MS Dhoni: 'সকলের মন ভেঙে গিয়েছিল', বিশ্বকাপ সেমিফাইনালের সেই হার এখনও তাড়া করে বেড়ায় ধোনিকে
Indian Cricket Team: ১৮ রানে ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ভারত। সেই পরাজয়ের ক্ষত এখনও কষ্ট দেয় ধোনিকে। সম্প্রতি এক ভক্তের প্রশ্নে যে কথা কবুল করে নিয়েছেন ক্যাপ্টেন কুল।
রাঁচি: পাঁচ বছর আগের সেই অভিশপ্ত রাত এখনও তাড়া করে বেড়ায় ভারতীয় ক্রিকেটপ্রেমীদের (Indian Cricket Team)। ২০১৯ সালের ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনালে সেদিন নিউজ়িল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারত। ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডের সেই ম্যাচে মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) রান আউট হয়ে যেতেই নিভে গিয়েছিল ভারতের সব স্বপ্নের প্রদীপ।
২৪০ রান তাড়া করতে নেমে ৪৮ ওভারের শেষে ভারতের স্কোর ছিল ২০৯/৭। চারটি চার ও চার ছক্কায় ৫৯ বলে ৭৭ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন রবীন্দ্র জাডেজা। শেষ ১২ বলে দরকার ছিল ৩১ রান। ক্রিজে ছিলেন বিশ্বের সেরা ফিনিশার ধোনি। ভারতীয় ক্রিকেটপ্রেমীরাও আশায় বুক বেঁধেছিলেন। কারণ, ধোনি হ্যায় তো মুমকিন হ্যায়।
৪৯তম ওভারে বল করতে এসেছিলেন লকি ফার্গুসন। তাঁর প্রথম বলেই ছক্কা মারেন ধোনি। ওভারে তৃতীয় বলেই সেই অভাবনীয় ঘটনা। যাঁর রানিং বিট্যুইন দ্য উইকেটস বিশ্ব ক্রিকেটে সর্বকালের অন্যতম সেরা, সেই ধোনিই রান আউট হয়ে যান। তখনও অনেকে জানতেন না যে, সেটাই আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির শেষ ওয়ান ডে ম্যাচ হবে।
সেই ম্যাচে ৭২ বলে ৫০ রান করে আউট হন ধোনি। ১৮ রানে ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ভারত। সেই পরাজয়ের ক্ষত এখনও কষ্ট দেয় ধোনিকে। সম্প্রতি এক ভক্তের প্রশ্নে যে কথা কবুল করে নিয়েছেন ক্যাপ্টেন কুল।
একটি অনুষ্ঠানে একজন ক্রিকেটপ্রেমী সেই সেমিফাইনাল ম্যাচ নিয়ে ধোনিকে জিজ্ঞেস করলে কিংবদন্তি ক্রিকেটার বলেন, 'খুব কঠিন অভিজ্ঞতা ছিল কারণ আমি জানতাম এটাই আমার শেষ বিশ্বকাপ। জিতে শেষ করতে পারলে ভাল হতো। সকলের মন ভেঙে গিয়েছিল। তবে আমরা হার মেনে নিয়েছিলাম ও এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।'
ধোনি যোগ করেছেন, 'তবে এই ধরনের ধাক্কা কাটিয়ে উঠতে সময় লাগে আর বিশ্বকাপের পর সেই সময় পাওয়া যায়। আমি সেই ম্যাচের পর আর আন্তর্জাতিক ক্রিকেট খেলিনি তাই আমি সামলে ওঠার জন্য যথেষ্ট সময় পেয়েছিলাম। হ্যাঁ, হৃদয়ভঙ্গ হয়েছিল সকলের। তবে সকলকেই তা থেকে বেরিয়ে আসতে হতো। সুতরাং মেনে নিতেই হবে যে, তুমি নিজের সেরাটা দিয়েছো এবং তার পরেও জিততে পারোনি।'
আরও পড়ুন: অলিম্পিক্সে নামার আগে গাড়ি দুর্ঘটনার কবলে ভারতীয় গল্ফার, মা ভর্তি প্যারিসের হাসপাতালে
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।