ODI World Cup 2023: চরমে সংঘাত! তামিমকে দলে নিলে অধিনায়কত্ব ছাড়তে উদ্যত শাকিব?
Bangladesh Cricket Team: ইতিমধ্যেই বিসিবি সভাপতির বাড়িতে গিয়ে তাঁকে শাকিব নিজের সিদ্ধান্তের কথা জানিয়েও এসেছেন বলে খবর।
ঢাকা: বিশ্বকাপের আগেই বাংলাদেশ ক্রিকেটে (Bangladesh Cricket Team) চরমে সংঘাত! এশিয়া কাপের আগেই বাংলাদেশের ওয়ান ডে দলের অধিনায়কত্বের দায়িত্ব পান শাকিব আল হাসান (Shakib Al Hasan)। তাঁকেই বিশ্বকাপ দলেরও অধিনায়ক করে প্রাথমিক ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ। তবে বিশ্বকাপের আগেই শাকিব অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াতে পারেন।
বাংলাদেশের ইতিহাসের সম্ভবত দুই সেরা ক্রিকেটার শাকিব আল হাসান ও তামিম ইকবালের (Tamim Iqbal) মধ্যেকার ঠাণ্ডা লড়াইয়ের বিষয়ে সকলেই অবগত। বিশ্বকাপে শাকিবের বাংলাদেশ দলকে নেতৃত্ব দিতে না চাওয়ার কারণও নাকি এটাই। এক রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে শাকিব ইতিমধ্যেই নিজের ইচ্ছার কথা ব্যক্ত করেছেন। বিসিবি সভাপতি নাজমুল হোসেন শান্তকে নিজের এই সিদ্ধান্তের কথা জানাতেই নাকি শাকিব তাঁর বাসভবনে দেখাও করেছিলেন। সেই বৈঠকে বাংলাদেশের প্রধান কোচ চণ্ডিকা হাতুরুসিংহও উপস্থিত ছিলেন বলে খবর।
আরেক রিপোর্টে দাবি করা হচ্ছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বিশ্বকাপের দলে তামিম নিতে আহগ্রী। এই সিদ্ধান্ত শাকিবের একেবারেই মনঃপুত হয়নি বলে দাবি করা হচ্ছে। তারকা অলরাউন্ডার বিশ্বকাপে নিজের দলে সম্পূর্ণ ফিট নন এমন কোনও খেলোয়াড়কে চান না বলেও নাকি জানিয়েছেন। এখানেই শেষ নয়, তামিমকে দলে নির্বাচিত করা হলে শাকিব বিশ্বকাপে না খেলারও আভাস পর্যন্ত দিয়ে রেখেছেন বলে রিপোর্টে দাবি করা হচ্ছে।
তামিম ইকবাল সকলকে খানিকটা চমকে দিয়েই জুলাই মাসে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে অবসর ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই তিনি সিদ্ধান্ত বদল করেন। তবে এশিয়া কাপের আগেই তিনি দলের নেতৃত্ব ছাড়েন। খেলেননি টুর্নামেন্টে। দীর্ঘদিন ধরেই পিঠের চোটের কারণে আন্তর্জাতিক ক্রিকেট আঙিনার বাইরে রয়েছেন তিনি। জুলাই মাসের পর থেকে তিনি কোনও ম্যাচই খেলেননি।
তবে বিশ্বকাপের সময় তিনি ফিরবেন বলেই বাংলাদেশ অনুরাগীরা আশা করছেন। অবশ্য রিপোর্ট যদি সত্যি হয়, তাহলে তামিমের বিশ্বকাপ খেলা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্নচিহ্ন রয়েছে। গোটা ঘটনার পিছনেই তাঁর ও শাকিবের মতবিরোধ রয়েছে বলে অনেকের ধারণা। বিসিবি দলের দুই মহাতারকার এই বিবাদ কীভাবে সামাল দেয় এখন সেটাই দেখার বিষয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: বাঁধা রয়েছে হাত, মুখ, অপহরণকারীদের পাল্লায় কপিল দেব?