ODI World Cup: ইডেনে শুক্রবার আসছে বিশ্বকাপের ট্রফি, বাড়তি আকর্ষণ আতসবাজি ও আলোর খেলা
Eden Gardens: শুক্রবার কলকাতায় আসছে ওয়ান ডে বিশ্বকাপের (ICC ODI World Cup) ট্রফি। সন্ধ্যায় যা প্রদর্শিত হবে ইডেন গার্ডেন্সে।
কলকাতা: শুক্রবার কলকাতায় আসছে ওয়ান ডে বিশ্বকাপের (ICC ODI World Cup) ট্রফি। সন্ধ্যায় যা প্রদর্শিত হবে ইডেন গার্ডেন্সে (Eden Gardens)। অনুষ্ঠানের আকর্ষণ বাড়াবে আতসবাজির প্রদর্শনী ও আলোর রোশনাই। সঙ্গে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা পড়ে শোনাবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।
সিএবি-র (CAB) তরফ থেকে বিভিন্ন খেলার এক ঝাঁক তারকাকে আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতীয় টেনিসের কিংবদন্তি লিয়েন্ডার পেজ় থেকে শুরু করে ফুটবলার বাইচুং ভুটিয়া, সুনীল ছেত্রী - আমন্ত্রিত তারকাদের তালিকা বেশ লম্বা। তবে বৃহস্পতিবার সিএবি থেকে জানা গেল, আসার ব্যাপারে এখনও নিশ্চয়তা দেননি কেউই। ফলে বিশ্বকাপের ট্রফি প্রদর্শনী অনুষ্ঠানে কতটা চাঁদের হাট বসবে, তা নিয়ে প্রশ্ন থাকছে।
তবে সেই খামতি দূর করতে তৎপর সিএবি। শুক্রবার সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে বিশ্বকাপ ট্রফি প্রদর্শনীতে আতসবাজির রোশনাই দেখানো হবে। সেই সঙ্গে থাকবে লেজার শো। রাতের আকাশে মায়াবী আলোর খেলা। মাঠের ধারে ক্লাব হাউস লাগোয়া অংশে মঞ্চ প্রস্তুত করা হচ্ছে। সেই মঞ্চে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য়ে আনা হবে বিশ্বকাপের ট্রফিটি। তারপরই শুরু হবে আলো ও বাজির খেলা।
মঞ্চে থাকবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসতে পারবেন না বলে জানিয়েছেন। তবে তিনি শুভেচ্ছাবার্তা পাঠাবেন। তাঁর প্রতিনিধি হিসাবে সেই বার্তা পড়ে শোনাবেন অরূপ। থাকবেন রাজ্যের ক্রীড়া দফতরের প্রতিমন্ত্রী তথা বাংলার ক্রিকেটার মনোজ তিওয়ারি। বৃহস্পতিবার যিনি ক্রিকেটার ও মেন্টর হিসাবে সই করলেন বড়িশা স্পোর্টিং ক্লাবের হয়ে। সিএবি সূত্রে খবর, থাকবেন ঝুলন গোস্বামীও।
সৌরভ গঙ্গোপাধ্যায় শহরে নেই। মেয়ে সানার সমাবর্তন অনুষ্ঠানে হাজির থাকতে তিনি এখন সস্ত্রীক লন্ডনে। বুধবারই হয়েছে সেই অনুষ্ঠান। এরপর মুখ্যমন্ত্রীর সঙ্গে স্পেনে যাওয়ার কথা তাঁর। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে কলকাতায় ফিরবেন সৌরভ। তাই ট্রফির প্রদর্শনীতে বা তার পরের দিন, শনিবার সিএবি-র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি থাকছেন না।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র ওপেনে আলাকারাজ়ের ম্যাচ দেখতে দর্শকাসনে হাজির ধোনি
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন