Anant Radhika Wedding: অনন্ত-রাধিকার বিয়েতে স্ত্রী-কন্যাকে নিয়ে হাজির ধোনি, পোশাকে নজর কাড়লেন ক্যাপ্টেন কুল
MS Dhoni: বিয়ের অনুষ্ঠানের সাক্ষী থাকতে বান্দ্রা-কুর্লা কমপ্লেক্সের (BKC) জিও কনভেনশন সেন্টারে হাজির একের পর এক সেলিব্রিটি। কেউ খেলার মাঠের নক্ষত্র, কেউ অভিনয় জগতের প্রথম সারির তারকা।
মুম্বই: তাঁদের প্রাক বিবাহ অনুষ্ঠানেও বসেছিল চাঁদের হাট। মার্ক জাকারবার্গ থেকে শুরু করে বিল গেটস, শাহরুখ খান থেকে শুরু করে সচিন তেন্ডুলকর, কে ছিলেন না সেই অনুষ্ঠানে!
অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের (Anant Radhika Wedding) বিয়ে উপলক্ষ্যেও যে নক্ষত্র সমাবেশ হতে চলেছে মুম্বইয়ে, সেই ইঙ্গিত ছিলই। আদপে হলও তাই। শুক্রবার বান্দ্রা-কুর্লা কমপ্লেক্সের (BKC) জিও কনভেনশন সেন্টারে বসেছে মুকেশ ও নীতা অম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত অম্বানির বিয়ের আসর। পাত্রী রাধিকা মার্চেন্ট। যিনি একজন নৃত্যশিল্পী।
আর বিয়ের অনুষ্ঠানের সাক্ষী থাকতে বান্দ্রা-কুর্লা কমপ্লেক্সের (BKC) জিও কনভেনশন সেন্টারে হাজির একের পর এক সেলিব্রিটি। কেউ খেলার মাঠের নক্ষত্র, কেউ অভিনয় জগতের প্রথম সারির তারকা। বান্দ্রা-কুর্লা কমপ্লেক্সের (BKC) জিও কনভেনশন সেন্টারে ঢোকার সময় প্রত্যেকেই ছবির জন্য পোজ় দিয়েছেন।
তবে আলাদা করে নজর কেড়ে নিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। জাতীয় দলের কিংবদন্তি অধিনায়ক অনন্ত ও রাধিকার বিয়েতে গিয়েছেন সপরিবারে। ধোনির সঙ্গী স্ত্রী সাক্ষী ও কন্যা জীভা। পোশাকে নজর কেড়ে নিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক।
হেয়ারস্টাইলে বরাবর নজরকাড়া ধোনি। কেরিয়ারের শুরুতে তাঁর ঘাড় পর্যন্ত লম্বা চুল দেকে মুগ্ধ হয়েছিলেন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফও। পরে একাধিক হেয়ারস্টাইলে দেখা গিয়েছে ধোনিকে। গত আইপিএলের সময় থেকে ফের ঘাড় পর্যন্ত চুল রেখেছেন ধোনি। তবে এবার আগের মতো স্ট্রেট হেয়ার নয়। বরং ঢেউ খেলানো ধোনির চুল। যা দেখে অনেকে গ্রীক দেবতার সঙ্গে তুলনা করেছেন ভারতের হয়ে জোড়া বিশ্বকাপ ও একটি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ককে।
শুক্রবার বিয়ের অনুষ্ঠানে ধোনি গিয়েছেন ঝলমলে শেরওয়ানি ও পাটিয়ালা পরে। পায়ে লেদার শ্যু। তামাটে রংয়ের শেরওয়ানিতে রাজার মতো দেখতে লাগছে ধোনিকে। সাক্ষী পরেছেন পেস্তা রংয়ের গাউন। সঙ্গে রং মিলিয়ে মানানসই ওড়না। হাতে বটুয়া। ধোনি কন্যা জীভা পরেছে হলুদ রংয়ের শেডের সালোয়ার কামিজ়। পায়ে স্নিকার্স। ফটোগ্রাফারদের জন্য পোজ় দেন সকলেই। ধোনি এতটাই খোশমেজাজে ছিলেন যে, সাক্ষীকে হাসতে বলেন, যাতে ছবি ভাল ওঠে।
সব মিলিয়ে অনন্ত-রাধিকার বিয়েতে অন্যতম শো স্টপার হতে চলেছে ধোনি পরিবার।
আরও পড়ুন: সঙ্গে কখনও অরিজিৎ, কখনও মালাইকা, হার্দিকের সঙ্গে ভাইরাল হওয়া ছবির তরুণীকে চেনেন?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।