Marnus Labuschagne: বিশ্বকাপ ফাইনালে লাবুশেনের অর্ধশতরান হাঁকানো ব্যাটটি এখন কোথায়? কী বললেন অজি তারকা?
Marnus Labuschagne Update: ভারত সেদিন ২৪০ রান বোর্ডে তুলেছিল। ফাইনালে তার পরিবর্তে ২৪১ রান তাড়া করতে নেমে একটা সময় ৩ উইকেট হারিয়ে ৪৭ রান বোর্ডে তুলেছিল অস্ট্রেলিয়া।
সিডনি: গত বছর ১৯ নভেম্বর আমদাবাদের নরেন্দ্র মোদি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। সেদিন অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন মার্নাস লাবুশেনের। শতরান হাঁকানো ট্রাভিস হেডের সঙ্গে জুটি বেঁধে ভারতের বিরুদ্ধে জয় এনে দিতে সাহায্য করেছিলেন অস্ট্রেলিয়াকে। সোশ্য়াল মিডিয়ায় লাবুশেন নিজের সেই ব্যাট নিয়ে একটি আবেগঘন পোস্ট করেছেন।
ভারত সেদিন ২৪০ রান বোর্ডে তুলেছিল। ফাইনালে তার পরিবর্তে ২৪১ রান তাড়া করতে নেমে একটা সময় ৩ উইকেট হারিয়ে ৪৭ রান বোর্ডে তুলেছিল অস্ট্রেলিয়া। সেখান থেকে ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেন মিলে দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন। কঠিন পিচে ১১০ বলের লড়াকু ৫৮ রানের ইনিংস খেলেছিলেন ডানহাতি অজি ব্যাটার। অন্যদিকে হেড ১৩৭ রানের ইনিংস খেলেন। যার ফলে মাত্র ৪৩ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া। রেকর্ড ষষ্ঠবার বিশ্বকাপ জিতে নেয় অস্ট্রেলিয়া। ওয়ান ডে বিশ্বকাপে ১০ ইনিংসে মোট ৩৬২ রান করেছিলেন লাবুশেন।
নিজের সোশ্য়াল মিডিয়ায় লাবুশেন যে ছবি পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে যে বিশ্বকাপ ফাইনালে অর্ধশতরান করা সেই ব্যাট আর খেলার যোগ্য নেই। কোকাবুরা কোম্পানির সেই ব্যাট থেকে চলটা উঠে গিয়েছে। 'সুইট স্পট' নষ্ট হয়ে গিয়েছে।
View this post on Instagram
এদিকে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের টেস্ট সিরিজে সাফল্যের অন্যতম কারণ হতে পারেন ভারতের তিন পেসার, এমনই মনে করেন ওয়াসিম জাফর। নভেম্বরের ২২ তারিখ থেকে শুরু হতে চলেছে পারথে। ২৬ নভেম্বর পর্যন্ত চলবে এই টেস্টে। ভারতের প্রাক্তন ওপেনার ওয়াসিম জাফর মনে করেন অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের সাফল্য আসবে তখনই, যখন এই তিন পেসার ভারতের হয়ে নামবেন অস্ট্রেলিয়ার মাটিতে। প্রাক্তন মুম্বইকর আরও বলেন, ''যদি শামি, বুমরা, সিরাজ তিনজনই সুস্থ থাকেন। অস্ট্রেলিয়ার মাটিতে গোটা সিরিজে যদি খেলতে নামে ওরা। তবে কিন্তু ভারতের সুবর্ণ সুযোগ রয়েছে এবার সিরিজ জয়ের। সেক্ষেত্রে সিরিজ জয়ের হ্যাটট্রিক করতে পারবে রোহিত বাহিনী অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের।''