ENG vs ZIM: সচিনের আরও কাছে, টেস্টে সর্বকালীন ইতিহাস গড়লেন জো রুট, ১৩ হাজার রান করে ফেললেন ইংরেজ তারকা
Joe Root: জিম্বাবোয়ের বিরুদ্ধে মাত্র ৩৪ রানের ইনিংসেই এক সর্বকালীন রেকর্ড গড়ে ফেললেন বর্তমান যুগের সেরা ব্যাটারদের অন্যতম জো রুট।

নটিংহ্যাম: বর্তমান বিশ্বের সর্বসেরা ব্যাটারদের প্রসঙ্গ উঠলে জো রুটের (Joe Root) নাম আসবে না, এমনটা হয় না। তথাকথিত 'ফ্যাব ফোর'-র অন্যতম তিনি। বিশেষত লাল বলের ক্রিকেটে রুটের ধারাবাহিকতা চমকপ্রদ। এবার টেস্টেই এক সর্বকালীন রেকর্ড নিজের নামে করলেন রুট।
বৃহস্পতিবার, ২২ মে জিম্বাবোয়ের বিরুদ্ধে (England vs Zimbabwe) একটি টেস্ট ম্যাচ দিয়ে এ বারের ইংলিশ ক্রিকেট মরশুম শুরু করেছে ইংল্যান্ড। সেই ম্যাচে প্রথম দিন রানের ফোয়ারা ছুটেছে। এক দিনেই প্রায় ৫০০ রান বোর্ডে তুলেছে ইংল্যান্ড। প্রথম দিনশেষে ইংল্যান্ডের স্কোর তিন উইকেটের বিনিময়ে ৪৯৮ রান। দলের তিন টপ অর্ডার ব্যাটারই শতরান হাঁকিয়েছেন। রুট তেমন সাফল্য অবশ্য় পাননি। তাঁর ৩৪ রানের ইনিংস একেবারেই কেরিয়ারের সেরা ইনিংসগুলির আশেপাশেও থাকবে না। কিন্তু এই ইনিংসই রুটকে ইতিহাস গড়তে সাহায্য করল।
এদিন সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, জ্যাক কালিসদের পর টেস্ট ইতিহাসের মাত্র পঞ্চম ব্যাটার হিসাবে ১৩ হাজার রানের গণ্ডি পার করেন রুট। এতদিন পর্যন্ত প্রোটিয়া কিংবদন্তি জ্যাক ক্যালিসের দখলে দ্রুততম ব্যাটার হিসাবে ১৩ হাজার টেস্ট রান করার কৃতিত্ব ছিল। সেই রেকর্ড নিজের নামে করে ফেললেন রুট।
🚨 1️⃣ 3️⃣, 0️⃣ 0️⃣ 0️⃣ 🚨
— England Cricket (@englandcricket) May 22, 2025
Enough said. pic.twitter.com/wYdaIAiVhm
৩৪ বছর বয়সি রুট ১৫৩টি টেস্টে ৫০-র অধিক গড়ে এখনও পর্যন্ত ১৩০০৬ রান করেছেন। তাঁর আগে কেবলমাত্র চার ব্যাটার রয়েছেন। তাঁর হাতে সময় রয়েছে। টেস্টের সর্বাধিক রানসংগ্রাহক সচিন তেন্ডুলকরের থেকে কিন্তু খুব পিছিয়ে নেই রুট। সচিন টেস্টে সর্বাধিক ১৫৯২১ রান করেছেন। রুট কিন্তু অদূর ভবিষ্যতে তাঁকে রানের নিরিখে পিছনে ফেলেই দিতে পারেন।
এদিন জিম্বাবোয়ের বিরুদ্ধে আগাগোড়া 'ব্যাজ়বল' খেলে ইংল্যান্ড। দুই ইংরেজ ওপেনার বেন ডাকেট ও জ্যাক ক্রলি শতরান হাঁকান। বহুদিন পরে বড় রানে ফেরেন অলি পোপও। ডাকেট ১২৪ ও ক্রলি শতাধিক স্ট্রাইক রেটে ১৪০ রানের ইনিংস খেলেন। পোপ দিন শেষে ১৬৯ রানে অপরাজিত রয়েছেন। রুট অবশ্য তেমন বড় রান পাননি। এদিন ইংল্যান্ডের একদিনে করা ৪৯৮ রান বিলেতের মাটিতে টেস্টের প্রথম দিনে ইংল্যান্ডের করা সর্বকালের সর্বোচ্চ রান। রেকর্ড দিনের পর দ্বিতীয় দিনেও সেই দাপট অব্যাহত রাখার লক্ষ্যেই আজ মাঠে নামবে ইংল্যান্ড।




















