R Ashwin: আচমকাই অবসরে সংশয়ে সমর্থকরা, আসন্ন আইপিএলে কি সিএসকের হয়ে আদৌ মাঠে নামবেন আর অশ্বিন?
IPL 2025: চেন্নাই সুপার কিংস আর অশ্বিনকে বহুদিন পর আবারও আইপিএল নিলামে বিরাট অঙ্কের বিনিময়ে নিজেদের দলে নিতে সক্ষম হয়।
নয়াদিল্লি: সদ্যই বর্তমান থেকে প্রাক্তন হয়েছেন। গতকালই ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট ম্যাচ (IND vs AUS 3rd Test) শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজের অবসরের কথা ঘোষণা করেন আর অশ্বিন (R Ashwin)। আচমকাই তাঁর অবসরে সকলেই খানিকটা হকচকিয়ে যান। অশ্বিনকে কি তাহলে আর আসন্ন আইপিএলেও (IPL 2025) খেলতে দেখা যাবে না? অনেকের মনেই প্রশ্ন জাগে।
বৃষ্টিবিঘ্নিত গাব্বা টেস্টের পঞ্চম দিনে চা পানের বিরতির সময় সাজঘরের দিকে ক্যামেরা তাক করতেই মুহূর্তটি ধরা পড়ে। কোহলির সঙ্গে গভীর আলোচনায় মজে ছিলেন অশ্বিন। সেই সময় পরের সারিতেই বসে ছিলেন কোচ গৌতম গম্ভীর। তিনিও তাকিয়ে ছিলেন দু;জনের দিকে। হঠাৎ দেখা যায় যে অশ্বিনকে জড়িয়ে ধরলেন প্রাক্তন ভারত অধিনায়ক। কিন্তু কেন? সোশ্য়াল মিডিয়ায় এই ছবি ভাইরাল হতেই অনেকেই প্রশ্ন করতে শুরু করে দিয়েছিলেন তবে কি কোনও বড় খবর আসতে চলেছে? তার কিছুক্ষণ পরেই বৃষ্টিবিঘ্নিত ব্রিসবেন টেস্ট ড্র হয়ে যায়। আর সম্ভাবনা সত্যি করেই নিজের অবসর ঘোষণার কথাও জানিয়ে দেন অশ্বিন।
তবে সিএসকে (Chennai Super Kings) সমর্থকদের চিন্তার কোনও কারণ নেই। আন্তর্জাতিক থেকে অবসর নিলেও, অশ্বিন সম্পূর্ণভাবে এখনই অবসর নিচ্ছেন না। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে অশ্বিন নিজেই জানান তাঁর মধ্যে এখনও খানিকটা ক্রিকেট অবশিষ্ট রয়েছে। তিনি আন্তর্জাতিক স্তর থেকে সরে দাঁড়াচ্ছেন, তবে ক্লাব স্তরে এখনও খেলা চালিয়ে যেতে আগ্রহী অশ্বিন। অর্থাৎ ২০১৫ সালে হলুদ ব্রিগেডের হয়ে শেষবার খেলা অশ্বিনের আইপিএলের মঞ্চে 'ঘরে ফেরা' নিয়ে কোনও সংশয় নেই। ফের একবার আসন্ন আইপিএলে তাঁকে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামতে দেখা যাবে।
প্রসঙ্গত, একদিকে যেখানে গোটা ভারতীয় দল ব্রিসবেন থেকে মেলবোর্নে পৌঁছেছে ,সেখানে অশ্বিন কিন্তু মেলবোর্ন নয়, পৌঁছেছেন মাদ্রাস বিমানবন্দরে। রোহিত গতকালই জানিয়েছিলেন যে অশ্বিন বাকি দলের সঙ্গে বক্সিং ডে টেস্টের জন্য মেলবোর্ন উড়ে যাবেন না, বরং তিনি দেশেই ফিরবেন। সেই মতো কড়া নিরাপত্তার বেষ্টনী এবং সমর্থকদের প্রবল উচ্ছ্বাসের মধ্যেই তিনি বিমানবন্দরে উপস্থিত তাঁর পরিবারের সঙ্গে সেখান থেকে বেরিয়ে যান। এমনকী বিমানবন্দরে উপস্থিত কোনও মিডিয়ার সঙ্গেও কোনও কথা বলেননি অশ্বিন। তবে বাড়িতে এসে বাবা, মার ভালবাসা তো পানই, পাশাপাশি পড়শিদের অটোগ্রাফ দিতেও পিছপা হননি সদ্য প্রাক্তন হওয়া ভারতীয় তারকা। তাঁকে ফুলের মালা পরিয়ে, ঢাক-ঢোল বাজিয়ে একেবারে রাজকীয়ভাবে স্বাগত জানানো হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: মেলবোর্নে নেমেই ঝামেলায় বিরাট, অজ়ি সাংবাদিকের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ালেন কোহলি