ODI World Cup 2023: বাঁধা রয়েছে হাত, মুখ, অপহরণকারীদের পাল্লায় কপিল দেব?
Gautam Gambhir: গৌতম গম্ভীর সোশ্যাল মিডিয়ায় কপিল দেবের এক উদ্বেগজনক ভিডিও শেয়ার করেছেন।
নয়াদিল্লি: ভারতের সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে অন্যতম হলেন কপিল দেব (Kapil Dev)। তাঁর নেতৃত্বেই ১৯৮৩ সালে সকলকে চমকে দিয়ে বিশ্বকাপ জিতে নিয়েছিল। এই বিশ্বজয়ই সচিন তেন্ডুলকরকে ক্রিকেটার হওয়ার অনুপ্রেরণা জুগিয়েছিল। সেই কপিল দেবেরই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে, যা নেটিজেনদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা ২০১১ সালের বিশ্বজয়ী তারকা ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর (Gautam Gambhir) সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে কপিল দেবের হাত, মুখ বাঁধা। সেই অবস্থায় দুইজন ব্যক্তি জোর করে তাঁকে কোথাও নিয়ে যাচ্ছেন। গম্ভীর ভিডিওটির ক্যাপশনে লেখেন, 'অন্য কারুর কাছেও কি এই ভিডিওটা পৌঁছেছে? আশা করছি এটা কপিল দেব না হন। তিনি যেন সুস্থ ও সুরক্ষিত থাকেন।'
Anyone else received this clip, too? Hope it’s not actually @therealkapildev 🤞and that Kapil Paaji is fine! pic.twitter.com/KsIV33Dbmp
— Gautam Gambhir (@GautamGambhir) September 25, 2023
বিশ্বজয়ী, কিংবদন্তির এমন এক ভিডিও আরেক তারকা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করায় স্বাভাবিকভাবেই অনেকে বেশ চিন্তিত হয়ে পড়েন। যে ভাবে কপিল দেবকে তাড়াহুড়ো করে নিয়ে যেতে দেখা যাচ্ছে, তাতে স্বাভাবিকভাবেই অপহরণের তত্ত্ব মাথায় আসে। আবার অনেকের মতে এটি কোনও বিজ্ঞপনী প্রচারও হতে পারে।
অবশেষে রহস্যের উদঘাটন হল। এটি আদপেই একটি বিজ্ঞাপনী প্রচার। এবারের বিশ্বকাপটি (CWC 2023) টিভিতে স্টার স্পোর্টসে দেখা যাবে। অনলাইনে ম্যাচগুলি দেখা যাবে হটস্টারে। সদ্যই সেই ব্রডকাস্ট সংস্থার তরফেই আসন্ন বিশ্বকাপের জন্য একটি প্রোমো প্রকাশ করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে কপিল দেবকে কয়েকজন মানুষ হাত, মুখ বেঁধে চেয়ারে বসিয়ে রেখেছেন। গোটা বিষয়টি আসন্ন বিশ্বকাপ যে অনলাইনে বিনামূল্যে দেখা যাবে, তার প্রচারমাত্র।
.@therealkapildev paaji ko kidnap kyun karna? #DisneyPlusHotstar hai na!
— Disney+ Hotstar (@DisneyPlusHS) September 26, 2023
Dekho poora ICC Men's Cricket World Cup bilkul FREE on mobile! Data saver mode ke saath!#ItnaSabFreeKa #WorldCupOnHotstar pic.twitter.com/LcoEcr3Iub
প্রসঙ্গত, ৫ অক্টোবর গত বারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজ়িল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ। রবিবার, ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে ভারতীয় দল নিজেদের বিশ্বকাপ অভিযান শুর করবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: শুভমন, শার্দুলকে বিশ্রাম, ধোঁয়াশা অব্যাহত অক্ষরের ফিটনেস নিয়ে