Pakistan vs England: সিরিজ জয়ের দিন লাইভ সম্প্রচারের সময় দলের অধিনায়ককে অপমান করে বসলেন পাকিস্তানের প্রাক্তনী
Ramiz Raja: শনিবারই ইংল্যান্ডকে হারিয়ে টেস্ট সিরিজ জিতেছে পাকিস্তান। তারপরই সম্প্রচারকারী চ্যানেলে একটি চ্যাট শো চলছিল। সেখানে অতিথি ছিলেন শান মাসুদ।
করাচি: ইংল্যান্ডকে হারিয়ে স্মরণীয় টেস্ট সিরিজ জিতেছে পাকিস্তান। আর সেই খুশির মুহূর্তে নিজের দেশের অধিনায়ককে অপমান করে বসলেন পাকিস্তানের প্রাক্তন তারকা রামিজ রাজা। তাও সরাসরি সম্প্রচারের সময়।
পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন নির্বাচক রামিজ রাজা (Ramiz Raja)। তাঁর আমলে এমন কিছু চোখে পড়ার মতো পারফরম্যান্স করতে পারেনি পাকিস্তান। জিততে পারেনি কোনও আইসিসি ট্রফি। রামিজ রাজা বরাবরই বিতর্কিত চরিত্র। একাধিকবার বিতর্কে জড়িয়েছেন।
শনিবারই ইংল্যান্ডকে হারিয়ে টেস্ট সিরিজ জিতেছে পাকিস্তান। তারপরই সম্প্রচারকারী চ্যানেলে একটি চ্যাট শো চলছিল। সেখানে অতিথি ছিলেন শান মাসুদ। সেখানেই পাকিস্তানের বর্তমান অধিনায়ককে ছোট করলেন রামিজ। লাইভ সম্প্রচার চলাকালীন তাঁর সাক্ষাৎকার নিতে নিতেই তাঁকে অপমানজনক কথা বললেন রামিজ।
কী বলেছেন রামিজ? নিজেদের বড় করে দেখাতেই শান মাসুদকে অযথা অপমান করলেন টেলিভিশন চ্যানেলে। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় দিনে রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৬ রানের। অধিনায়ক শান মাসুদ নিজে অপরাজিত থেকেই ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন।
এরপরই স্টুডিওতে তাঁকে পাশে বসিয়ে রামিজ রাজা বলেন, 'এমন সিরিজ জয় একবার দেখতে পেয়েছেন, ভবিষ্যৎে আর দেখতে পাবেন না, এমন নয় তো?' এরপরই শান মাসুদকে কটাক্ষের সুরে বলেন, 'টানা ছয় ম্যাচ হেরেছিলে তোমরা। কী করে পেরেছিলে?'
While everyone celebrates Pakistan's incredible comeback to win the series against England, Ramiz Raja chooses to taunt the national captain on official broadcast. There was no need to bring such negativity when Pakistan deserved all praise.pic.twitter.com/Px04020LoO
— Faizan Lakhani (@faizanlakhani) October 26, 2024
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় টেস্টে টস জিতে শুরুতে ব্যাট করে ইংল্যান্ড। তারা প্রথম ইনিংসে ২৬৭ রান তোলে। পাকিস্তানের হয়ে প্রথম ইনিংসে ১২৮ রানে ৬ উইকেট নেন সাজিদ খান। ৮৮ রানে ৩টি উইকেট নেন নোমান আলির।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান একসময় তাদের প্রথম ইনিংসে ১৭৭ রানে ৭ উইকেট হারিয়ে বসে। তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে তোলে ৩৪৪ রান। সউদ শাকিল ১৩৪, সাজিদ খান অপরাজিত ৪৮ ও নোমান আলি ৪৫ রান করেন। ইংল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে ৬৬ রানে ৪টি উইকেট নেন রেহান আমেদ। দ্বিতীয় ইনিংসে মাত্র ১১২ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ড। জবাবে মাত্র ১ উইকেট হারিয়ে ৩৭ রান তুলে ম্যাচ জিতে নেয় পাকিস্তান।
আরও পড়ুন: ঘরের মাঠে নিজেদের অস্ত্রে নিজেরাই ঘায়েল টিম ইন্ডিয়া? প্রশ্ন তুলছেন কিংবদন্তি ক্রিকেটার