ODI World Cup 2023: ভারতীয় শিবিরে বিরাট ধাক্কা গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন হার্দিক পাণ্ড্য
Hardik Pandya: গোড়ালির চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হার্দিক পাণ্ড্য।
মুম্বই: আশঙ্কাই সত্যি হল। বাংলাদেশ ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিলেন। সেই চোটের জেরেই বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। তারকা অলরাউন্ডারের বদলে ভারতীয় দলে ডাক পেলেন ফাস্ট বোলার প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna)।
মেগা টুর্নামেন্টের মঞ্চে বেশ ভালই ফর্মে ছিলেন হার্দিক। তবে বাংলাদেশের বিরুদ্ধে ম্য়াচে লিটন দাসের শট বাঁচাতে গিয়ে গোড়ালিতে চোট পান হার্দিক। মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি। আর ফেরেননি। এই চোটের জেরেই বিগত তিন ম্যাচে নিউজ়িল্যান্ড, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁকে খেলতে দেখা যায়নি। পরিবর্তে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে চোট সারানোর কাজ চালাচ্ছিলেন তিনি। আশা করা হচ্ছিল টুর্নামেন্টের পরের দিকে তিনি ফিরবেন। এমনকী ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও আশার আলো দেখিয়েছিলেন।
India's star all-rounder to miss the remainder of #CWC23.
— ICC (@ICC) November 4, 2023
Details 👇https://t.co/oE1Fh9e5hG
শ্রীলঙ্কা ম্যাচের আগে ভারতীয় অধিনায়ক রোহিত বলেন, 'হার্দিকের আপডেট অত্যন্ত ইতিবাচক। ওর সুস্থ হওয়ার প্রক্রিয়া ঠিকঠাকভাবেই এগোচ্ছে। যদিও শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে পারবে না ও। হার্দিকের শারীরিক পরিস্থিতির দিকে আমরা প্রত্যেকদিনই নজর রেখেছি। আশা করছি দ্রুতই ফিরে আসবে ও। এখন এর থেকে বেশি আর কিছু বলা সম্ভব নয়।' তবে রোহিতসহ টিম ইন্ডিয়ার সকল সমর্থকদের আশাহতই হতে হল।
হার্দিকের লিগামেন্টে চোট লেগেছিল। গোটা বিশ্বকাপে আর হার্দিককে খেলতে দেখা যাবে না। তাঁর বদলে ভারতীয় দলের নির্বাচকরা কোনও অলরাউন্ডার নয়, বরং একজন বোলারকেই বেছে নিলেন। তরুণ ফাস্ট বোলার প্রসিদ্ধ বিশ্বকাপের আগেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ়ে খেলেছিলেন। তবে বিশ্বকাপ দলে তাঁর ঠাঁই হয়নি। এবার হার্দিকের চোটের জেরে তিনি সুযোগ পেয়েল গেলেন। প্রসিদ্ধের আন্তর্জাতিক ওয়ান রেকর্ড কিন্তু বেশ ভাল। এখনও পর্যন্ত ১৭টি ম্যাচ খেলে ২৯টি উইকেট নিয়েছেন তিনি। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ঘরোয়া ক্রিকেটে কর্ণাটকের হয়ে মোট পাঁচটি উইকেট নিয়েছেন তিনি। ঘরোয়া ক্রিকেট থেকে এবার সরাসরি মেগা টুূর্নামেন্টেম খেলবেন তিনি। প্রসিদ্ধ টিম ম্য়ানেজমেন্টের ভরসার প্রতি সুবিচার করতের পারেন কি না, সেটাই দেখার বিষয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: ইংল্যান্ডের আত্মসম্মানের লড়াই, সেমিতে পৌঁছতে বদ্ধপরিকর অস্ট্রেলিয়া, আমদাবাদে কে জিতবে?