CWC 2023 Warm Up Match Schedule: ঘোষিত হল বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি, কাদের বিরুদ্ধে খেলবেন রোহিতরা?
CWC 2023: ভারতের তিনটি শহর, গুয়াহাটি, হায়দরাবাগা ও তিরুঅনন্তপুরমে আয়োজিত হবে এই ম্যাচগুলি।
দুবাই: ৫ অক্টোবর ইংল্যান্ড-নিউজ়িল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে ৫০ ওভারের বিশ্বকাপের আসর (ICC World Cup 2023)। ভারতে আয়োজিত বিশ্বকাপ ঘিরে ইতিমধ্যেই সাজ সাজ রব। শুরু হয়ে গিয়েছে দল গোছানোর কাজও। এরই মাঝে আইসিসির তরফে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলির (ODI World Cup 2023 Warm-up Schedule) দিনক্ষণ ঘোষণা করে দিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি (ICC)।
২৯ সেপ্টেম্বর থেকে বিশ্বকাপে অংশগ্রহণকারী ১০টি দল নিজেদের প্রস্তুতি পর্বের ম্যাচগুলি খেলবে। সেই ম্যাচগুলি চলবে ৩ অক্টোবর পর্যন্ত। ভারতের তিনটি শহর, গুয়াহাটি, হায়দরাবাগা ও তিরুঅনন্তপুরমে আয়োজিত হবে এই ম্যাচগুলি। এই ম্যাচগুলি সবকয়টি দলকেই বিশ্বকাপের আগে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার সুযোগ দেবে, পাশাপাশি পরিবেশ, পরিস্থিতি বুঝতেও তাদের মদত করবে। প্রতিটি দলই দুইটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে।
ভারতীয় দল (Indian Cricket Team) গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রস্তুতি পর্বের ম্যাচ খেলবে। এই ম্যাচ দুইটি যথাক্রমে ৩০ সেপ্টেম্বর গুয়াহাটি ও ৩ অক্টোবর তিরুঅনন্তপুরমে আয়োজিত হবে। সবকয়টি ম্যাচই ভারতীয় সময় অনুযায়ী দুপুর দু'টো থেকে শুরু হবে। যেহেতু এইগুলি প্রস্তুতি পর্বের ম্যাচ তাই দলের সকল খেলোয়াড়ই এই ম্যাচগুলিতে অংশগ্রহণ করতে পারবে।
🔟 mouth-watering clashes 🤩
— ICC (@ICC) August 23, 2023
The schedule for the #CWC23 warm-up fixtures has been released!
More 👉 https://t.co/KdlrmlIelR pic.twitter.com/BVKcH8erWx
প্রসঙ্গত, আইপিএলের সফলতম কোচ চেন্নাই সুপার কিংসের স্টিফেন ফ্লেমিং। ভারতের পরিবেশ, পরিস্থিতি সম্পর্কে আইপিএলের সুবাদে তাঁর বিস্তর জ্ঞান। এবারের আইপিএলেও তাঁর তত্ত্বাবধানে চেন্নাই সুুপার কিংস রেকর্ড পঞ্চম আইপিএল খেতাব নিজেদের নামে করেছিল। সেই অভিজ্ঞতাকেই কাজে লাগাতে আগ্রহী নিউজ়িল্যান্ড ক্রিকেট বোর্ড। সেই লক্ষ্যেই ফ্লেমিংকে নিজেদের কোচিং স্টাফে যুক্ত করল ব্ল্য়াক ক্যাপস। উজ়িল্যান্ডের কোচিং দলে যোগ দিলেন স্টিফেন ফ্লেমিং ও জেমস ফস্টার। সেই সঙ্গে কিউয়ি দলে যোগ দিচ্ছেন ইংল্যান্ডের প্রাক্তন তারকা ইয়ান বেল ও পাকিস্তানের কিংবদন্তি সাকলিন মুস্তাক। দেশের বাইরে আগামী চার মাস তাঁরা ব্ল্যাক ক্যাপস শিবিরে থাকবেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: প্রথমবার টি-টোয়েন্টিতে দেশকে নেতৃত্ব দিতেই সিরিজ় জয়, অধিনায়কত্বের অভিজ্ঞতা ভাগ করে নিলেন বুমরা