WTC 2025: খেতাবি লড়াইয়ে পৌঁছনোর পথ কঠিন তবে অসম্ভব নয়, কোন অঙ্কে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠবে ভারত?
Indian Cricket Team: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে আপাতত তিন নম্বরে নেমে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল।
নয়াদিল্লি: জমে উঠেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের (World Test Championship 2025) পৌঁছনোর লড়াই। এখনও একাধিক দল ফাইনালে পৌঁছনোর দৌড়ে রয়েছে। এক হার, বা একটি জয় কিন্তু সবকিছু উল্টেপাল্টে দিতে পারে। ঠিক যেমন ভারতের (Indian Cricket Team) সঙ্গে হল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে জিতলেও, দ্বিতীয় টেস্টে পরাজয়ের এবং দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করায় একধাক্কায় চ্যাম্পিয়নশিপের তালিকায় তিনে নেমে গিয়েছে ভারতীয় দল। রোহিতদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর পথ নিঃসন্দেহেই আরও কঠিন হয়েছে।
টিম ইন্ডিয়াকে ফাইনালের টিকিট পাকা করতে হলে ঠিক কী করতে হবে? লর্ডসে আয়োজিত ফাইনালে পৌঁছতে ভারতীয় দলকে সোজা হিসাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাকি তিন টেস্টের অন্তত দুইটিতে জয় এবং অপরটিতে ড্র করতে হবে। তাহলে ভারতের পয়েন্টের শতকরা দাঁড়াবে ৬০.৫৩, যা রোহিত বাহিনীর অন্তত টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে দ্বিতীয় স্থান পাকা করে দেবে। ফলে স্বাভাবিকভাবেই নাগাড়ে তৃতীয়বার টেস্টের বেস্ট হওয়ার লড়াইয়ে নামার ছাড়পত্র অর্জন করে নেবে ভারতীয় দল।
টিম ইন্ডিয়া ৩-২ স্কোরলাইনে সিরিজ় জিতলে ভারতের শতকরা পয়েন্ট দাঁড়াবে ৫৮.৭৭। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ এড়াতে হবে। আর ভারতীয় দল যদি ২-৩ সিরিজ়ে পরাজিত হয়, তাহলে টিম ইন্ডিয়ার পরের বছর বিলেতে ফাইনালে নামার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হয়ে যাবে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, সকলেই ভারতের থেকে লিগ তালিকায় আগে শেষ করতে পারে। তবে ২-৩ সিরিজ় হেরেও কিন্তু রোহিতরা ফাইনালে পৌঁছতে পারেন। তবে ফাইনালে পৌঁছতে হলে সেক্ষেত্রে অঙ্কটা টিম ইন্ডিয়ার জন্য বেশ জটিল হয়ে যাবে।
এই পরিস্থিতিতে রোহিতদের অন্য দলগুলির ওপর ভরসা করতে হবে। ভারতকে আশা করতে হবে যাতে পাকিস্তান দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করে এবং অস্ট্রেলিয়ার শ্রীলঙ্কার মাটিতে অন্তত একটি ম্যাচ ড্র করে। তবে বলা বাহুল্য, ফাইনালে পৌঁছনোর অঙ্কটা আপাতত অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার পক্ষেই। পাকিস্তানের বিরদ্ধে ঘরের মাঠে এক ম্যাচ জিতলেই প্রোটিয়া বাহিনীর ফাইনালে যাওয়া পাকা। অস্ট্রেলিয়া যদি ভারতের বিরুদ্ধে বাকি তিন টেস্টের দুইটিতে জিততে পারে, তাহলেই কিন্তু তাদের ফাইনালে নামা পাকা। সেক্ষেত্রে গত বারের চ্যাম্পিয়নদের শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়ের ফলাফলের ওপর নির্ভর করতে হবে না।
সুতরাং, আরও একবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে হলে ভারতের সামনে যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় ছাড়া আর কোনও বিকল্প নেই, তা কিন্তু বলাই বাহুল্য।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: দলে ফিরলেন হ্যাজেলউড, একাদশে এক বদল ঘটিয়ে ব্রিসবেনে মাঠে নামছে অস্ট্রেলিয়া