Dhoni Retirement: কবে ক্রিকেট ছাড়ছেন ধোনি? বড় আপডেট দিলেন মহম্মদ শামি
Shami on MS Dhoni: অবসর নিয়ে ধোনির কী ভাবনা, সেটাও জানিয়েছেন ডানহাতি পেসার। শামি জানিয়েছেন, ধোনি মোটেও অবসর নিয়ে চিন্তিত নন। বরং পুরোটাই সংবাদমাধ্যমের চর্চা।
কলকাতা: আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন। তবে আইপিএলে (IPL) এখনও খেলে চলেছেন মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। ২০২৩ সালে তাঁর নেতৃত্বে রেকর্ড পঞ্চম আইপিএল খেতাব জিতেছিল চেন্নাই সুপার কিংস (CSK)। একমাত্র মুম্বই ইন্ডিয়ান্স ছাড়া যে নজির আর কোনও দলের নেই।
যদিও চোট আঘাতে বেশ বিব্রত ধোনি। অনেকেই ভেবেছিলেন, ২০২৩ সালের আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরই হয়তো ক্রিকেটকে চিরতরে বিদায় জানাবেন ক্যাপ্টেন কুল। ২০২৩ সালের আইপিএলের পর তাঁর হাঁটুতে অস্ত্রোপচারও হয়। তবে সুস্থ হয়ে ফের মাঠে নামেন ধোনি। ২০২৪ সালের আইপিএলে খেলেওছিলেন। যদিও নেতৃত্ব দেননি। সিএসকে-র নেতৃত্বের দায়িত্ব তুলে দেন সতীর্থ রুতুরাজ গায়কোয়াড়কে।
২০২৫ সালের আইপিএলে কি দেখা যাবে ধোনিকে? নাকি এবার ধোনিকে সত্যিই বুটজোড়া তুলে রাখতে দেখা যাবে। এ নিয়ে এবার বড় আপডেট দিলেন ভারতীয় দলের পেসার মহম্মদ শামি (Mohammed Shami)। অবসর নিয়ে ধোনির কী ভাবনা, সেটাও জানিয়েছেন ডানহাতি পেসার। শামি জানিয়েছেন, ধোনি মোটেও অবসর নিয়ে চিন্তিত নন। বরং পুরোটাই সংবাদমাধ্যমের চর্চা।
একটি পডকাস্ট শোয়ে শামি বলেছেন, 'আপনারা (পড়ুন সংবাদমাধ্যম) এ নিয়ে বেশি আলোচনা করেন। তবে আমি যখন ওকে নিজের ভবিষ্যৎ নিয়ে জিজ্ঞেস করেছিলাম, বলেছিল, পরে ভাবব।'
Congratulations, @GautamGambhir Your passion, knowledge, and experience will surely take the team to new heights. Best wishes as head coach..
— 𝕸𝖔𝖍𝖆𝖒𝖒𝖆𝖉 𝖘𝖍𝖆𝖒𝖎 (@MdShami11) July 10, 2024
একজন ক্রিকেটারের কখন অবসর নেওয়া উচিত, তা নিয়ে ধোনির সঙ্গে বিস্তারিত আলোচনাও হয়েছিল শামির। শামির নিজের কথায়, 'আমার সঙ্গে মাহি ভাইয়ের এঅ নিয়ে কথা হয়েছিল। আমি জানতে চেয়েছিলাম, একজন ক্রিকেটারের কখন অবসর নেওয়া উচিত? মাহি ভাই বলেছিল, প্রথমত যখন নিজে খেলাটা নিয়ে ক্লান্তি অনুভব করবে। দ্বিতীয়ত, যখন উপলব্ধি করবে দল থেকে বাদ পড়তে পারো।'
আপাতত রিহ্যাব চলছে শামির। ২০২৩ সালে দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনাল ছিল শামির শেষ ম্যাচ। তারপর গোড়ালিতে অস্ত্রোপচার হয়। আপাতত মাঠে ফেরার অপেক্ষায় ভারতীয় পেসার।
আরও পড়ুন: রং মিলিয়ে পোশাক, আইনি বিয়ে স্নেহাশিস-অর্পিতার, এড়িয়ে গেলেন সৌরভ-ডোনা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।