Rohit Sharma: কেরিয়ারের সেরা তিন মুহূর্ত বাছতে বসে আইপিএলের ছয় ট্রফি জয়কে ধর্তব্যেই রাখলেন না রোহিত
Indian Cricket Team: অধিনায়ক হিসাবে ২০২৪ সালের বিশ্বকাপ জয়ই রোহিতের মতে তাঁর কেরিয়ারের সবথকে সেরা মুহূর্ত।
নয়াদিল্লি: কেরিয়ারে রয়েছে বিশ্বজয়ের কৃতিত্ব। তাও আবার এক নয়, দুই দুইবার। ভারতের (Indian Crickret Team) জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকালের সর্বাধিক রান করা ব্যাটারদের মধ্যেও অন্যতম তিনি। অধিনায়ক হিসাবে আইপিএল জিতেছেন পাঁচবার। তবে ব্যক্তি রোহিত শর্মার (Rohit Sharma) কাছে তাঁর কেরিয়ারের সেরা মুহূর্ত কোনগুলি? বেছে নিলেন তিনি স্বয়ং।
আইপিএলের সর্বকালের সফলতম অধিনায়ক তিনি। রয়েছে ছয়বারের আইপিএল জয়ের কৃতিত্বও। কিন্তু নিজের কেরিয়ারের সেরা তিন মুহূর্ত বাছাই করতে বসে রোহিতের মুখে কিন্তু আইপিএলের নামগন্ধও শোনা গেল না। তিনি বরং জাতীয় দলের জার্সি গায়েই নিজের সেরা তিন মুহূর্ত বেছে নিলেন। অবশ্যই ১৭ বছরের কেরিয়ারে অধিনায়ক হিসাবে বিশ্বজয়কে রাখলেন শীর্ষে। এছাড়া ২০০৭ সালের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় এবং তরুণ তুর্কি হিসাবে ঠিক তার পরের বছরই অজিভূমে ওয়ান ডে সিরিজ় জয়কে কেরিয়ারের সেরা মুহূর্তগুলির মধ্যে জায়গা দিলেন 'হিটম্যান'।
View this post on Instagram
তিনি বলেন, 'আমার ১৭ বছরের কেরিয়ারে অনেক বড় বড় মুহূর্তের সাক্ষী থেকেছি এবং প্রতিটি মুহূর্ত আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রিয়। সেটা ২০০৭ সালে আমার কেরিয়ারের প্রথম বছরে বিশ্বকাপ জয় হোক বা পরের বছর অস্ট্রেলিয়ায় গিয়ে ওয়ান ডে সিরিজ় জয় হোক। তারপর এই লম্বা সফরে আমি অনেক সাফল্য পেয়েছি। হ্যাঁ, খারাপ সময়ও এসেছে। তবে একজন ক্রীড়াবিদের কেরিয়ার তো এমনই হয়। অনেক চড়াই উতরাই থাকে। তবে এই ১৭ বছরের কেরিয়ারের ভাল মুহূর্তগুলিকেই আমি বেশি করে মনে রাখতে চাই। তবে এই বারের বিশ্বকাপ জেতাটা নিঃসন্দেহে আমার কেরিয়ারের সবথেকে সফলতম মুহূর্ত। এটাকেই আমি সবার উপরে রাখব।'
প্রসঙ্গত, রোহিতকে সম্প্রতি সপরিবারে যুক্তরাষ্ট্রে ছুটি কটাতে দেখা গিয়েছে। তবে বিশ্বজয়ের পর সামনের মাসেই শ্রীলঙ্কা সফরের মাধ্যমে মাঠে ফিরছেন তিনি। প্রাথমিকভাবে এই সিরিজ়ে রোহিতকে বিশ্রাম দেওয়া হতে পারে বলে শোনা গেলেও তিনি গোটা ওয়ান ডে সিরিজ়়েই খেলবেন। ইতিমধ্যেই সিরিজ়ের দলও কিন্তু বিসিসিআই ঘোষণা করে দিয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: জাতীয় দলে ফিরলেন শ্রেয়স, নেপথ্যে কি গম্ভীর? ঘরোয়া ক্রিকেট নিয়ে কড়া অবস্থান