Sourav Ganguly: ঘরের মাঠে নিজেদের অস্ত্রে নিজেরাই ঘায়েল টিম ইন্ডিয়া? প্রশ্ন তুলছেন কিংবদন্তি ক্রিকেটার
India vs NZ: কেন স্পিনের বিরুদ্ধে ভারতীয় ব্যাটিংয়ের এই হাল? কেন ফের প্রতিপক্ষকে স্পিন অস্ত্রে ঘায়েল করতে গিয়ে নিজেদের কৌশল ফিরে এল ব্যুমেরাং হয়ে?
সন্দীপ সরকার, কলকাতা: দুরন্ত ঘূর্ণি, এই লেগেছে পাক, এই দুনিয়া ঘোরে বনবন বনবন বনবন বনবন...
হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে বিখ্যাত সেই গান। উপমহাদেশের বাইরের দল খেলতে এলেই যুগ যুগ ধরে ভারতীয় ক্রিকেটের সাফল্যের সবচেয়ে জোরাল মন্ত্র। ঘূর্ণি পিচ বানাও, প্রথমে ব্যাট করে অন্তত চারশো রান চাপিয়ে দাও প্রতিপক্ষের ওপর। তারপর এগিয়ে দাও স্পিনারদের। বল ঘুরবে, লাফাবে, নীচু হবে। আর ত্রাহি ত্রাহি রব তুলবে বিপক্ষ শিবির। স্পিন-জালে বিপক্ষকে ঘায়েল করে ম্যাচ জেতো - দেশের মাটিতে টেস্টে এটাই ভারতীয় ক্রিকেটের জনপ্রিয়তম ধারণা।
কিন্তু স্পিন খেলতে গিয়ে নিজেদের ব্যাটাররাই যদি কেঁপে যায়? স্পিন নির্বিষ করার দুই জাদুকাঠি - স্যুইপ ও রিভার্স স্যুইপ যদি নিজেদের ব্যাটরেদরই আয়ত্তে না থাকে?
তা হলে দেশের মাঠেও লজ্জা ধেয়ে আসে। যেমন এসেছিল ২০১২ সালে। ইংল্যান্ডের দুই স্পিনার - গ্রেম সোয়ান ও মন্টি পানেসর ঘূর্ণিতে ঘায়েল করে গিয়েছিলেন ভারতকে। টেস্ট সিরিজ জিতেছিল ইংল্যান্ড।
ফের সেই লজ্জা ধাওয়া করল ভারতীয় ক্রিকেটকে। এবার ঘাতক নিউজ়িল্যান্ড (India vs New Zealand)। যারা সদ্য শ্রীলঙ্কা থেকে টেস্ট সিরিজ হেরে ফিরেছে। শ্রীলঙ্কার বিপর্যয়ের দায় নিয়ে নেতৃত্ব ছেড়েছেন টিম সাউদি। ভারত সফরে টেস্টে দলকে নেতৃত্ব দিচ্ছেন টম ল্যাথাম। পুণেতে দ্বিতীয় টেস্টে কিউয়ি স্পিনারদের জালেই জব্দ হল ভারতীয় ব্যাটিং। বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার দুই ইনিংস মিলিয়ে নিলেন ১৩ উইকেট। দুই ইনিংসে ভারতের ২০ উইকেটের মধ্যে ১৯টিই নিলেন স্পিনাররা।
কেন স্পিনের বিরুদ্ধে ভারতীয় ব্যাটিংয়ের এই হাল? কেন ফের প্রতিপক্ষকে স্পিন অস্ত্রে ঘায়েল করতে গিয়ে নিজেদের কৌশল ফিরে এল ব্যুমেরাং হয়ে?
প্রশ্নগুলো করা হল যাঁকে, স্পিন খেলার ব্যাপারে তাঁর বেশ নামডাক ছিল। বাঁহাতি স্পিনারকে স্টেপ আউট করে মাঠের বাইরে ফেলা ছিল তাঁর সবচেয়ে দর্শনীয় শট। সেই সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) শনিবার বিকেলে এসেছিলেন সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে। যেখানে রঞ্জি ট্রফির ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলা ও কেরল। ঘূর্ণিঝড় দানার প্রকোপে মাঠ ভিজে থাকায় শনিবার ম্যাচের প্রথম দিন খেলা হয়নি। সৌরভ এসেছিলেন বাংলার ক্রিকেটারদের উৎসাহ দিতে।
মাঠ ছেড়ে বেরনোর মুখে এবিপি আনন্দের প্রশ্ন শুনে জাতীয় দলের কিংবদন্তি অধিনায়ক বললেন, 'সেই কারণেই ভাল পিচে খেলা উচিত। আমি সব সময় বিশ্বাস করি ভাল পিচে ম্যাচ হওয়া উচিত।'
আগেও সৌরভ বারবার বলেছেন, ভারতের যা বোলিং আক্রমণ, পেসও যেভাবে এখন শক্তিতে পরিণত হয়েছে, তাতে স্পোর্টিং পিচে খেলা দরকার। ঘূর্ণি পিচ বানিয়ে প্রতিপক্ষের পরীক্ষা নিতে গিয়ে ফের বেআব্রু হতে হল ভারতীয় ব্যাটিংকে। ফের একবার ভাল পিচের প্রয়োজনীয়তা নিয়ে সরব হলেন সৌরভও।
আরও পড়ুন: বাবা হাসপাতালে, দলের স্বার্থে মাঠে বাংলার অধিনায়ক, 'দানা'র ঝাপ্টায় রঞ্জি ম্যাচের প্রথম দিন পণ্ড