ODI World Cup 2023: একমাত্র দল হিসাবে এখনও বিশ্বকাপের জন্য ভারতের ভিসা পায়নি পাকিস্তান?
Pakistan Cricket Team গত সপ্তাহেই পাকিস্তানের তরফে ভিসার জন্য আবেদন করা হয়েছিল।
নয়াদিল্লি: আর মাত্র কয়েক সপ্তাহের অপেক্ষা। ৫ অক্টোবর থেকেই শুরু হয়ে যাবে ৫০ ওভারের বিশ্বকাপের আসর (ODI World Cup 2023)। সেই উপলক্ষ্যে পরের সপ্তাহেই দুবাইয়ে উড়ে গিয়ে সেখানে কয়েকদিন অনুশীলন শিবির করার কথা ছিল পাকিস্তান ক্রিকেট দলের (Pakistan Cricket Team)। কিন্তু তেমনটা হচ্ছে না। বাবর আজমরা এখনও নিজেদের ভিসা পাননি। সেই কারণেই এই সফর পিছিয়ে দিতে বাধ্য হয়েছেন তাঁরা।
২৯ সেপ্টেম্বর নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে হায়দরাবাদে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে নামার কথা পাকিস্তানের। তার আগেই দুবাইয়ে দিন দু'য়েকের অনুশীলন শিবির করার কথা ছিল পাকিস্তানের। তবে তেমনটা হয়নি। রিপোর্ট অনুযায়ী পাকিস্তান দল গত সপ্তাহে ভিসার জন্য আবেদন করেছিল। কিন্তু এখনও তারা ভিসা পায়নি। তারাই একমাত্র দল যারা এখনও বিশ্বকাপের জন্য নিজেদের ভিসা পাননি। তবে এই নিয়ে চিন্তার খুব একটা কারণ নেই। পাকিস্তান দল শীঘ্রই নিজেদের ভিসা পেয়ে যাবেন বলেই জানানো হচ্ছে।
বর্তমান পরিস্থিতিতে বাবর আজমের নেতৃত্বাধীন দল বুধবার, ২৭ সেপ্টেম্বর লাহোর থেকে দুবাইয়ে যাওয়ার কথা ভাবছে বলে শোনা যাচ্ছে। সেখান থেকেই তাঁরা হায়দরাবাদে পৌঁছবেন। কিউয়িদের বিরুদ্ধে ম্যাচের পর তাদের পড়শি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান। ৩ অক্টোবর হায়দরাবাদেই সেই ম্যাচটিও আয়োজিত হবে। এই শহরেই বাবরা বিশ্বকাপের নিজেদের প্রথম দুই ম্যাচও খেলবেন।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৬ অক্টোবর নিজেদের প্রথম বিশ্বকাপের ম্যাচে মাঠে নামবে পাকিস্তান। ১০ অক্টোবর শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবেন তাঁরা। এরপরেই ১৪ সেপ্টেম্বর মহাদ্বৈরথ। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। এছাড়া বেঙ্গালুরু, চেন্নাই এবং কলকাতায় পাকিস্তান নিজেদের বাকি ম্যাচ খেলবে পাকিস্তান দল।
প্রসঙ্গত, বিশ্বকাপের আগে পাকিস্তান ইতিমধ্যেই বড় রকমের ধাক্কা খেয়েছে। ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন নাসিম শাহ (Naseem Shah)। ফলে বিশ্বকাপে পাকিস্তানের পেস বোলিং আক্রমণের ঝাঁঝ কমল বৈকি! নাসিমের পরিবর্তে হাসান আলিকে দলে নিয়েছে পাকিস্তান।
পাকিস্তানের বিশ্বকাপ দল:
ফখর জামান, ইমাম উল হক, আবদুল্লা শফিক, বাবর আজ়ম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সউল শাকিল, ইফতিকার আমেদ, আঘা সলমান, শাদাব খান, উসামা মীর, মহম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ, মহম্মদ ওয়াসিম জুনিয়র ও হাসান আলি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: 'দলের ভারসাম্যটাই আসল', একাদশে নিয়মিত সুযোগ না পেলেও হতাশ নন শামি