IND vs AUS 4th Test: উইকেট পড়ল মাত্র এক, মেলবোর্নে প্রথম দিনে চা বিরতিতে অস্ট্রেলিয়ার স্কোর ১৭৬/২
India vs Australia: মেলবোর্নে ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনে এক উইকেট হারিয়ে ৬৪ রান তুলল অস্ট্রেলিয়া।
মেলবোর্ন: বক্সিং ডে টেস্টের (IND vs AUS 4th Test) প্রথম দিনের দ্বিতীয় সেশনেও অস্ট্রেলিয়াই এগিয়ে রইল। টিম ইন্ডিয়া রানের গতি চাপতে সক্ষম হলেও, উইকেট পড়ল মাত্র এক। যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) বলে সাজঘরে ফেরেন উসমান খাওয়াজা। সেশন শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৭৬/২। সেশনে অস্ট্রেলিয়া তুলল ৬৪ রান।
প্রথম সেশনে একেবারেই দাঁত ফোটাতে পারেননি ভারতীয় ফাস্ট বোলাররা। সেখানে দ্বিতীয় সেশনে আকাশ দীপ ও যশপ্রীত বুমরা তুলনামূলক অনেকটাই ভাল বোলিং করলেন। দুর্ভাগ্যবশত আকাশ দীপের বল একাধিকবার খাওয়াজার ব্যাটের কিনারার পাশ দিয়ে বেরিয়ে যায়। এছাড়া একাধিকবার বল ব্যাটে লাগলেও, তা স্লিপ ফিল্ডার, কিপারের আগেই ড্রপ পরে। তবে দীর্ঘদিন ধরে খারাপ ফর্মের পর বেশ লড়াই করেই অর্ধশতরানের গণ্ডি পার করেন। তবে খুব সহজ এক ক্যাচ দিয়ে ৫৭ রানেই সাজঘরে ফেরেন খাওয়াজা। এই নিয়ে চলতি সিরিজ়ে পঞ্চমবার বুমারর বলে আউট হলেন অজ়ি ওপেনার।
অপরদিকে, মার্নাস লাবুশেনের জন্যও সিরিজ়টা এখনও পর্যন্ত সুখকর কাটেনি। তবে তিনিও এই ইনিংসে রান পেলেন। আপাতত ৪৪ রানে অপরাজিত রয়েছেন লাবুশেন। এখনও পর্যন্ত যেটুকু যা বোঝা গিয়েছে তাতে, প্রথমদিনে মেলবোর্ন পিচে কিন্তু তেমন বাউন্স নেই, ২২ গজটা খানিকটা মন্থরই। বোলারদের জন্য অন্তত এখনও অবধি তেমন কোনও সাহায্যই দেখা যায়নি। সেই লাভই তুলেছেন অস্ট্রিলিয়ান ব্যাটাররা।
That'll be Tea on Day 1 of the 4th Test.
— BCCI (@BCCI) December 26, 2024
Australia 176/2
Scorecard - https://t.co/MAHyB0FTsR… #AUSvIND pic.twitter.com/KhtwBULaWq
এর আগে ম্যাচের প্রথম সেশনে তরুণ তুর্কি কনস্টাস ও বহু যুদ্ধের ঘোড়া উসমান খাওয়াজা অস্ট্রেলিয়ার হয়ে শুরুটা দাপুণ করেন। তবে কনস্টাসের দাপটে খাওয়াজা কিছুটা ব্যাকসিটই নেন খাওয়াজা। কনস্টাসের ব্যাটিং ইনিংস দেখে কে বলবে, ছেলেটা সদ্য অভিষেক ঘটিয়েছে। তরুণ অস্ট্রেলিয়ানের ব্যাটিংয়ে আট থেকে আশি, সকলেই কিন্তু প্রভাবিত হন। তবে অবশেষে রবীন্দ্র জাডেজার বলে এলবিডব্লু হন। প্রথম সেশনে অপরাজিত থেকেই মাঠ ছেড়েছিলেন খাওয়াজা ও লাবুশেন।
ম্যাচের লাইভ আপডেট পেতে ক্লিক করুন এখানে...
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: আচমকাই অবসরে সংশয়ে সমর্থকরা, আসন্ন আইপিএলে কি সিএসকের হয়ে আদৌ মাঠে নামবেন আর অশ্বিন?