Martin Guptill: দুরন্ত থ্রোয়ে ধোনির স্টাম্প ভেঙে দিয়েছিলেন বিশ্বকাপে, ক্রিকেটকে বিদায় জানালেন গাপ্টিল
Martin Guptill Retirement: ২০০৯ সালে অভিষেকের পর থেকে ২০২২ পর্যন্ত দেশের জার্সিতে খেলেছেন। তিন ফর্ম্য়াটেই একসময়ে দেশের জার্সিতে ওপেনার হিসেবে অটোমেটিক চয়েস ছিলেন।
ওয়েলিংটন: ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনাল। ভারত বনাম নিউজিল্যান্ড ম্য়াচ। রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। সেখান থেকে প্রথমে জাডেজা ও পরে ধোনির উপস্থিতি কিছুটা আশার আলো সঞ্চার করেছিল ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে। কিন্তু দূর থেকেই বুলেটের গতিতে নিঁখুত একটা থ্রো। আর ধোনি রান আউট হয়ে গেলেন। সেটিই ছিল বিশ্বজয়ী ভারত অধিনায়কের শেষ আন্তর্জাতিক ম্য়াচ। ধোনি চোখের জল লুকিয়ে মাঠ ছাড়লেন। আর কোটি কোটি ভারতবাসীর স্বপ্নভঙ্গ হল আরও একটা বিশ্বকাপ ফাইনাল খেলার। যেই মানুষটি ধোনিক শেষ ম্য়াচে ফিরিয়েছিলেন দুরন্ত থ্রো, সেই মার্টিন গাপ্টিল এবার ক্রিকেট থেকে অবসর নিলেন। নিউজিল্য়ান্ডের ক্রিকেট দলের দীর্ঘকায় এই ওপেনার অসংখ্য স্মরণীয় মুহূর্তের সাক্ষী কিউয়ি ক্রিকেটের। দেশের জার্সিতে ৪৭টি টেস্ট, ১৯৮টি ওয়ান ডে ম্য়াচ ও ১২২টি টি-টোয়েন্টি খেলেছেন গাপ্টিল।
২০০৯ সালে অভিষেকের পর থেকে ২০২২ পর্যন্ত দেশের জার্সিতে খেলেছেন। তিন ফর্ম্য়াটেই একসময়ে দেশের জার্সিতে ওপেনার হিসেবে অটোমেটিক চয়েস ছিলেন। তবে বিশেষ করে সাদা বলের ফর্ম্য়াটে গাপ্টিল ছিলেন বোলারদের কাছে ত্রাস। রস টেলর ও স্টিফেন ফ্লেমিংয়ের পর কিউয়ি ক্রিকেটের সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় তিন নম্বরে রয়েছেন তিনি। ২০১৫ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ২৩৭ রানের অপরাজিত ইনিংসটি নজর কেড়েছে গোটা বিশ্বের। ওয়ান ডে ফর্ম্য়াটে ১৮টি শতরান ঝুলিতে। মোট ৭৩৪৬ রান করেছেন। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ১২২ ম্য়াচে সংগ্রহ ৩৫৩১ রান। দুটো সেঞ্চুরিও রয়েছে। টেস্টে তিনটি শতরানের সাহায্যে হাঁকিয়েছেন ২৫৮৬ রান।
নিজের সোশ্য়াল মিডিয়ায় অবসরের কথা জানিয়ে আবেগঘন পোস্টে গাপ্টিল লিখেছেন, ''নিউজিল্যান্ডের হয়ে খেলা আমার স্বপ্ন ছিল। দেশের জার্সিতে অনেক ম্য়াচ খেলতে চেয়েছিলাম। ৩৬৭টি ম্য়াচ মোট খেলেছি দেশের জার্সিতে। সবার কাছে আমি কৃতজ্ঞ। আমার কোচ, সতীর্থ সবাইকে ধন্যবাদ। আমার স্ত্রী লরা এবং দুই সন্তান হারলি এবং টেডিকেও ধন্যবাদ জানাতে চাই। আমার সবচেয়ে বড় শক্তি আমার পরিবার।''
তিন ফর্ম্য়াটে বুমরাই সেরা: ক্লার্ক
ক্লার্ক ইএসপিএন-এর একটি অনুষ্ঠানে বলেছেন, "আমি বুমরাকে নিয়ে সিরিজ শেষ হওয়ার পরেও ভাবছিলাম । আমি আসলে মনে করি ও তিনটি ফরম্যাটেই সেরা ফাস্টবোলার ।" যোগ করেন, "আমি অনেক দুর্দান্ত ফাস্টবোলারকে জানি, কার্টলি অ্যামব্রোজ, গ্লেন ম্যাকগ্রা টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে পারেনি । তাই আমি ওদের কথা বলছি না । তবে যারা তিনটি ফরম্যাটেই খেলেছে, তাদের মধ্যে বুমরাই সেরা ।"