Mohammed Shami: জোরকদমে চলছে প্রত্যাবর্তনের প্রস্তুতি, কড়া জিম সেশনে ঘাম ঝরালেন শামি
Indian Cricket Team: ভারতীয় দলের জার্সি গায়ে আমদাবাদে ২০২৩ বিশ্বকাপের ফাইনালেই শেষবার মহম্মদ শামিকে খেলতে দেখা গিয়েছিল।
নয়াদিল্লি: প্রায় নয় মাস হয়ে গিয়েছে। ভারতীয় দলের জার্সি গায়ে আমদাবাদে ২০২৩ বিশ্বকাপের ফাইনালে শেষবার তাঁকে দেখা গিয়েছিল। তারপর থেকে চোট আঘাত এবং অস্ত্রোপ্রচারের জেরে মাঠের বাইরেই ছিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। তবে তারকা বোলার ধীরে ধীরে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট করা এক ভিডিও ভারতীয় অনুরাগীদের মুখে হাসি ফোটাবে।
৩৩ বছর বয়সি শামি দিনকয়েক আগেই নিজের সোশ্যাল মিডিয়াতেই বল হাতে নিজের কয়েকটি ছবি পোস্ট করেছিলেন। সেই দেখে সমর্থকরা কিছুটা বুকে বল পান। এবার নিজের সম্পূর্ণ ফিটনেস ফিরে পেতে জিমে জোরকদমে কসরতও শুরু করে দিলেন শামি। নিজের সোশ্যাল মিডিয়াতেই জিম সেশনের একটি ভিডিয়ো তিনি পোস্ট করেন। সেই পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, '(মাঠে) ফিরে আসার আমার ইচ্ছাই আমায় অনুপ্রেরণা জোগায়।'
View this post on Instagram
মহম্মদ শামি গত বছরের বিশ্বকাপে অনবদ্য পারফর্ম করেন। মাত্র সাত ম্যাচ খেলে ২৪টি উইকেট নেন তিনি। দেশ বিশ্বকাপ না জিতলেও প্রথম ভারতীয় বোলার হিসাবে ৫০ ওভারের বিশ্বকাপে ৫০টি উইকেট নেওয়ার কৃতিত্ব গড়েন শামি। তবে সেই বিশ্বকাপে প্রবল চোট এবং ব্যথা নিয়েই খেলা চালিয়ে যান তারকা ফাস্ট বোলার। কিন্তু বিশ্বকাপের পর সেই চোটের জেরে আর মাঠে নামা হয়নি। বাধ্য হয়েই এ বছরের ফেব্রুয়ারিতে বিদেশে নিজের অ্যাকিলিস টেন্ডনে অস্ত্রোপ্রচার করান তিনি।
বর্তমানে নিজের রিহ্যাব সারছেন শামি। যদিও তিনি কবে মাঠে ফিরবেন, সেই বিষয়ে এখনও কোনও নিশ্চয়তা নেই। তবে তিনি আগের থেকে অনেক সুস্থ হয়ে উঠছেন তা তাঁর এই জিমের ভিডিও প্রমাণ করে দেয়। শামির ভারোত্তোলন দেখে অনেকেই মনে করছেন যে তাঁর পায়ের পেশি আগের থেকে অনেক ভাল পরিস্থিতিতে রয়েছে। এবার অপেক্ষা তাঁর ভারতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে ২২ গজে ফেরার।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: অধিনায়ক হিসাবে মহেন্দ্র সিংহ ধোনি নন, সিএসকের পছন্দ ছিল তারকা ভারতীয় ব্যাটার!