INDW vs AUSW: ফিবি-হিলির ঐতিহাসিক পার্টনারশিপে ভর করে তৃতীয় ওয়ান ডেতে ভারতকে ১৯০ রানে হারাল অস্ট্রেলিয়া
India Women vs Australia Women: ভারতীয় দলকে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়ে ৩-০ হারাল অ্যালিসা হিলির নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দল।
মুম্বই: ভারতীয় মহিলা দলের বিরুদ্ধে প্রথম দুই ওয়ান ডে ম্যাচ জিতে আগেই সিরিজ় নিজেদের নামে করে ফেলেছিল অস্ট্রেলিয়া। সিরিজ়ের অন্তিম ম্যাচেও হরমনপ্রীত কৌরদের (Harmanpreet Kaur) ১৯০ রানে কার্যত পর্যুদস্ত করে ৩-০ সিরিজ় (INDW vs AUSW) জিতলেন অ্যালিসা হিলিরা (Alyssa Healy)। অস্ট্রেলিয়ার ৩৩৮ রানের জবাবে ১৫০ রানের গণ্ডিও পার করতে পারল না ভারতীয় মহিলা দল। মাত্র ১৪৮ রানেই শেষ হয়ে গেল ভারতীয় দলের ব্যাটিং ইনিংস।
অস্ট্রেলিয়ার দুরন্ত জয়ের ভিত গড়েন দলের দুই ওপেনার অ্যালিসা হিলি এবং ফিবি লিচফিল্ড (Phoebe Litchfield)। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজ়ি অধিনায়ক হিলি। তিনি ও ফিবি দলের হয়ে শুরুটা দুরন্তভাবে করেন। ১৮৯ রানের পার্টনারশিপ গড়েন দুইজনে। মহিলাদের ওয়ান ডে ক্রিকেটে এটাই ভারতের বিরুদ্ধে সর্বকালের সর্বোচ্চ রানের পার্টনারশিপ। ৮২ রানে আউট হয়ে হিলি শতরান হাতছাড়া করলেও, তাঁর ওপেনিং পার্টনার ফিবি কিন্তু তেমনটা করেননি।
Australia complete a 3-0 whitewash with a dominating win over India in the third and final ODI 👊#INDvAUS 📝: https://t.co/25kOaORNSC pic.twitter.com/ZdH4JNUFyK
— ICC (@ICC) January 2, 2024
১২৫ বলে ১১৯ রানের দুরন্ত ইনিংস খেলেন ফিবি। অনবদ্য ওপেনিং পার্টনারশিপের পর ভারতীয় দল ম্যাচে ফেরার চেষ্টা করে বটে। ৩৭ রানের বিনিময়ে চার উইকেট তুলে নেন ভারতীয় বোলাররা। তিন উইকেট নিয়ে অস্ট্রেলিয়ান মিডল অর্ডারকে শ্রেয়াঙ্কা পাতিল খানিক চাপে ফেলেন বটে। তিন উইকেট নেন তিনি। তবে ৩০০ রানের গণ্ডি পার করতে তেমন সমস্যা হয়নি অজ়িদের। নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটের বিনিমে ৩৩৮ রানে তাঁরা নিজেদের ইনিংস শেষ করে।
জবাবে ব্যাট করতে নেমে কোনও ভারতীয় ব্যাটার ৩০ রানের গণ্ডিও পার করতে পারেননি। স্মৃতি মান্ধানা ম্যাচে ভারতের হয়ে সর্বাধিক ২৯ রানের ইনিংস খেলেন। শতরানের গণ্ডি পার করার আগেই আধা ভারতীয় দল সাজঘরে ফিরে যায়। প্রমোশন পেয়ে তিনে নামা রিচা ঘোষ ১৯ রানে ফেরেন। অধিনায়ক হরমনপ্রীতের সংগ্রহ মাত্র তিন রান। দীপ্তি শর্মা শেষের দিকে ২৫ রানের ইনিংসে খানিক লড়াই করেন বটে। তবে তিনি টিকে থাকলেও, অপরদিক থেকে পরপর উইকেট পড়তে থাকে। ১৫০ রান করার আগেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: সুযোগ পাবেন মুকেশ? কেপ টাউনে কেমন হবে ভারতীয় একাদশ? জবাব দিলেন অধিনায়ক রোহিত