KL Rahul: অবশেষে চোট সারিয়ে সম্পূর্ণ ফিট, বিসিসিআই, এনসিএ-কে ধন্যবাদ জানালেন রাহুল
Team India: এশিয়া কাপের সুপার ফোরেই জাতীয় দলে ফিরতে পারেন কেএল রাহুল।
বেঙ্গালুরু: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জাতীয় দলে (Indian Cricket Team) ফিরতে চলেছেন কেএল রাহুল (KL Rahul)। এশিয়া কাপের (Asia Cup 2023) সুপার ফোরের আগে তিনি সম্পূর্ণ ফিট। রবিবার, ১০ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে হয়তো ভারতীয় একাদশে খেলতেও দেখা যাবে তাঁকে। চোট সারিয়ে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কর্মীদের ধন্যবাদ জানালেন ভারতের তারকা কিপার-ব্যাটার।
নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বিসিসিআই ও এনসিকে ধন্যবাদ জানিয়ে রাহুল লেখেন, 'বিগত কয়েক মাসের সফরটা আমার জন্য ভীষণই চ্যালেঞ্জিং ছিল, যা আমায় অনেক কিছু শিখিয়েছে। নীতিন স্যার, যোগেশ স্যার, ধনঞ্জয় ভাই, শালিনী ও এনসিএ-র সকলকে আমায় ফিট করার জন্য তাঁরা যে অক্লান্ত পরিশ্রম করেছেন, তার জন্য অনেক ধন্যবাদ। লন্ডনের ওয়েলিংটন হাসপাতাল ও ডাক্তার রাহুল পটেলকে আমার অস্ত্রোপ্রচারের করার জন্য ধন্যবাদ। সবশেষে বিসিসিআইকে সবসময় আমার পাশে থাকার জন্য ও আমার উপর আস্থা রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ।'
রাহুল আইপিএল চলাকালীন লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ম্যাচে চোট পান। তারপরেই লন্ডনে তাঁর অস্ত্রোপ্রচার হয়। দীর্ঘদিন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবের পর তিনি এশিয়া কাপের জন্য ভারতীয় দলে ডাক পান। তবে পুরনো চোট সারলেও, ফের অনুশীলনে নতুন করে চোটের কবলে পড়েন ভারতের তারকা ক্রিকেটার। এবার সেই চোট সারিয়ে অবশেষে তিনি মাঠে নামতে প্রস্তুত।
(2/2) and commitment towards getting me back on the ground ❤️
— K L Rahul (@klrahul) September 5, 2023
Special mention to the team at Wellington Hospital in London and Dr. Rahul Patel for a smooth op.
Lastly to the BCCI for the constant support and belief 🙏🏽
রাহুল সম্পূর্ণ ফিট বলে জানান ভারতীয় নির্বাচক প্রধান অজিত আগরকরও (Ajit Agarkar)। এমনকী রাহুল বিগত কয়েকদিনে কিপিং-ব্যাটিং সবই করেছেন বলে জানান আগরকর। আজ সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, 'কেএল রাহুল শেষ দুইদিনে দুইটি ম্যাচ খেলেছে যেখানে ও ৫০ ওভার কিপিংও করেছে। ও মাঠে নামতে তৈরি।' এবার মাঠে নেমে তিনি কেমন পারফর্ম করেন, সেইদিকেই সকলের নজর থাকবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: নেতৃত্বে রোহিত, ডেপুটি হার্দিক, বিশ্বকাপের ১৫ সদস্যের ভারতীয় দলে সূর্যকুমার