ODI World Cup 2023: মেগা ফাইনালের আগে আমদাবাদ পৌঁছে গেলেন সচিন তেন্ডুলকর
IND vs AUS: আজকের বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখতে গ্যালারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিত থাকার কথা।
আমদাবাদ: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেতাবি লড়াইয়ে মাঠে নামবে ভারত ও অস্ট্রেলিয়া (IND vs AUS)। এই ম্যাচ দেখতে স্টেডিয়ামে একগুচ্ছ তারকাদের উপস্থিত হওয়ার কথা। সেই উদ্দেশ্যেই ম্যাচের আগে আমদাবাদে পৌঁছে গেলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)।
আমদাবাদে পৌঁছনোর পর বিমানবন্দরে রিপোর্টদের সামনে তেন্ডুলকর জানান তিনি ভারতীয় দলকে শুভকামনা জানাতে এসেছেন। তিনি বলেন, 'আমি এখানে শুভেচ্ছা জানাতে এসেছি। আশা করছি আমরা আজ খেতাবটা জিতব। আজকের জন্য সবাই অপেক্ষা করে ছিলাম।'
#WATCH | Former Indian cricketer Sachin Tendulkar says "I have come here to extend my good wishes. Hopefully, we will lift the trophy today. Everyone was waiting for this day..." pic.twitter.com/XYHliO843n
— ANI (@ANI) November 19, 2023
সচিনের পাশাপাশি আজ সমস্ত প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ককেও মাঠে থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে। বিশেষ ব্লেজ়ার উপহার দেওয়া হবে তাঁদের। বিভিন্ন মহলের একগুচ্ছ তারকারা এই ম্যাচ দেখতে মাঠে উপস্থিত থাকতে চলেছেন। আজ বিকেলে আমদাবাদে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। স্টেডিয়ামে বসে ম্যাচ দেখবেন অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী।
আমদাবাদে পৌঁছে গিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। নরেন্দ্র মোদি স্টেডিয়ামের বাইরে উন্মাদনা তুঙ্গে। ফাইনাল উপলক্ষে দিল্লি থেকে আমদাবাদ বিশেষ ট্রেন চালাচ্ছে ভারতীয় রেল। আমদাবাদে বিশ্বকাপ ফাইনালের আঁচ কলকাতাতেও। বিভিন্ন ক্লাবে উদ্যাপনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে সকাল থেকেই। ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ের জন্য বিশ্বকাপ জিততে আগ্রহী ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা।
ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন, 'দলের ক্রিকেটারদের মধ্যে স্বচ্ছতা আনতে বিশাল ভূমিকা নিয়েছেন রাহুল দ্রাবিড়। ২০২৩-এর বিশ্বকাপে টানা ১০ ম্যাচে জিতেছে ভারত। তৃতীয়বারের জন্য খেতাব জেতার লক্ষ্যে কাল নামবে। ওঁর বিশাল ভূমিকা রয়েছে। স্বচ্ছতা রয়েছে, যার কথা আমি বারবার উল্লেখ করি। কিন্তু হয়তো ধরুন, আমি কিছু একটা ভাবছি, কিন্তু কোচ তাতে রাজি হচ্ছেন না। আপনারা জানেন, রাহুল ভাই কীভাবে ক্রিকেট খেলেছেন এবং আমি কীভাবে খেলি। অবশ্যই পুরো বিষয়টা ভিন্ন মেরুর। অথচ, এই পরিস্থিতিতেও উনি আমাদের যে স্বাধীনতাটা দিয়েছেন বা বলা ভাল আমরা যেভাবে খেলতে চাই সেভাবে খেলার স্বাধীনতা দিয়েছেন, সেটাই ওঁর সম্বন্ধে অনেক কিছু বলে দেয়। ওঁর জন্য খেতাব জেতা উচিত দলের।"
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y
আরও পড়ুন: শর্ট বল চ্যালেঞ্জ অতিক্রম করে বিশ্বরেকর্ড গড়ার যাত্রা, ভারতীয় মিডল অর্ডারের স্তম্ভ শ্রেয়স আইয়ার