাস্টনের পাটা পিচে হারের পর লর্ডসে ইংল্যান্ড নাকি প্রাণবন্ত ২২ গজের অনুরোধ করেছে, এমসিসির পিচ প্রস্তুতকারক অন্তত এমনটা বলেছেন। এটা ভারতের নৈতিক জয় কি? সাংবাদিকের প্রশ্নে পন্থ বলেন, 'আমাদের যেরকম উইকেটই দেওয়া হোক না কেন, দল হিসাবে আমরা মানিয়ে নিতে তৈরি। প্রতিপক্ষ কী ভাবছে সেটা নিয়ে বেশি চিন্তা করতে চাই না। ওরা পরিকল্পনা পাল্টাচ্ছে কি না সেটা নিয়ে ভাবছি না। ওরা যাই করুক আমাদের আরও ভাল ক্রিকেট খেলতে হবে। সহজ হিসেব।'
















