Pakistan vs England 1st Test: সহবাগ, সচিনদের তালিকায় নাম লেখালেন শান-শফিক, পাকিস্তানের বিরুদ্ধে চাপে ইংল্যান্ড
Shan Masood Abdullah Shafique Century: মুলতানে সেঞ্চুরি করে সহবাগ, সচিনদের তালিকায় নাম তুললেন পাকিস্তানের ওপেনার আবদুল্লা শফিক ও অধিনায়ক শান মাসুদ।

মুলতান: এই মাঠে তাঁর বিধ্বংসী ইনিংস এখনও পাকিস্তান ক্রিকেটের দুঃস্বপ্ন হয়ে রয়েছে। পাক বোলিংকে ধ্বংস করে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন এই মাঠেই। বীরেন্দ্র সহবাগের নামকরণই হয়ে গিয়েছিল মূলতান কী সুলতান।
সচিন তেন্ডুলকরের অপরাজিত ১৯৪ রানের ইনিংস রয়েছে এই মাঠে। সেই মুলতানে সেঞ্চুরি করে সহবাগ, সচিনদের তালিকায় নাম তুললেন পাকিস্তানের ওপেনার আবদুল্লা শফিক ও অধিনায়ক শান মাসুদ। দুই ব্যাটারের সেঞ্চুরির সুবাদে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভাল জায়গায় পাকিস্তান। প্রথম দিনের শেষে ৮৬ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ৩২৮/৪। ওভার প্রতি প্রায় ৪ রান করে রেখে রান তুলেছে পাকিস্তান।
আরও পড়ুন: পুজোর শুরুতেই মন খারাপের খবর, অবসর ঘোষণা জিমন্যাস্টিক্সের ছবি পাল্টে দেওয়া বাঙালি কন্যার
পাকিস্তান ক্রিকেট টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। ঘরের মাঠে বাংলাদেশের কাছে টেস্ট সিরিজ়ে ০-২ ব্যবধানে পরাজয়ের লজ্জা হজম করতে হয়েছিল শান মাসুদদের। তারই মাঝে সীমিত ওভারের ক্রিকেট দল থেকে নেতৃত্ব ছেড়েছেন বাবর আজম। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের শুরু থেকেই সেই সমালোচনার জবাব দিতে শুরু করেছেন পাকিস্তানের ক্রিকেটারেরা। আগ্রাসী ব্যাটিংয়ের সুবাদে মুলতানের ২২ গজে প্রথম দিন পাকিস্তান তুলেছে ৪ উইকেটে ৩২৮ রান। ওপেনার আবদুল্লা শফিক এবং অধিনায়ক মাসুদ সেঞ্চুরি করেছেন। মাসুদ এর আগের টেস্ট সেঞ্চুরি করেছিলেন চার বছর আগে, ২০২০ সালে। ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধেই খেলেছিলেন ১৫৬ রানের সেই ইনিংস। এদিনই টেস্ট ক্রিকেটে ২০০০ রানের মাইলফলক স্পর্শ করেন মাসুদ।পাকিস্তানের আগ্রাসী ব্যাটিংয়ে প্রথম দিনের শেষে চাপে ইংল্যান্ড।
A place on the Multan Cricket Stadium honours board for @imabd28 🌟#PAKvENG | #TestAtHome pic.twitter.com/ThtJ2haPkW
— Pakistan Cricket (@TheRealPCB) October 7, 2024
তবে পাক ওপেনার সাইম আয়ুব (৪) রান পাননি। ভাল শুরু করে আরও একবার বড় রান পেলেন না প্রাক্তন অধিনায়ক বাবর আজ়মও। ৩০ রান করে ফেরেন তিনি। দিনের শেষে ক্রিজে রয়েছেন সাউদ শাকিল (অপরাজিত ৩৫ রান) এবং নাসিম শাহ (অপরাজিত শূন্য রান)।
আরও পড়ুন: পুজোর মুখে বড় ধাক্কা খেল মোহনবাগান, বাতিল হয়ে গেল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ থেকে
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
