Pakistan Cricket: পাকিস্তান দল থেকে বাদ বাবর, সাদা বলের ফর্ম্যাটে নতুন অধিনায়ক রিজওয়ান
Babar Azam: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও শেষ দুটো ম্যাচের স্কোয়াড থেকে বাবর আজমকে বাদ দেওয়া হয়েছিল। এবার জিম্বাবোয়ে সফরে সাদা বলের ফর্ম্য়াট থেকেও সরানো হল তাঁকে।
করাচি: পাকিস্তান ক্রিকেট দলের সাদা বলের ফর্ম্যাটে নতুন অধিনায়ক হলেন মহম্মদ রিজওয়ান (Mohammed Rizwan)। বাবর আজমের (Babar Azam) পরিবর্তে তাঁকে নেতৃত্বভার দেওয়া হল। সামনেই অস্ট্রেলিয়া ও জিম্বাবোয়ে সফরে সীমিত ওভারে সিরিজ খেলতে যাবে পাক দল। সেই সফরের আগেই পাক দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা করল পিসিবি। অন্য়দিকে জিম্বাবোয়ে সফরের দল থেকে বাদ পড়লেন বাবর আজম। অন্য়দিকে রিজওয়ানের ডেপুটি ঘোষণা করা হয়েছে সলমান আলি আঘাকে সহ অধিনায়ক নির্বাচিত করা হয়েছে।
দীর্ঘদিন ধরেই পাকিস্তান ক্রিকেটে টালমাটাল চলছিলই। বিশেষ করে বাবর আজমের অধিনায়ক পদে থেকে একের পর এক ব্যর্থতা। আর নিজেও ব্যাট হাতে একের পর এক খারাপ ইনিংস খেলেছেন। যার দরুন ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজের প্রথম ম্য়াচের পরই তাঁকে স্কোয়াড থেকেই সরিয়ে দেওয়া হয়েছিল। পাকিস্তান শিবির ফলও পেয়েছিল। সিরিজ জিতেছে তারা ইংল্যান্ডের বিরুদ্ধে পরের দুটো ম্য়াচ জিতে।
View this post on Instagram
2023 ভারতের মাটিতে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ হোক কিংবা চলতি বছর যুক্তরাষ্ট্র ও ক্য়ারিবায়ান দ্বীপপুঞ্জে কুড়ি-বিশের ক্রিকেট ৷ বাবরের নেতৃত্বে শেষ দু'টি বিশ্বকাপেরই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল পাকিস্তানকে ৷ এরপরই চলতি মাসের শুরুতে সাদা বলের ফর্ম্যাটে পাক অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান দলের তারকা ব্যাটার ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগামী মাস থেকে শুরু হতে চলা সংক্ষিপ্ত ফর্ম্য়াটের সিরিজের আগে এদিন নয়া অধিনায়ক ঘোষণা হল পাকিস্তানের ৷ রিজওয়ানের ডেপুটি হিসেবে বেছে নেওয়া হয়েছে সলমন আলি আঘাকে।
জিম্বাবোয়ে সফর থেকে বাদ দেওয়া হলেও অস্ট্রেলিয়া সফরে সীমিত ওভারের ফর্ম্য়াটের জন্য পাকিস্তান স্কোয়াডে ডাক পেয়েছেন বাবর আজম ও শাহিন আফ্রিদিকে। এছাড়াও সঈম আয়ুব, ফয়জল আক্রমের, আমের জামাল। ইংল্য়ান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ওঠার দাবিদার হয়ে উঠছে পাক শিবিরও।
View this post on Instagram