Snehasish Ganguly Marriage: রং মিলিয়ে পোশাক, আইনি বিয়ে স্নেহাশিস-অর্পিতার, এড়িয়ে গেলেন সৌরভ-ডোনা
Snehasish Ganguly Marriage: রবিবার নিজেদের ফ্ল্যাটেই রেজিস্ট্রি ও মালাবদল হয়েছে স্নেহাশিস - অর্পিতার। ফ্ল্যাটে উপস্থিত ছিলেন তাঁদের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব। উপস্থিত ছিলেন বৈশালী ডালমিয়াও।

কলকাতা: জল্পনা বাঁধা পড়ল বিবাহবন্ধনে, বান্ধবী অর্পিতা চট্টোপাধ্যায়কে বিয়ে করলেন প্রাক্তন ক্রিকেটার তথা সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (Snehasish Ganguly)। স্নেহাশিসের আর এক পরিচয়, তিনি কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) দাদাও। বেহালায় স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের ফ্ল্যাটেই আইনি বিয়ে সারেন স্নেহাশিস-অর্পিতা। আজ ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে চার হাত এক হয় স্নেহাশিস ও অর্পিতার। তাঁদের বিয়ের খবর আগেই প্রকাশ্যে এনেছিল এবিপি লাইভ। সেই জল্পনা সত্যি করেই আজ আইনি বিয়ে সারলেন স্নেহাশিস-অর্পিতা।
রবিবার নিজেদের ফ্ল্যাটেই রেজিস্ট্রি ও মালাবদল হয়েছে স্নেহাশিস - অর্পিতার। ফ্ল্যাটে উপস্থিত ছিলেন তাঁদের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব। উপস্থিত ছিলেন বৈশালী ডালমিয়াও। তবে জানা যাচ্ছে, উপস্থিত ছিলেন না পরিবারের কেউই। স্নেহাশিসের মা, নিরুপা গঙ্গোপাধ্যায় অসুস্থ, তাঁর হার্টে স্টেন্ট বসে। সম্প্রতি মেয়ে সানার সঙ্গে দেখা করতে লন্ডনে গিয়েছিলেন সৌরভ-ডোনা। বর্তমানে সৌরভ লন্ডনে থাকলেও, কলকাতায় ফিরে এসেছেন ডোনা। তবে স্নেহাশিসের বিয়েতে দেখা গেল না ডোনাকে। অন্যদিকে ঘনিষ্ঠ সূত্রের খবর, লন্ডনেই বাড়তি কয়েকদিন থেকে গিয়েছে সৌরভ। আগামী সপ্তাহের মাঝামাঝি তাঁর কলকাতায় ফেরার কথা। ফলে দাদার নতুন জীবনের সূচনায় দেখা গেল না সৌরভ-ডোনা কাউকেই।
রবিবার আইনি বিয়ে সারলেন স্নেহাশিস আর অর্পিতা। শোনা যাচ্ছে স্নেহাশিসের পক্ষ থেকে সাক্ষী হিসেবে সই করেছেন স্নেহাশীষের ঘনিষ্ঠ বন্ধু ও প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় দাস। সৌরভের বায়োপিক তৈরির নেপথ্যেও রয়েছেন এই সঞ্জয়ই। ২১ জুলাই বিয়ে সম্পন্ন হলেও রিসেপশন হচ্ছে ৭ অগাস্ট। বাইপাসের ধারে বিলাসবহুল একটি হোটেলে হবে রিসেপশন। বিয়ের নিমন্ত্রণপত্রে সৌরভ ডোনার নাম ব্যবহার করা হয়েছে যা নিয়ে বিতর্ক রয়েছে। রিসেপশনেও সৌরভ ডোনা থাকবেন, এমন নিশ্চয়তা নেই। সৌরভের ভীষণ কাছের কয়েকজনের দাবি, রিসেপশন থেকেও হয়তো দূরেই থাকবেন সৌরভ ডোনা।
আজ, রং মিলিয়ে পোশাক পরেছিলেন নবদম্পতি। স্নেহাশিসকে দেখা গিয়েছে হলুদ পাঞ্জাবি ও সাদা পাজামায়। অর্পিতা পরেছিলেন হলুদ রঙের শাড়ি। বেশ কয়েক বছর ধরেই তাঁরা লিভ ইন করছিলেন বলে খবর। স্নেহাশিসের প্রাক্তন স্ত্রী মোম বেশ পরিচিত নৃত্যশিল্পী। তাঁদের এক কন্যাসন্তানও রয়েছেন। স্নেহাশিস মোমের মেয়ে বর্তমানে বিদেশে পড়াশোনা করছেন। মোমের সঙ্গে আইনি বিচ্ছেদের পরেই অর্পিতাকে বিবাহের সিদ্ধান্ত নেন স্নেহাশিস। অন্যদিকে, অর্পিতাও বিবাহবিচ্ছিন্না। কলকাতার নামি এক শিল্পোদ্যোগীর সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। তবে এবার, অতীত ভুলে, নতুন জীবন শুরু করলেন স্নেহাশিস ও অর্পিতা।
আরও পড়ুন: Shovan-Sohini-Swastika: নতুন জীবন শুরু শোভন-সোহিনীর, এদিকে জীবনে বড় পরিবর্তন আনলেন স্বস্তিকাও!
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
