IPL 2026: সংসার চালাতে বিক্রি করতে হয়েছিল বাবার সোনার চেন, মায়ের গয়না, আইপিএলই কি বদলাবে কার্তিকের জীবন?
Kartik Sharma CSK: সেখান থেকেই চেন্নাই সুপার কিংস তাঁকে দলে নিয়েছে ১৪ কোটি ২০ লক্ষ টাকার বিনিময়ে। আনক্যাপড ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দাম পেয়েছেন কার্তিক।

চেন্নাই: কার্তিক শর্মা। আইপিএলের নিলামের পর থেকে আলোচনার কেন্দ্রে রাজস্থানের ১৯ বছর বয়সি এই তরুণ উইকেট কিপার ব্যাটার। তাঁর বেস প্রাইস ছিল মাত্র ৩০ লক্ষ টাকা। কিন্তু সেখান থেকেই চেন্নাই সুপার কিংস তাঁকে দলে নিয়েছে ১৪ কোটি ২০ লক্ষ টাকার বিনিময়ে। আনক্যাপড ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দাম পেয়েছেন কার্তিক। কিন্তু ২২ গজে বিশেষ করে আইপিএলের মঞ্চে উত্থাণের গল্পটা কি একেবারেই রাতারাতি? উত্তর হল 'না'। তাহলে?
ঘরোয়া ক্রিকেটে রাজস্থানের জার্সিতে গত কয়েক মরশুমে ধারাবাহিকভাবে ভাল খেলছন কার্তিক। এমনকী ব্যাট হাতে পেল্লাই ছক্কা হাঁকাতে পারেন এই তরুণ। কিন্তু একটা সময় ছিল যখন কার্তিকের পরিবারকে দু-বেলার খাবার জোটাতে হিমশিম খেতে হত। কার্তিকের বাবা মনোজ শর্মা নিজেও ক্রিকেটার হতে চেয়েছিলেন। কিন্তু স্বপ্ন বাস্তবের রূপ নেয়নি। তবে এরপর থেকেই ছেলেকে ক্রিকেটার হিসেবে গড়ে তোলার পেছনে নিজের সবটুকু দিয়েছেন। যার সঙ্গী ছিলেন কার্তিকের মা-ও। অনেকগুলো চাকরি করেছেন মনোজ অর্থ উপার্জনের জন্য।
কার্তিকের ক্রিকেট খেলার স্বপ্নকে বাস্তবায়িত করতে ও ক্যাম্পে যাতে সঠিকভাবে প্রস্তুতি নিতে পারেন কার্তিক, তার জন্য় নিজের গয়না সব বিক্রি করে দিয়েছিলেন কার্তিকের মা। ছেলের জন্য় মনোজও তাঁর সোনার চেইন বিক্রি করেছিলেন।
শুধুই এটুকুই। মনোজ নিজের দোকানটিও বেচে দিয়েছিলেন একটা সময়। লোন নিয়ে একটি বোলিং মেশিন কিনেছিলেন ও ৫০০ বল কিনেছিলেন। দিনের পর দিন সেই বোলিং মেশিনের থেকে বেরনো গোলার মত বলগুলো সামনেই নিজের ব্য়াটিংকে আরও ধারালো করে তুলেছিলেন কার্তিক।
সাংসদের ছেলে কেকেআরে
প্রয়োজন মতোই নিলামে মোট ১৩ জন ক্রিকেটারকে কেনে কেকেআর। সেই ১৩জন ক্রিকেটারের মধ্যে একটি নাম বেশ উল্লেখযোগ্য, তিনি সার্থক রঞ্জন। তিনি ক্রিকেটার হওয়ার পাশাপাশি তাঁর পরিচয়, তাঁর বাবা সাংসদ রাজেশ রঞ্জন ওরফে পাপ্পু যাদব। ঘরোয়া ক্রিকেটে দিল্লির হয়ে প্রতিনিধিত্ব করেন সার্থক। তাঁকে এবারের নিলাম থেকে ৩০ লক্ষ টাকার বিনিময়ে দলে নিয়েছে কেকেআর। বিশ্বের সেরা ক্রিকেট লিগে অংশগ্রহণ করবে ছেলে, স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত বাবা পাপ্পু। সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পাপ্পু লেখেন, 'অনেক অভিনন্দন বেটু। জমিয়ে খেল এবং নিজের প্রতিভার দৌলতে নিজের পরিচয় গড়ে তোল। তোমার ইচ্ছাপূরণ কর। এবার সার্থকের নামে আমাদের পরিচয় হবে।'
উল্লেখ্য, সার্থক দিল্লির হয়ে এখনও খুব বেশি ম্যাচ খেলেননি। তিনি দিল্লির হয়ে দুই প্রথম শ্রেণি এবং চারটি লিস্ট এ ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৯.৩৩ গড়ে তিনি ২৮ রান করেছেন। লিস্ট এ ক্রিকেটে ২৬.২৫ গড়ে তাঁর সংগ্রহ ১০৫ রান। টি-টোয়েন্টিতে ১৩.২০ গড়ে ৬৬ রান করেছেন সার্থক। এবার আসন্ন আইপিএলে কেকেআরের ক্যাম্পে দেখা যাবে তাঁকে।




















