Dewald Brevis: টানা দু ম্য়াচে অর্ধশতরান, অজিদের বিরুদ্ধে এই নতুন রেকর্ডের মালিক 'বেবি এবি'
SA vs AUS: কুড়ির ফর্ম্যাটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্রুততম অর্ধশতরান হাঁকানো ব্য়াটার এখন ডেওয়াল্ড ব্রেভিসই। আগের ম্য়াচেই ২৫ বলে অর্ধশতরান করেছিলেন।

সিডনি: রেকর্ড গড়লেন বেবি এবি। হ্য়াঁ, প্রোটিয়া ক্রিকেটে যাঁকে বেবি এবি বলা হয়, সেই ডেওয়াল্ড ব্রেভিসই (Dewald Brevis) এবার নতুন রেকর্ডের মালিক হয়ে গেলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে এই মুহূর্তে অস্ট্রেলিয়া। সেই সিরিজে টানা ২ ম্য়াচে দুটো অর্ধশতরান হাঁকালেন ব্রেভিস। তৃতীয় টি-টোয়েন্টিতে তিনি ২৬ বলে ৫৩ রানের ইনিংস খেলেন।
কাইর্নসে আয়োজিত এই ম্য়াচে মাত্র ২২ বলে নিজের অর্ধশতরান পূরণ করেছিলেন ব্রেভিস। কুড়ির ফর্ম্যাটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্রুততম অর্ধশতরান হাঁকানো ব্য়াটার এখন ডেওয়াল্ড ব্রেভিসই। আগের ম্য়াচেই ২৫ বলে অর্ধশতরান করেছিলেন। নিজেই নিজের রেকর্ড টপকে গেলেন ডানহাতি ব্যাটার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কুড়ির ফর্ম্য়াটে সবচেয়ে কম বলে অর্ধশতরান হাঁকানোর রেকর্ড এখনও পর্যন্ত রোহিত শর্মার দখলে। তিনি গত বছর ১৯ বলে অর্ধশতরান পূরণ করেছিলেন অজিদের বিরুদ্ধে।
তালিকায় দ্বিতীয় স্থানেই রয়েছেন ভারতের প্রাক্তন বিশ্বজয়ী অলরাউন্ডার যুবরাজ সিংহ। তিনি ২০ বলে অর্ধশতরান পূরণ করেছিলেন অজিদের বিরুদ্ধে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ডারবানে। কায়রন পোলার্ডও ২০ বলে অর্ধশতরান পূরণ করেছিলেন। ২২ বলে অর্ধশতরান পূরণ করেছিলেন জস বাটলার। ক্রিস গেল, রবি বোপারা ও ইভিন লুইস তিন জনও রয়েছেন এই তালিকায়।
একফ্রেমে ধোনি ও গম্ভীর
ধোনি এবং গৌতম গম্ভীরের সম্পর্কের বরফ কি গলল? দুজনকে একসঙ্গে দেখা গেল একটু অনুষ্ঠানে। সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। খবরটি চমকপ্রদ, কারণ গৌতম গম্ভীরের কিছু পুরনো বক্তব্য এমনভাবে পেশ করা হয়েছে যেন তিনি ধোনির বিরোধিতা করছেন। কোথায় ফের একসঙ্গে দেখা গেল দুজনকে?
গৌতম গম্ভীরের সঙ্গে ধোনি এবং রোহিত শর্মাও একটি হাই-প্রোফাইল বিবাহ অনুষ্ঠানে পৌঁছেছিলেন। এই বিবাহ অনুষ্ঠানটি ছিল গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংঘভির ভাই উৎকর্ষ সাংঘভির, যেখানে অনেক নামী ব্যক্তি উপস্থিত ছিলেন, তবে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে এমএস ধোনি এবং গৌতম গম্ভীরকে নিয়ে। গৌতম গম্ভীর তাঁর স্পষ্ট কথাবার্তার জন্য পরিচিত। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ৭৫ রান এবং ২০১১ ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে ৯৭ রানের ইনিংসের জন্য গৌতম গম্ভীরকে ততটা কৃতিত্ব দেওয়া হয় না, যতটা তাঁর প্রাপ্য। গম্ভীরের একটি পুরনো বক্তব্য সময়ে সময়ে ভাইরাল হয়, যেখানে তিনি বলেছিলেন যে, দুটি বিশ্বকাপেই একা ধোনি ভারতকে চ্যাম্পিয়ন করেননি।




















