Nicholas Pooran: গেলের আধিপত্য শেষ! টি-২০ ক্রিকেটের নতুন 'সিক্সার কিং' পুরান, নাইট জার্সিতে গড়লেন ইতিহাস
T20 World Record: এক বছরে মাত্র ৫৮টি বিশ ওভারের ম্যাচে ১৩৯ টি ছক্কা হাঁকিয়ে নতুন ইতিহাস লিখলেন নিকোলাস পুরান।
নয়াদিল্লি: টি-২০ ক্রিকেটের নতুন ইতিহাস লিখলেন নিকোলাস পুরান (Nicholas Pooran)। ক্রিস গেলের কার্যত একাধিপত্য শেষ করলেন বাঁ-হাতি আরেক ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটর। সিপিএলে (CPL T20) সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিরুদ্ধে ব্যাট হাতে ঝড় তোলেন পুুরান। মাত্র তিন রানের জন্য সেঞ্চুরি মিস হলেও, এই ম্যাচেই তিনি গড়ে ফেললেন রেকর্ড।
বর্তমান বিশ্বের সেরা টি-২০ ক্রিকেটার তথা পাওয়ার হিটারদের কথা বললে নিকোলাস পুরানের নাম আসতে বাধ্য। বছরের পর বছর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ হোক বা জাতীয় দল, পুরানের পাওয়ার হিটিংয়ের সাক্ষী থেকেছে ক্রিকেটবিশ্ব। শনিবারও এমনটাই হল। সেন্ট কিটসে তাঁদেরই বিরুদ্ধে টিকেআরের হয়ে তিনি ৯৭ রানের ইনিংসে নয়টি ছক্কা হাঁকান। এর সুবাদেই টি-২০ ক্রিকেটে ইতিহাস গড়লেন তিনি। এক বছরে বিশ ওভারের ফর্ম্যাটে সর্বাধিক ছক্কা হাঁকানোর মালিক হয়ে গেলেন পুরান।
এই বছর ৫৮টি বিশ ওভারের ম্যাচে পুরান ইতিমধ্যেই ১৩৯টি ছয় মেরে ফেলেছেন। এক বছরে এত ছয় মারার রেকর্ড আর কারুর নেই। ক্রিস গেল (Chris Gayle) ২০১৫ সালে টি-২০ ফর্ম্যাটে ১৩৫টি ছয় মেরেছিলেন। সেটাই এতদিন পর্যন্ত এক বছরে কোনও ব্যাটারের হাঁকানো সর্বাধিক সংখ্যক ছয়ের রেকর্ড ছিল। কিন্তু পুরান সেই রেকর্ড নিজের দখলে করে ফেললেন। ভাঙল গেলের একাধিপত্য। এক বছরে সর্বাধিক ছয় মারার তালিকায় পুরানের পরে বাকি চারটি স্থানও গেলের দখলেই। গেল ২০১২ সালে ১২১, ২০১১ সালে ১১৬ এবং ২০১৬ সালে ১১২টি ছয় মেরে এই তালিকায় প্রথম পাঁচের মধ্যে চার বার রয়েছেন।প্রথম দশের মধ্যে গ্লেন ফিলিপ্সই একমাত্র ব্যাটার যিনি ওয়েস্ট ইন্ডিয়ান নন।
গেল, পুরান বাদেও এক ক্যালেন্ডার বছরে ছক্কা হাঁকানোর তালিকায় প্রথম দশে রয়েছেন আন্দ্রে রাসেল ও কায়রন পোলার্ড। প্রসঙ্গত, পুরানের এহেন ফর্ম বজায় থাকলে তিনি আরও একটি সর্বকালীন টি-২০ রেকর্ড নিজের নামে করে ফেলতে পারবেন। ২৮ বছর বয়সি তারকা এ বছর এখনও পর্যন্ত ১৮৪৪ রান করেছেন টি-২০ ফর্ম্যাটে। এক বছরে বিশ ওভারের ক্রিকেটে সর্বাধিক রানের রেকর্ড রয়েছে মহম্মদ রিজওয়ানের দখলে। রিজওয়ান ২০২১ সালে ২০৩৬ রান করেছিলেন। পুরান কিন্তু চলতি সিপিএলেই সেই সংখ্যা পার করে যেতে পারেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: লড়াকু লিটন, চাপের মুখে চোখধাঁধানো সেঞ্চুরি হাঁকালেন বাংলাদেশের তারকা ব্যাটার