Vijay Hazare Trophy: ১০ ছক্কা, ১৪ বাউন্ডারি হাঁকিয়ে মুম্বইয়ের বিরুদ্ধে বিজয় হাজারেতে ঝোড়ো ইনিংস প্রভসিমরণের
Prabhsimran Singh: শ্রেয়স আইযারের নেতৃত্বে বিজয় হাজারে ট্রফিতে খেলছে মুম্বই। অন্যদিকে অভিষেক শর্মার নেতৃত্বে পাঞ্জাব খেলছে। এদিন প্রথমে ব্যাটিং করতে নেমেছিল মুম্বই।
মুম্বই: আইপিএলের নিলামের আগে পাঞ্জাব কিংস তাঁকে রিটেন করেছিল। সিদ্ধান্তটা যে একেবারেই ভুল ছিল না তা প্রমাণ করলেন পাঞ্জাবের প্রভসিমরণ সিংহ। ঘরোয়া ক্রিকেটে বিজয় হাজারে ট্রফিতে খেলছেন এই মুহূর্তে তরুণ এই ব্য়াটার। সেখানেই ব্যাট হাতে ঝড় তুললেন। মাত্র ১০১ বলে ১৫০ রানের ইনিংস খেললেন প্রভসিমরণ। তাঁর দুরন্ত ব্যাটিংয়ের সুবাদেই মুম্বইয়ের বিরুদ্ধে মাত্র ২৯ ওভারে ২৪৯ রান তাড়া করে জয় ছিনিয়ে নিল পাঞ্জাব। ম্য়াচের সেরাও নির্বাচিত হয়েছেন প্রভসিমরণ।
শ্রেয়স আইযারের নেতৃত্বে বিজয় হাজারে ট্রফিতে খেলছে মুম্বই। অন্যদিকে অভিষেক শর্মার নেতৃত্বে পাঞ্জাব খেলছে। এদিন প্রথমে ব্যাটিং করতে নেমেছিল মুম্বই। ২৪৮ রানে অল আউট হয়ে যায় তাদের ইনিংস। ৬৬ রান করে দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রান করেন অথর্ভ অঙ্কোলেকর। এছাড়াও মুস্তাক আলি নজর কাড়া সূর্যাংশ শেদগে ৪৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। ৪৩ রান করে শার্দুল ঠাকুর। পাঞ্জাবের হয়ে অর্শদীপ সিংহ সবচেয়ে সফল বোলার। তিনি একাই পাঁচ উইকেট তুলে নেন।
View this post on Instagram
রান তাড়া করতে নেমে পাঞ্জাবের অধিনায়ক ওপেনার অভিষেক শর্মা ৬৬ রানের ইনিংস খেলেন। রমনদীপ সিংহ ২২ রানের গুরুত্বপূর্ণ অপরাজিত ইনিংস খেলেন। তবে প্রভসিমরণ একাই দুরন্ত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে দেন।
ভাইরাল নীতীশের সেলিব্রেশন
ব্যাট হাতে নীতাশের ইনিংস তো বটেই, নজর কাড়ে তাঁর সেলিব্রেশনও। সেই সেলিব্রেশনে মজে ওয়াশিংটন সুন্দরও (। ম্যাট শেষে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, 'ও ফ্লাওয়ার নয়, ফায়ার। ও কিন্তু নিঃসন্দেহে একদম দারুণভাবে সেলিব্রেশনটা করেছে। আমি নিশ্চিত ওর ঝুলিতে এমন আরও অনেক কেরামতি রয়েছে। শুধু ওকে ওর অনেক অনেক সেঞ্চুরি করতে হবে, তাহলেই আপনারা সকলেই এমন আরও অনেক সেলিব্রেশন দেখত পারবেন।'
নিজের প্রথম আন্তর্জাতিক অর্ধশতরানের পরেই অল্লু অর্জুনের বিখ্যাত সিনেমা পুষ্পা-র সেলিব্রেশন নকল করেছিলেন নীতীশ। সেই সিনেমার ডায়লগেই নীতীশের ইনিংসের প্রশংসা করলেন ওয়াশিংটন সুন্দর। নীতীশের আরও প্রশংসা করে তিনি বলেন, 'ও যেভাবে ব্যাট করেছে, সেঞ্চুরিটা ওর প্রাপ্যই ছিল। আমাদের সকলের ভরসা ছিল যে সেঞ্চুরিটা আসবে। এই সেঞ্চুরির ইনিংসের অংশ হতে পারার অভিজ্ঞতাটা দারুণ।'