Rahul Dravid: বেঙ্গালুরুর রাস্তায় গাড়িতে অটোর ধাক্কা, দুর্ঘটনার কবলে রাহুল দ্রাবিড়
Rahul Dravid Accident: মঙ্গলবার সন্ধে ৬.৩০ মিনিট নাগাদ বেঙ্গালুরুর কানিংহ্যাম রোডে এক পণ্যবাহী অটো দ্রাবিড়ের গাড়িতে ধাক্কা মারে।

বেঙ্গালুরু: বেঙ্গালুরুতে ভর সন্ধেবেলায় দুর্ঘটনার কবলে ভারতের বিশ্বকাপজয়ী প্রাক্তন কোচ তথা কিংবদন্তি রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। মঙ্গলবার সন্ধে ৬.৩০ মিনিট নাগাদ বেঙ্গালুরুর কানিংহ্যাম রোডে এক পণ্যবাহী অটো দ্রাবিড়ের গাড়িতে ধাক্কা মারে।
রাহুল দ্রাবিড় ঘটনাটি ঘটার সময় নিজেই গাড়ি চালাচ্ছিলেন। ভর সন্ধেতে হঠাৎই এক অটো তাঁর পছন্দের সাদা এসইউভিতে ধাক্কা মারে। এরপরেই চালকের আসনে বসে থাকা দ্রাবিড় গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন। তারপর যা ঘটল তা অনেকেই হয়তো ভাবতে পারবেন না। সাধারণত শান্ত স্বভাবের দ্রাবিড়। কোনও কিছুতেই তাঁকে তেমন বিচলিত হতে বা আবেগ প্রকাশ করতে দেখা যায় না। তবে প্রিয় গাড়িতে ধাক্কার পর তিনি আর নিজেকে সামলাতে পারেননি। অটোচালকের সঙ্গে খানিক বচসাতেই জড়িয়ে পড়েন তিনি। গোটা ঘটনার ভিডিওটি বেশ ভাইরালও হয়েছে।
Rahul Dravid’s Car touches a goods auto on Cunningham Road Bengaluru #RahulDravid #Bangalore pic.twitter.com/AH7eA1nc4g
— Spandan Kaniyar ಸ್ಪಂದನ್ ಕಣಿಯಾರ್ (@kaniyar_spandan) February 4, 2025
দ্রাবিড়ের কোনও চোটআঘাত না লাগলেও, তাঁর গাড়ির পিছনের খানিকটা অংশ তুবড়ে গিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের দাবি অনুযায়ী পণ্যবাহী অটোটি হঠাৎ করে ব্রেক কষার ফলেই এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাটি মেন গ্রাউন্স থানার আওতায় থাকা অংশে হয়েছে। দুইজনের মধ্যে বচসা ও হালকা কথা কাটাকাটি হলেও, তার থেকে বেশি কিছু হয়নি। দুইজনের গাড়ির গতিই কম থাকায় ঘটনায় বড় কিছু হয়নি বলেই প্রত্যক্ষদর্শীরা বলছেন। পুলিশের তরফে এই দুর্ঘটনার জন্য কোনও তরফেই কোনও অভিযোগও দায়ের করা হয়নি। তবে দ্রাবিড় অটোচালকের নাম ও ফোন নম্বর নিয়ে গিয়েছেন বলে অনেকেই জানান।
বুমরাকে ঘিরে জল্পনা
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম টেস্টে ব্যাক স্প্যাজমের জেরে দ্বিতীয় ইনিংসে আর মাঠে নামতে পারেননি যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। তারপর থেকে ভারতীয় দলের হয়ে আর খেলেনইনি তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে তিনি ছিলেন না। ওয়ান ডেতে শেষের দিকে তাঁর খেলার সম্ভাবনা ছিল বটে। তবে বিসিসিআই সদ্যই যে পরিবর্তিত ভারতীয় দল ঘোষণা করেছে, তাতে বুমরার নামই নেই। এরপরই তাঁর চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy 2025) অংশগ্রহণ নিয়েও জোর জল্পনা শুরু হয়েছে।
মঙ্গলবার, ৪ জানুয়ারি বিসিসিআইয়ের তরফে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ের জন্য যে ১৬ জনের পরিবর্তিত দল ঘোষণা করা হয়েছে, সেখানে সুযোগ পেয়েছেন বরুণ চক্রবর্তী। দুরন্ত টি-টোয়েন্টি সিরিজ়ের পরই তাঁকে জাতীয় দলে ডাকা হয়েছে। তবে নীরবেই বুমরার নাম স্কোয়াড থেকেই সরিয়ে ফেলা হয়েছে। এমনিই তাঁর ফিটনেস নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। উপরন্তু, তাঁর নাম এই সিরিজ়ের থেকে সরিয়ে নেওয়ার এবার কিন্তু রীতিমতো উদ্বেগ তৈরি হল।
আরও পড়ুন: সকালে দেখা গিয়েছিল অনুশীলনে, জল্পনা মতোই ভারতীয় ওয়ান ডে দলে ডাক পেলেন 'মিস্ট্রি স্পিনার'




















