ODI World Cup 2023: মরণ-বাঁচন ম্যাচের আগে ফুরফুরে মেজাজে পাকিস্তান, শপিং মলে দেখা গেল বাবরদের
ENG vs PAK: শনিবার ইডেনে পাকিস্তান দল কার্যত কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে।
কলকাতা: শনিবার, ১১ নভেম্বর ইডেন গার্ডেন্সে চলতি বিশ্বকাপে (ODI World Cup 2023) নিজেদের শেষ গ্রুপ পর্বের ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে পাকিস্তান ক্রিকেট দল (Pakistan Cricket Team)। সেমিফাইনালে পৌঁছতে পাক দলকে এই ম্যাচ জিততেই। অনেকেই এই ম্যাচটিকে কোয়ার্টার ফাইনাল ম্যাচের তকমা দিচ্ছেন। সেই মহা গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই খোশ মেজাজে পাকিস্তান দল। ম্যাচের আগে অনুশীলন তো চলছেই পাশাপাশি ঘুরে বেরিয়ে, কেনাকাটা করে কলকাতায় থাকাটা বেশ উপভোগও করছেন বাবর আজমরা (Babar Azam)।
মঙ্গলবার, ৭ নভেম্বর মণি স্কোয়ার মলে দেখা গিয়েছিল পাকিস্তান ক্রিকেটারদের। এবার পাক দলের তারকাদের দেখা গেল সাউথ সিটি মলে। শহরে জমিয়ে কেনাকাটা সারছেন পাক-ক্রিকেটারেরা। এদিন সাউথ সিটি মলে ইমাম-উল হক, বাবর আজমদের। পাক তারকারা নিজেদের এবং নিজেদের পরিবারের জন্য স্যুট, শাড়ি, জামাকাপড় ও জুতো কিনলেন।
মঙ্গলবার দিনও পাক খেলোয়াড়দের শাড়ি, জামাকাপড় কেনাকাটা করতে দেখা গিয়েছিল। তাঁরা ওইদিন সিনেমাও দেখেছেন বলে খবর। পাক অধিনায়ক বাবর আজমকে ব়য়্যাল ক্যালকাটা গল্ফ ক্লাবে দলের প্রধান কোচ এবং বোলিং কোচের সঙ্গে গল্ফ খেলতে দেখা গিয়েছিল। পাক দল যে কলকাতায় থাকাটা বেশ উপভোগ করছে, তা বলাই বাহুল্য। তবে কেনাকাটার মাঝেও কিন্তু অনুশীলন থামছে না। ইডেনে অভিনব প্রস্তুতি সারলেন শাহিন শাহ আফ্রিদিরা।
অফস্টাম্পের ওপর বসানো জলের একটি বোতল। বোলিং কোচ দলের পেসারদের ডেকে বলে দিলেন, এমনভাবে বল করো, যাতে ওই বোতলেই আছড়ে পড়ে বল। টানা বল করে যাও করিডর অফ আনসার্টেনটি-তে।
অনিশ্চয়তার করিডর। ক্রিকেটের বিখ্যাত টার্ম। যার অর্থ, অফস্টাম্পের ওপর এমন একটা জায়গায় বোলিং করো, যাতে ব্যাটসম্যান ধন্দে পড়ে যাবে, কীভাবে খেলা উচিত। সামনের পায়ে। নাকি ব্যাকফুটে। আর সেই দ্বিধার সুযোগ নিয়ে বোলার আক্রমণ শানাবে। ব্যাটসম্যান আচমকা উবলব্ধি করবে যে, হয় বল তার স্টাম্প ভেঙে দিয়েছে। অথবা ব্যাটের কানায় লেগে বল জমা পড়েছে উইকেটকিপার বা স্লিপ কর্ডনের হাতে। একটা সময় অস্ট্রেলিয়ার কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রা ঘণ্টার পর ঘণ্টা করিডর অফ আনসার্টেনটি-তে বল করে যেতে পারতেন।
শুরুতেই যে বোলিং ড্রিলের কথা লেখা হল, তা বুধবার দেখা গেল ইডেন গার্ডেন্সে। নির্দেশ দিলেন মর্নি মর্কেল। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার এখন পাকিস্তানের বোলিং কোচ। আর তাঁর নির্দেশ মেনে টানা অফস্টাম্প লাইনে বোলিং করে গেলেন শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ, হাসান আলি, মহম্মদ ওয়াসিমরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: ঐতিহাসিক ওয়ান ডে ইনিংসেও নেই কোনও ফুটওয়ার্ক? ম্যাক্সওয়েলকে সার্টিফিকেট দিয়ে কী বললেন সচিন?