IND vs NZ: শ্রেয়সের পরিবর্ত ফর্মে থাকা এই ব্যাটারকেই কাল একাদশে চাইছেন সমর্থকরা
IND vs NZ, 1st ODI: কিন্তু চার নম্বরে ওয়ান ডে দলের অঙ্গ শ্রেয়স আইয়ার সিরিজের আগেই চোট পেয়ে ছিটকে গিয়েছেন। এই পরিস্থিতিতে প্রথম একাদশে শ্রেয়সের বদলি কে হবে?
হায়দরাবাদ: কাল থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলতে নামবে ভারতীয় দল। প্রথম ম্য়াচে হায়দরাবাদের রাজীব গাঁধী স্টেডিয়ামে খেলতে নামবে ২ দল। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জয়ের পর সেই একাদশই ধরে রাখতে চাইবেন অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু চার নম্বরে ওয়ান ডে দলের অঙ্গ শ্রেয়স আইয়ার সিরিজের আগেই চোট পেয়ে ছিটকে গিয়েছেন। এই পরিস্থিতিতে প্রথম একাদশে শ্রেয়সের বদলি কে হবে?
ইতিমধ্যে বিসিসিআইয়ের তরফে শ্রেয়সের পরিবর্ত হিসেবে রজত পতিদারের নাম ঘোষণা করা হয়েছে। যদিও সোশ্যাল মিডিয়ায় দাবি উঠেছে চার নম্বর পজিশনে অটোমেটিক চয়েস এবার সূর্যকুমার যাদব। টি-টোয়েন্টি ফর্ম্যাটে জাতীয় দলের তো অবশ্যই এমনকী বিশ্বের সেরা ব্যাটার সূর্যকুমার। কুড়ির ফর্ম্যাটের ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন তিনি। কিন্তু ওয়ান ডে ফর্ম্যাটে জাতীয় দলে এখনও জায়গা পাকা হয়নি সূর্যর। তাই শ্রেয়সের চোট পেয়ে ছিটকে যাওয়া কোথাও একটা সূর্যকুমারের জন্য দরজা খুলে দিল বলে মনে করছেন অনেকেই।
UPDATE - Team India batter Shreyas Iyer has been ruled out of the upcoming 3-match ODI series against New Zealand due to a back injury.
— BCCI (@BCCI) January 17, 2023
Rajat Patidar has been named as his replacement.
More details here - https://t.co/87CTKpdFZ3 #INDvNZ pic.twitter.com/JPZ9dzNiB6
If Shreyas Iyer misses the Border Gavaskar series due to the back injury, Ishan Kishan and Suryakumar Yadav will be our No.5 and No.6..
— Aakash (@AakashAllen) January 17, 2023
Surya will replace Shreyas at no.4 permanently. #SuryakumarYadav #shreyasiyer https://t.co/otXgadtTBJ pic.twitter.com/tprMFie6oI
— Cric_Uneeb🇮🇳 (@GOAT_Virat18) January 17, 2023
ছিটকে গেলেন শ্রেয়স
ভারতীয় বোর্ডের তরফে সদ্যই এক বিবৃতিতে বলা হয়, 'টিম ইন্ডিয়ার ব্যাটার শ্রেয়স আইয়ার নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। ওঁ জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যাবে এবং সেখানেই ওঁর চোটের গভীরতা পর্যবেক্ষণ করা হবে। সর্বভারতীয় নির্বাচক কমিটি রজত পাতিদারকে শ্রেয়স আইয়ারের পরিবর্তে দলে সুযোগ দিয়েছে।' হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে খেলতে নামবে ভারতীয় দল। তিন ম্যাচের সিরিজের পরের দুই ম্যাচ রায়পুর ও ইন্দোরে আয়োজিত হবে।